Ajker Rashifal Bengali, 30 September 2025: মেষ থেকে মীন, জানুন কী আছে আজকের রাশিফলে

Today Thursday Horoscope, 30 September, 2025: মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির জন্য দিনটি কেমন যাবে, জানুন। জেনে নিন প্রেম, অর্থ, কর্মজীবন, পারিবারিক জীবনে কী পরিবর্তন আসতে পারে।

Today Thursday Horoscope, 30 September, 2025: মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির জন্য দিনটি কেমন যাবে, জানুন। জেনে নিন প্রেম, অর্থ, কর্মজীবন, পারিবারিক জীবনে কী পরিবর্তন আসতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Today tuesday horoscope, september horoscope, ajker rashifal, viswakarma puja, bangla horoscope, Today rashifal bangla, আজকের রাশিফল বাংলা

Today Tuesday horoscope: মঙ্গলবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 30 September 2025: প্রতিদিনের মতো আজও গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের জীবনে নানা প্রভাব ফেলতে চলেছে। প্রেম, কর্মজীবন, আর্থিক অবস্থা কিংবা পরিবার—সব ক্ষেত্রেই রাশিফল থেকে আপনি পেতে পারেন গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আসুন দেখে নেওয়া যাক, মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির ক্ষেত্রে আজকের রাশিফল কী বলছে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ কোনও যৌথ আর্থিক কাজ প্রত্যাশা মতো ফল না-ও দিতে পারে। তবে এতে চিন্তার কিছু নেই। ভুলের সম্ভাবনা কম, কেবল সামান্য সংশোধনেই পরিস্থিতি সামলে নিতে পারবেন।

আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন ঝান্ডি, মোহময়ী দৃশ্য আর কাঞ্চনজঙ্ঘা মন ভরাবেই

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। পেশাগত ক্ষেত্রে সাময়িক চাপ আসতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। সহানুভূতির মনোভাব আপনার পক্ষে ইতিবাচক ফল আনবে।

আরও পড়ুন- দুর্গাপূজায় থিমের ছড়াছড়ি, প্রতিমা তৈরি হচ্ছে নানা জিনিস দিয়ে, শাস্ত্রে কী বলা আছে?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

শনি আপনাকে বাস্তববাদী সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। কাজের ক্ষেত্রে দেরি না করে পরিকল্পনা শুরু করুন। আপনার উদ্যোগ অন্যদের কাছে প্রশংসিত হবে।

আরও পড়ুন- রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা?

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আজ আবেগ বাড়তে পারে। এটি শুধু প্রেমের ক্ষেত্রেই নয়, বরং সৃজনশীল কাজে বা সন্তানের ক্ষেত্রেও অনুভূতি প্রবল হতে পারে। দিনটি আনন্দঘন মুহূর্ত বয়ে আনবে।

আরও পড়ুন- দেবী দুর্গার কলাবউ! এর প্রতিটি পাতার আড়ালে লুকিয়ে আছে মহাশক্তির রহস্য?

সিংহ/ Leo রাশিফল Rashifal 

পরিবারে বড় পরিবর্তন আসতে চলেছে। নতুন বাড়ি বা স্থানান্তরের সম্ভাবনা তৈরি হতে পারে। পরিবারকে শান্ত রাখতে আপাতত কিছুটা ধৈর্য ধরতে হবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

অতীতে অন্যদের কাছ থেকে পাওয়া সহায়তার জন্য কৃতজ্ঞ হোন। আজ কাউকে সাহায্য করলে নিজের ভেতরও শান্তি পাবেন। প্রতিদান দেওয়ার সময় এসেছে।

তুলা/ Libra রাশিফল Rashifal

রোমান্টিক ব্যাপারে গোপনীয়তা রয়ে গেছে। হয়তো প্রিয়জন এখনও সত্যি কথাটা বলতে প্রস্তুত নয়। সঠিক সময় এলে আপনার অনুভূতি প্রকাশ করুন।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

গৃহস্থালির দায়িত্ব গুরুত্ব সহকারে নিন। অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে দূরে থাকুন। পরিবারের লোকজন আপনাকে সহায়তা করছে, তাঁদের দোষারোপ করবেন না।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

পেশাগত দিক ইতিবাচক হলেও ভবিষ্যৎ গড়তে এখন নিজের দক্ষতার ওপর নির্ভর করতে হবে। ব্যক্তিগত যোগাযোগের ওপর পুরোপুরি নির্ভর করা ঠিক হবে না।

মকর/ Capricorn রাশিফল Rashifal

আজ কল্পনা ও স্বপ্নে ভেসে যাওয়া একেবারেই দোষের নয়। সৃজনশীল ভাবনা থেকে নতুন আইডিয়া আসতে পারে, যা ভবিষ্যতে কাজে দেবে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

আপনার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। দলগত কাজ এখন হয়তো আপনার পক্ষে সুবিধাজনক নয়। নিজের লক্ষ্যে এগিয়ে যান।

মীন/ Pisces রাশিফল Rashifal

দূর ভ্রমণ বা বিদেশ যাত্রার ইঙ্গিত স্পষ্ট। তবে এটি মানসিক বা আধ্যাত্মিক যাত্রাও হতে পারে। নতুন অভিজ্ঞতা আপনাকে সমৃদ্ধ করবে।

আজকের রাশিফল আপনাকে দিনটির জন্য সঠিক পরিকল্পনা করতে এবং সঠিক পথে চলতে সাহায্য করবে। প্রতিটি রাশির নিজস্ব শক্তি ও চ্যালেঞ্জ রয়েছে। সঠিক পথে এগোতে আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখুন, তাহলেই দিনটি আপনার অনুকূলে কাটবে। এমনটাই ধারণা জ্যোতিষীদের।

bengali Ajker Rashifal