Ajker Rashifal Bengali, 12 September 2025: দেখুন রাশিফল, মেষ থেকে মীন, আজ কী আছে আপনার ভাগ্যে?

Ajker Rashifal Bengali, 12 September 2025: আজকের রাশিফল জানুন! মেষ থেকে মীন, কী বার্তা দিচ্ছে? আপনার কেরিয়ার, ভালোবাসা, স্বাস্থ্য আর অর্থভাগ্য পডুন এক ক্লিকে।

Ajker Rashifal Bengali, 12 September 2025: আজকের রাশিফল জানুন! মেষ থেকে মীন, কী বার্তা দিচ্ছে? আপনার কেরিয়ার, ভালোবাসা, স্বাস্থ্য আর অর্থভাগ্য পডুন এক ক্লিকে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
friday horoscope

Friday Horoscope, 12 September, 2025: শুক্রবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 12 September 2025: আজকের দিনটি কল্পনা ও বাস্তবতার মাঝে চলাফেরা করা মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। যাঁরা সৃজনশীল কাজে যুক্ত, তাঁদের কল্পনা আজ শক্তি পাবে। কিন্তু যাঁদের দৈনন্দিন কাজ গুছিয়ে করতে হয়, তাঁদের জন্য ধৈর্যই বড় অস্ত্র। একধাপ করে এগিয়ে চলাই আজকের সাফল্যের মন্ত্র।

মেষ/ Aries রাশিফল Rashifal 

Advertisment

দীর্ঘমেয়াদি চাপ কমছে না। তবে আজকের দিন আপনাকে এগিয়ে যেতে বলছে। পুরোনো বাঁধন ভেঙে এগিয়ে যাওয়ার সাহস পাবেন। সম্পর্কের মানুষদেরও এটা বুঝতে হবে যে আপনি সময় নষ্ট করতে চান না।

আরও পড়ুন- ১৬ না ১৭ সেপ্টেম্বর, কবে ইন্দিরা একাদশী? পালনে অবাক করা লাভ

বৃষ/ Taurus রাশিফল Rashifal

যাঁরা কাজ নিয়ে ব্যস্ত নন, তাঁরাও আজ ঘরের ছোটখাটো কাজগুলো সামলান। পরিকল্পনা সম্বন্ধে পরিবারের সঙ্গে আলোচনা করুন। ব্যস্ততার মাঝেও সব সামলাতে পারবেন।

Advertisment

আরও পড়ুন- চিমনি স্যুপ থেকে তিব্বতি খাবার, দক্ষিণ কলকাতার মন কাড়ছে টিবেটান হাউস!

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

বাড়িতে কিছু ব্যস্ততা এবং পরিবর্তন আসতে চলেছে। সময় নষ্ট না করে ঠান্ডা মাথায় কাজ করুন। আবেগ সংক্রান্ত বিতর্ক এড়িয়ে চলুন।

আরও পড়ুন- শিকাগোতে স্বামী বিবেকানন্দর নামে রাস্তা, ১৮৯৩-এর বক্তৃতাই বদলে দিয়েছিল ইতিহাস

কর্কট/ Cancer রাশিফল Rashifal

নতুন সংযোগ এবং যোগাযোগ আপনার কল্পনাশক্তি বাড়াবে। তবে সামনে কিছু বাধাও আসতে পারে। সতর্ক থাকুন এবং নতুন সুযোগ কাজে লাগান।

আরও পড়ুন- অগ্নিযুগের বিপ্লবী! বিবাদী বাগের বি তাঁর নামের আদ্যক্ষর থেকেই নেওয়া

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আজকের দিন স্বপ্ন পূরণের দিকে এগোবে। বিশেষত কাজ বা সমাজসেবার সঙ্গে যুক্ত থাকলে সন্তুষ্টি পাবেন। মনের ভেতর এক ধরনের শান্ত ভাব আসবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

অর্থনৈতিক দিক মজবুত করার ভালো সময়। অতিরিক্ত আয় করার নতুন পথ মিলতে পারে। সামাজিক সম্পর্কও আজ আপনাকে আনন্দ দেবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

অন্যরা নয়, বরং নিজের ভেতরের রাগ নিয়ন্ত্রণ করা দরকার। পুরোনো কষ্ট ভুলে নতুনভাবে শুরু করুন। কাছের ভ্রমণ মনকে হালকা করবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আজ হয়তো কোনও তথ্য ঘুরপথে জানবেন। তবে শেষে দেখবেন, চিন্তার কিছু নেই। অনেক দুশ্চিন্তা অযথাই ছিল। স্বস্তি আসবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

সম্পর্কের নিয়ন্ত্রণ আপনার হাতেই। অন্যরা আপনার সহায়তার ওপর নির্ভর করছে। তবে দায়িত্বও আপনার কাঁধে। নিজের জায়গা ধরে রাখুন।

মকর/ Capricorn রাশিফল Rashifal

অনেক কিছু আড়ালে চলছে। সব জেনে তারপর বড় পরিকল্পনা শুরু করুন। কখন কী প্রকাশ করবেন, সেটি নিজের বিচারেই ঠিক করুন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

আজ স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে ভাবুন। খাদ্যাভ্যাসে পরিবর্তন করুন, ব্যায়াম শুরু করুন। আগামী তিন মাসে অপ্রত্যাশিত সুযোগ আসবে।

মীন/ Pisces রাশিফল Rashifal

কাজে পুরো মনোযোগ দিন। খুঁটিনাটি নয়, বড় ছবির দিকে মন দিন। ব্যক্তিগত ক্ষেত্রেও অনেক কিছু অর্জনের সময় এসেছে। সমাজে নিজের অবস্থান শক্ত হবে।

bengali Ajker Rashifal