Radha Ashtami: রাধারানির পুজো তো করলেন, সঙ্গে এটি করুন, সারা বছর ঘরে অর্থ আসবে!

Radha Ashtami: রাধা অষ্টমী হিন্দুদের অন্যতম পবিত্র তিথি। এই বিশেষ তিথিতে নির্দিষ্ট এক কায়দায় রাধার আরাধনা করলে, বিবাহ বাধা দূর হয় বলেই বিশ্বাস ভক্তদের।

Radha Ashtami: রাধা অষ্টমী হিন্দুদের অন্যতম পবিত্র তিথি। এই বিশেষ তিথিতে নির্দিষ্ট এক কায়দায় রাধার আরাধনা করলে, বিবাহ বাধা দূর হয় বলেই বিশ্বাস ভক্তদের।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Radha-Krishna

Radha Ashtami: রাধাষ্টমীর বিশেষ আরাধনা।

Radha Ashtami Pujo: আজ রাধা অষ্টমী। হিন্দুদের এক বিশেষ তিথি। এই বিশেষ তিথিতে বিশেষ কায়দায় শ্রীরাধার উপাসনা করলে বিরাট লাভ হয় এমনটাই বিশ্বাস ভক্তদের। বৈদিক পঞ্জিকা অনুযায়ী আজ রাত ১২টা ৫৭ পর্যন্ত রাধাষ্টমী রয়েছে। এই সময়ে উপবাস, পূজা, রাধা-কৃষ্ণের নামস্মরণ ও ভোগ নিবেদন করলে বিশেষ ফল লাভ হয়। এমনটাই প্রচলিত ধারণা। 

কীভাবে পালন করবেন বিশেষ নিয়ম

Advertisment

যেটা সকলেই করে তা হল- পুজোর আগে স্নান করে পরিষ্কার কাপড় পরা। পূজার জায়গায় রাধাকৃষ্ণের পরিষ্কার ছবি রাখা। পঞ্চামৃত, ধূপ, দীপ, ফুল, তুলসী, সিঁদুর, হলুদ, ফল ও মিষ্টি পুজোস্থলে সাজিয়ে রাখা। রাধা রানিকে মাখন, মিছরি, ক্ষীর, লুচি-সুজি, তাজা ফল নিবেদন করা। সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় দেবীর পুজো করা, আরতি করা এবং প্রসাদ গ্রহণ করা। 

আরও পড়ুন- রণে-বনে-জলে-জঙ্গলে, বিপদে-আপদে তিনিই বাঙালির ভগবান!

কিন্তু, জানেন কী, রাধাষ্টমীতে এটুকুই যথেষ্ট নয়। এই বিশেষ তিথিতে যেটা করতে হয়, তা হল তিল দান করা। পাশাপাশি দান করতে হয় ডাল, কালো কাপড় এবং লোহার তৈরি জিনিসপত্রও। আর, সঙ্গে কৃষ্ণেরও পূজা করতে হয়। সেখানে ভগবান কৃষ্ণকে ফুল, গোলাপ, ময়ূরের পালক এবং বাঁশি নিবেদন করতে হয়। তাতে করেই ব্যক্তির বিবাহে আসা বাধা দূর হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর, কাঙ্ক্ষিত জীবনসঙ্গী লাভ হয়। শুধু তাই নয়, এই প্রতিকার করলে বিবাহিত জীবন সর্বদা সুখে থাকে। এমনটাই বিশ্বাস ভক্তদের।

Advertisment

আরও পড়ুন- ৩০ নাকি ৩১ আগস্ট, কবে রাধাষ্টমী? জানুন শুভ মুহূর্ত ও ব্রতের মাহাত্ম্য

এবং

আরও পড়ুন- যেন পথের দাবীর সব্যসাচী! জনতার 'ডাক্তার' যাদুগোপালই বিপ্লবীদের মাথা

এর পাশাপাশি, এই তিথিতে মন্ত্র জপ করা, মন্দিরে বা অন্যত্র দরিদ্রদের খাদ্য, অর্থ এবং বস্ত্র দানের রীতি প্রচলিত আছে। প্রতিবছর রাধাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মের পর পালিত হয়। সেই কারণে এই তিথিতে শ্রীকৃষ্ণের পুজোর ওপরও বিশেষ জোর দেওয়া হয়। বিশেষ করে পুজোর পর নামকীর্তন এবং গীতাপাঠে জোর দেওয়ার রীতি প্রচলিত আছে।  

আরও পড়ুন- সেপ্টেম্বরে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, কোন দিনগুলোয়? দেখুন বিস্তারিত তালিকা

শুধু এই নয়। এই তিথিতে রাধারানির পুজোর পর তাঁকে একটি রুপোর মুদ্রা দেওয়ার রীতিও রয়েছে। পূজার পর সেই রুপোর মুদ্রা একটি লাল কাপড়ে বেঁধে বিশেষ স্থানে রাখতে হয়। ভক্তদের বিশ্বাস ওই লাল কাপড়ে বাঁধা রুপোর মুদ্রা সারাবছর গৃহে অর্থ পরিপূর্ণ রাখে।

pujo Radha Ashtami