Hair Colour: মেহেন্দি লাগবে না, এই বীজগুলো চায়ের সঙ্গে মিশিয়ে লাগান, চুল কালো হয়ে যাবে

Hair Colour: পাকা চুল ঢাকতে মেহেন্দির মত রাসায়নিক লাগানোর দরকার নেই। ব্যবহার করুন ঘরোয়া হেয়ার কালার। চুল কালো তো হবেই, সঙ্গে আগের চেয়ে অনেকটাই মজবুতও হবে।

Hair Colour: পাকা চুল ঢাকতে মেহেন্দির মত রাসায়নিক লাগানোর দরকার নেই। ব্যবহার করুন ঘরোয়া হেয়ার কালার। চুল কালো তো হবেই, সঙ্গে আগের চেয়ে অনেকটাই মজবুতও হবে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Hair Colour

Hair Colour: ঘরে তৈরি রং দিয়েই চুল করুন কালো।

Hair Colour: আজকাল অল্প বয়সেই অনেকের চুল পাকা। ব্যাপারটা অনেকের কাছেই দুঃস্বপ্নের মত। বিশেষ করে ২০ বছর বয়সেই যদি চুল সাদা হতে শুরু করে, তাহলে তো মনে কষ্ট হবেই। অনেকেই এর সমাধান হিসেবে বাজারের প্যাকেজড রং ব্যবহার করেন। মানে মেহেন্দি লাগান। কিন্তু, এসব রঙে রাসায়নিক আছে। যা আপনার চুলের ক্ষতি করে। এমনটাই বিশেষজ্ঞরা বলেন। 

Advertisment

বাজারি মেহেন্দি ব্যবহারের ফলে চুল ভেঙে যায়, রুক্ষ হয়ে যায়। মাথায় অ্যালার্জির মত সমস্যা তৈরি হয়। এর বদলে ঘরোয়া ভেষজ ব্যবহার করতে পারেন। এই ভেষজ যেমন একদিকে চুল কালো করে, তেমনই চুলকে মজবুতও করে। আপনার রান্নাঘরেই আছে এমন কিছু জিনিস, যেগুলো দিয়ে একেবারে রাসায়নিক-মুক্ত ন্যাচারাল চুলের রং তৈরি করা যায়। এজন্য কী কী লাগবে? খুবই সাধারণ জিনিস- কালোজিরা, আমলকির গুঁড়ো, মেহেন্দি পাতার গুঁড়ো, চা পাতা ফোটানো জল। 

ভেষজ ঘরোয়া রং

কীভাবে এই ভেষজ ঘরোয়া রং তৈরি করবেন? প্রথমে একটি কড়াই নিন। তাতে অল্প আঁচে কালোজিরা ভেজে নিন। ঠান্ডা হলে ওই কালোজিরা ভালো করে গুঁড়ো করে নিন। এখন এই গুঁড়োর সঙ্গে আমলকির গুঁড়ো এবং মেহেন্দির গুঁড়ো মিশিয়ে নিন। তাতে কিছুটা চা ফোটানো জল দিয়ে মিশ্রণটি ঘন থকথকে করে নিন। ওই পাত্রটা ঢেকে আধ ঘণ্টা রেখে দিন। যাতে ওর মধ্যে থাকা সব জিনিস ভালোভাবে মিশে যায়। এবার ওই মিশ্রণটি আপনার তেলমুক্ত চুল আর মাথার ত্বকে লাগান। আধঘণ্টা পর মাথা ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

Advertisment

আরও পড়ুন- এই ৫ জিনিস কাছে থাকলে, কয়েক দিনের মধ্যেই খুশকি হবে দূর!

এবং

আরও পড়ুন- পিতৃপুরুষের দোষে পরিবারে অশান্তি? শাস্ত্রমতে দোষ কাটান এভাবে!

এই কালোজিরা চুল পড়া কমায়। নতুন চুল গজাতে সাহায্য করে। আমলকি চুলের গোড়া মজবুত করে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। মেহেদির গুঁড়ো চুলে স্বাভাবিক কালো রং আনে। চুলকে করে মসৃণ। চায়ের জল চুলকে স্বাভাবিক কালচে আভা দেয়, চুলের খুশকি কমায়। চুলে লাগানোর আগে ওই মিশ্রণ থেকে কোনও অ্যালার্জি ছড়ায় কি না, সেটা একবার পরীক্ষা করে নিন।

আরও পড়ুন- মৃত্যুশয্যাতেও ছিলেন আপসহীন! বাঘা যতীন মুগ্ধ করেছিলেন চার্লস টেগার্টকেও

এজন্য মিশ্রণটি শরীরের কোনও একটা জায়গায় লাগান, অ্যালার্জি ছড়াচ্ছে কি না, তাতেই বুঝতে পারবেন। যদি কোনও অস্বস্তি অনুভব হয়, অবিলম্বে ব্যবহার বন্ধ করে একজন চিকিৎসকের পরামর্শ নিন। তৈরি করা ওই মিশ্রণ ব্যবহারের সময় চোখে বা মুখে যাতে না লাগে সেদিকে খেয়াল রাখুন। 

আরও পড়ুন- আপনার বাড়ির কোথায় জলের ট্যাংক? ভুল জায়গায় বসালেই কিন্তু চরম সমস্যা!

বাজারের মেহেন্দির প্যাকেটে থাকা অ্যামোনিয়া বা ক্ষতিকারক কেমিক্যাল আপনার চুলের ক্ষতি করতে পারে। কিন্তু এই ভেষজ রং কিন্তু সেসব কিছুই করবে না। কারণ, এটা পুরোপুরি প্রাকৃতিক। এই ঘরে তৈরি চুলের রং নিয়মিত ব্যবহার করলে পাকা চুল তো কালো হয়ে যাবেই, আপনার চুলও হবে ঘন, উজ্জ্বল এবং স্বাস্থ্যকর।   

Colour hair