/indian-express-bangla/media/media_files/2025/01/01/HnkiEJtWlNLXc4sO123C.jpeg)
Thursday Horoscope, 11 September, 2025: লক্ষ্মীবারের রাশিফল ।
Ajker Rashifal Bengali, 11 September 2025: গ্রহ-নক্ষত্রের চলাফেরা আমাদের জীবনে নানা প্রভাব ফেলে। আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে? আসুন দেখি মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির ভাগ্য কী বলছে।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ কিছু সমস্যায় নিজেকে দায়ী মনে হতে পারে, যদিও বাস্তবে সেটা আপনার কারণে হয়নি। আইনি বিষয় বা দেরিতে ঝুলে থাকা কাজ থেকে সাবধান থাকুন।
আরও পড়ুন- এভাবে ফ্রিজে রসুন রাখুন, সহজে নষ্ট হবে না, সতেজ থাকবে দীর্ঘদিন
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আপনার হাতে এখনও কিছু ভালো সুযোগ আছে। কাজে প্রতিযোগী থাকলেও সৌজন্য দেখাতে পারলে আপনি দীর্ঘমেয়াদে উপকৃতই হবেন।
আরও পড়ুন- পুজো স্পেশাল রেসিপি! বাসন্তী পোলাওয়ের সঙ্গে চিকেন কষা বানান সহজে
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আজকের দিনে অন্যরা আপনার আবেগ নিয়ে খেলতে চাইতে পারে। তাদের উসকানিতে পা দেবেন না। শান্ত থাকুন, তাহলেই লাভবান হবেন।
আরও পড়ুন- মেহেন্দি লাগবে না, এই বীজগুলো চায়ের সঙ্গে মিশিয়ে লাগান, চুল কালো হয়ে যাবে
কর্কট/ Cancer রাশিফল Rashifal
সুযোগ এলে তা ভাগ করে নিন। সব সাফল্য শুধু নিজের করে নেওয়া ঠিক হবে না। সম্পর্ক টিকিয়ে রাখতে নম্রতা জরুরি।
আরও পড়ুন- এই ৫ জিনিস কাছে থাকলে, কয়েক দিনের মধ্যেই খুশকি হবে দূর!
সিংহ/ Leo রাশিফল Rashifal
কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে। আর্থিক পরিকল্পনা করে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
বাড়িতে মতভেদ বা দ্বন্দ্ব হতে পারে। মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং নিজের দায়িত্ব শেষ করার চেষ্টা করুন।
তুলা/ Libra রাশিফল Rashifal
আপনার বোঝানোর ক্ষমতা আজ আরও জোরালো, কম তথ্যপূর্ণ হলেও পরিষ্কার হতে পারে। এজন্যই আশেপাশের মানুষ আপনার বক্তব্যকে বিশেষ গুরুত্বও দেবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
গ্রহ-নক্ষত্রের মিলনে বড় কোনো পরিবর্তন আসছে। তবে সেটি হয়তো আপনার ভেতরের মানসিকতায়। বাইরের পরিস্থিতিতে নয়।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
পারিবারিক ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ আরও দৃঢ় হবে। পরিবারে সব সিদ্ধান্ত আজ আপনার হাতেই থাকবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
আজ কিছু বিষয় গোপন রাখাই ভালো। সময় আসলে কথা বলুন, এখন নয়। ধৈর্য ধরলে ফল পাবেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
বন্ধু বা নতুন পরিচয়ের মাধ্যমে মন ভালো হবে। তবে আবেগপ্রবণ তর্কে না জড়ানোই ভালো। সত্য প্রকাশ পেলে স্বস্তি পাবেন।
মীন/ Pisces রাশিফল Rashifal
আজ অন্যরা আপনাকে নির্ভরযোগ্য, যত্নশীল ব্যক্তি হিসেবে দেখতে চাইবে। কিন্তু আপনি নিজেই স্থিরতা খুঁজছেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না।