/indian-express-bangla/media/media_files/jTaANk8OPMKeU1iDMfEl.jpeg)
Today Wednesday Horoscope, 10 September, 2025: বুধবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 10 September 2025: গ্রহ-নক্ষত্রের অদ্ভুত সমীকরণে আজকের দিনটা বিশেষ। গভীর পটভূমিতে চলছে Saturn (শনি) এবং Neptune (নেপচুন)-এর তীব্র টানাপোড়েন। নিরাপত্তা আর বাস্তবতার সঙ্গে স্বপ্ন আর কল্পনার দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন সবাই। তাই আজ যদি আপনার মন বিভ্রান্ত থাকে, চিন্তার কিছু নেই—অনেকেই একই অবস্থায় আছেন।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ অন্যদের সঙ্গে যোগাযোগে হঠাৎ করে থেমে যেতে পারে। কথায় জড়তা আসতে পারে। আবার পেশাগত জীবনে পুরোনো অভিজ্ঞতাও ফিরে আসতে পারে। মনে রাখবেন, অতীতকে উপেক্ষা করলে চলবে না।
বৃষ/ Taurus রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে আজকের আলোচনাগুলো খুব একটা গুরুত্ব পাবে না। কেউ কিছু আভাস দিলেও আপাতত ফল আসবে না। তবে এক সপ্তাহ পর তা পরিষ্কার হবে এবং তখনই আপনি পরিকল্পনা পাল্টাতে পারবেন।
আরও পড়ুন- আপনার বাড়ির কোথায় জলের ট্যাংক? ভুল জায়গায় বসালেই কিন্তু চরম সমস্যা!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
পরিকল্পনা ভেস্তে যাওয়া বা প্রতিশ্রুতি ভঙ্গ করা আজ আপনার জন্য অবাক করা কিছু নয়। চারপাশে অনেকেই একই সমস্যায় ভুগছেন। সবকিছুই গ্রহ-নক্ষত্রের অস্থির গতির ফল।
আরও পড়ুন- ট্রাম্পের নতুন ছক! নয়া আইনে গ্রিন কার্ডধারীরাও নির্বাসনের মুখে?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
বাড়ি বা পরিবারে ন্যায়ের লড়াই করতে হতে পারে। আপনার নীতি ও আদর্শ আজ সামনে আসবে। সঠিক জায়গায় লড়াই করলে জয় নিশ্চিত।
আরও পড়ুন- জিএসটির নতুন হার নিয়ে সমস্যার আশঙ্কা খোদ CBIC প্রধানের?
সিংহ/ Leo রাশিফল Rashifal
আপনার দানশীলতা ও সহযোগিতার মনোভাব আগামী নয় মাস ধরে বিশেষভাবে বজায় থাকবে। আজ থেকেই পরিকল্পনা করুন—কীভাবে অন্যদের কাজে আপনার দক্ষতা ও সম্পদ ব্যবহার করা যায়। প্রয়োজনে নিজের একটি লক্ষ্য কিছুদিনের জন্য স্থগিত রাখতে হতে পারে।
আরও পড়ুন- পরীক্ষার তারিখ ঘোষিত, সিটি স্লিপ ও অ্যাডমিট কার্ড কবে আসবে জানুন
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আজ যদি কিছু অসম্পূর্ণ থেকে যায়, নিজেকে দোষ দেবেন না। মঙ্গল আপনার পাশে রয়েছে। আগামী দশ দিন আপনার হাতে সময় আছে সব শেষ করার।
তুলা/ Libra রাশিফল Rashifal
আর্থিক বিষয়ে আপনার আত্মবিশ্বাস থাকলেও কিছু পরিকল্পনা পরিবর্তন করতে হতে পারে। যদিও শেষ পর্যন্ত প্রমাণ হবে, আপনার চিন্তাধারা অনেকের চেয়ে উজ্জ্বল।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
আজ ব্যক্তিগত জীবনে রহস্য ও বিভ্রান্তি তৈরি হতে পারে। যোগাযোগের গ্রহ বুধ ও আবেগের গ্রহ শুক্র আপনার রাশিতে সক্রিয়। প্রেমের খাতায় খরচ বেড়ে যেতে পারে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
নিজস্ব মতবাদে অটল থাকার প্রবণতা আজ খরচ বাড়াতে পারে। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করুন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
অভিমত প্রকাশ করলে কর্তৃপক্ষ বিরক্ত হতে পারে এবং আপনার দায়িত্ব আরও বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি আজ আবেগ নিজের ভেতরেই সীমাবদ্ধ রাখবেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
ব্যক্তিগত জীবনে সবকিছু সৎ ও নৈতিক পথে চালাতে হবে। এর ফলে লাভ না হলেও আত্মতৃপ্তি পাবেন। তবে একটি ভালো খবর—জীবনের গতি আবার দ্রুত হতে চলেছে।
মীন/ Pisces রাশিফল Rashifal
আপনার দাবি-দাওয়ায় সঙ্গী বা কাছের মানুষরা বিরক্ত হতে পারেন। তাই অতিরিক্ত প্রত্যাশা না করে ধৈর্য ধরুন।