The Story Behind Lakshmi-Ganesh Puja on Bengali New Year: Myth, Belief, and Business Rituals: বাংলা নববর্ষে হয় লক্ষ্মী-গণেশের পুজো। কেন হয় এই পুজো? একথা কিন্তু অনেকেই জানেন না। আজ ১৪৩২ বঙ্গাব্দ শুরুর দিন, বাংলার ঘরে ঘরে চলছে বর্ষবরণের প্রস্তুতি। লক্ষ্মী ও গণেশের (Goddess Laxmi & lord ganesha) প্রতিমার জন্য প্রতিমার দোকানে লাইন পড়েছে। প্রতিমা বিক্রি হচ্ছে চড়া দামে।
লক্ষ্মী-গণেশের পুজোর কারণ
আরও পড়ুন- বিরল যোগে বিরাট বদল, নতুন বছরে ভাগ্য চমকাবে এই তিন রাশির
এই বিশেষ দিনে লক্ষ্মী ও গণেশের পুজোর (pujo) পিছনে রয়েছে প্রচলিত হিন্দু পুরাণের গল্প। এই গল্পে গণেশ ও তাঁর ভাই কার্তিকের মধ্যে ত্রিভুবন পরিক্রমার প্রতিযোগিতার কথা বলা হয়েছে। সেই গল্প অনুযায়ী, কার্তিক ময়ূরে চেপে ত্রিভুবন পরিক্রমায় পাড়ি দিয়েছিলেন। আর, গণেশ কোথাও না গিয়ে শুধু তাঁর বাবা-মাকেই প্রদক্ষিণ করেছিলেন।
আরও পড়ুন- সিদ্ধসাধক রাঙাঠাকুর! ভক্তদের কাছে মুশকিল আসান, জীবন্ত কিংবদন্তি
কারণ জিজ্ঞাসা করায় গণেশ বলেছিলেন, তাঁর বাবা-মা শিব-পার্বতীই তাঁর কাছে ত্রিভুবন। তাই তাঁদের পরিক্রমা করেই তিনি ত্রিভুবন পরিক্রমা করে ফেলেছেন। ছেলের এই বুদ্ধিতে খুশি হয়ে শিব-পার্বতী গণেশকে আশীর্বাদ করেছিলেন। তখন থেকেই সব পুজোর আগে গণেশ পুজোর শুরু। সেই হিসেবেই বর্ষবরণের দিনে গণেশ পুজোর শুরু। অর্থাৎ, বর্ষবরণের দিন মানে সব পুজোর আগে প্রথম দিন।
আরও পড়ুন- পয়লা বৈশাখে আনন্দে ভরে উঠুক জীবন, প্রিয়জনকে পাঠান নববর্ষের এই শুভেচ্ছাবার্তা
তাছাড়া অবশ্য নববর্ষে (poila baisakh) গণেশ পুজোর অন্য কারণও রয়েছে। তা হল, গণেশ বিঘ্ননাশক। তিনি ব্যবসারও দেবতা। ব্যবসা ক্ষেত্রে যাতে বিঘ্ন নাশ হয়, তা নিশ্চিত করতেও বাংলা নববর্ষের প্রথম দিনে রয়েছে গণেশ পুজোর চল। পাশাপাশি, গণেশের সঙ্গে এই দিনে পুজো হয় লক্ষ্মীদেবীরও। কারণ, দেবী লক্ষ্মী হলেন ধনদেবী। সারা বছর ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক স্থিতি বজায় রাখতে এবং সমৃদ্ধির জন্য দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া অত্যন্ত জরুরি। আর, সেই আশাতেই ধনদেবী লক্ষ্মীর কাছে ধনের কামনা জানিয়ে এই দিন প্রার্থনার রীতি চালু আছে।
আরও পড়ুন- চতুর্গ্রহী যোগে ৫০ বছর পর চমকাবে ভাগ্য, টাকার জোয়ারে ভাসবে এই ৩ রাশি
আসলে এক্ষেত্রে ভক্তদের মূল লক্ষ্য থাকে, সারাবছর যাতে সুখ ও সমৃদ্ধিতে কাটে তা নিশ্চিত করা। সুখ ও সমৃদ্ধির জন্য বিঘ্ননাশ এবং অর্থ অত্যন্ত দরকার। হিন্দু শাস্ত্রমতে এই বিঘ্ননাশ এবং অর্থের দেবতা গণেশ এবং লক্ষ্মী। হাতেগোনা কয়েকজন, ঘরে নববর্ষের শুরুর দিন লক্ষ্মী-গণেশের পুজো করলেও মূলত বাঙালি দোকান বা প্রতিষ্ঠানগুলোতেই বর্ষবরণের দিন লক্ষ্মী ও গণেশের পুজোর রীতি প্রচলিত আছে।