Sun and Jupiter Unite in Gemini: A Transformative Phase for 3 Zodiac Signs: তৈরি হচ্ছে বিরাট শুভযোগ। ১২ বছর পর কাছাকাছি আসছে সূর্য এবং বৃহস্পতি। মিথুন রাশিতে এই মহাজাগতিক মিলন হবে ২০২৫ সালের জুন মাসে। এই যোগের প্রভাবে সব রাশির ওপর প্রভাব পড়লেও তিন রাশির ভাগ্য উজ্জ্বল হতে পারে। এমনটাই মনে করছেন জ্যোতিষীরা।
প্রশ্ন হল, সেই তিন রাশি কারা? কাদের ভাগ্য গ্রহ-নক্ষত্রের এই বিরাট যোগে লাভবান হতে পারে? জ্যোতিষীরা জানাচ্ছেন যে এই তিন রাশি হল- মিথুন, সিংহ ও কন্যা। অর্থাৎ সূর্য এবং বৃহস্পতিবার জাতকদের ভাগ্য উজ্জ্বল হয়ে উঠতে পারে।
আরও পড়ুন- পয়লা বৈশাখের সকালে করুন এই কাজগুলো, সারা বছর ঘরে সুখ সমৃদ্ধি উপচে পড়বে
লাভবান হবে যে ৩ রাশি
কন্যা রাশি:
এই সময়টি কন্যা রাশির জন্য লাভজনক হতে পারে। কারণ সূর্য ও বৃহস্পতির যোগ কর্মক্ষেত্র ও ব্যবসার ঘরে প্রভাব ফেলবে। যার ফলে চাকরি ও ব্যবসায় উন্নতির ব্যাপক সুযোগ তৈরি হবে। নতুন প্রকল্পে সাফল্য, উন্নয়ন ও অর্থ লাভের সম্ভাবনা থাকবে কন্যারাশির জাতকদের।
আরও পড়ুন- 'স্বাধীন' বাংলাদেশে ফের নামবদল মঙ্গল শোভাযাত্রার, স্বৈরাচারের বিরুদ্ধে এর ইতিহাস জানেন?
সিংহ রাশি:
সিংহ রাশির জাতকদের জন্য এই যোগ নতুন আয়ের সঞ্চার ঘটাবে। তাই এই সময়ে সিংহ রাশির জাতকদের আয় বাড়বে, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বিনিয়োগ, বিশেষ করে ব্যবসা বা পার্টনারশিপের বিনিয়োগ লাভজনক হতে পারে। এমনকী লটারি বা শেয়ার মার্কেট থেকেও উপকৃত হতে পারেন সিংহ রাশির জাতকরা।
আরও পড়ুন- ১৪৩২ না ১৪৩৩, পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারে কততম বছর হবে জানেন?
মিথুন রাশি:
যেহেতু এই যোগ মিথুন রাশিতে (Horoscope) নিজেই ঘটছে, তাই এটি সরাসরি মিথুন রাশির ব্যক্তির ব্যক্তিত্ব এবং তাঁদের ভবিষ্যতের ওপর দারুণ প্রভাব ফেলবে। এতে মিথুন রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়বে, তাঁদের কর্মক্ষেত্রে বাধা কেটে যাবে, বিপুল আর্থিক উন্নতি ঘটবে। মিথুন রাশির (rashi) জাতকদের মধ্যে যাঁদের বিয়ে হয়নি, তাঁরা এই যোগের প্রভাবে বিয়ের প্রস্তাব পেতে পারেন। আর, বিবাহিতদের দাম্পত্য জীবনেও উন্নতি ঘটবে।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গের রাজ্য সবজির নাম কী জানেন? নাম শুনলে অবাক হন অনেকেই
তবে, জ্যোতিষ সবসময় বলে যে ভাগ্য এবং চেষ্টার যোগফল হল কর্মফল। আর, তাই শুধুমাত্র যোগেই কাজ দেবে না। বরং, শুভযোগে জাতকদের চেষ্টাও চালাতে হবে। না-হলে যতটা পাওয়ার কথা ছিল, ততটা শুভফল পাবে না জাতক বা জাতিকা।