Devshayani Ekadashi: রথযাত্রা মিটতেই ঘুমোতে যাবেন শ্রীবিষ্ণু, কবে এবং কখন দেবশয়নী একাদশী?

Devshayani Ekadashi: দেবশয়নী একাদশী পালিত হবে ২০২৫ সালের ৬ জুলাই। এই তিথিতে ভগবান শ্রীবিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় যান। জেনে নিন পঞ্জিকা অনুযায়ী দেবশয়নী একাদশীর সময়, উপবাস এবং গুরুত্ব।

Devshayani Ekadashi: দেবশয়নী একাদশী পালিত হবে ২০২৫ সালের ৬ জুলাই। এই তিথিতে ভগবান শ্রীবিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় যান। জেনে নিন পঞ্জিকা অনুযায়ী দেবশয়নী একাদশীর সময়, উপবাস এবং গুরুত্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
Hindu Devshayani Ekadashi

Hindu Devshayani Ekadashi: ২০২৫ সালের দেবশয়নী একাদশীতে শ্রীবিষ্ণুর যোগনিদ্রা এবং পূজার সময়সূচি।

Hindu Devshayani Ekadashi: সামনেই গুরুত্বপূর্ণ দেবশয়নী একাদশী। এই বিশেষ তিথি হিন্দুধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ। আষাঢ় মাসের শুক্লপক্ষে এই একাদশী তিথি পালন করা হয়। এই তিথি ব্রহ্মাণ্ডের রক্ষক শ্রীবিষ্ণুর প্রতি উৎসর্গ করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই তিথি থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় প্রবেশ করেন। 

Advertisment

শ্রীবিষ্ণুর বিশ্রাম

শ্রীবিষ্ণু ক্ষীরসাগরে বিশ্রাম নেন। তাঁর বিশ্রামপর্ব চলে চার মাস। এই চার মাসকে চাতুর্মাস বলা হয়। এই সময় বিবাহ, গৃহপ্রবেশের মত শুভকাজগুলো বন্ধ থাকে। ভক্তরা শ্রীবিষ্ণুর শয়নের প্রথম দিনটিতে উপবাস করেন। শ্রীবিষ্ণুর পূজা করেন। আর, মোক্ষ কামনা করেন। চলুন, জেনে নেওয়া যাক ২০২৫ সালের দেবশয়নী একাদশী কোন মাসে এবং কত তারিখে পড়েছে।

আরও পড়ুন- উপবাসে ওজন কমলেও বাড়ে গ্যাস, মাথাব্যথা! কোন ভুলে হয় বিপদ, জানিয়েছেন বিশেষজ্ঞ

Advertisment

কবে পালিত হবে একাদশী

এবার এই তিথি পালিত হবে ২০২৫ সালের ৬ জুলাই। পঞ্জিকা অনুসারে ৫ জুলাই সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে এই দেবশয়নী একাদশী তিথি শুরু হবে। চলবে ৬ জুলাই রাত ৯টা ১৪ পর্যন্ত। উপবাস সবসময় উদয় তিথিতেই পালিত হয়। সেই কারণে দেবশয়নী একাদশীর উপবাস পালিত হবে ৬ জুলাই। 

আরও পড়ুন- কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ডিপফেক ভিডিও ভাইরাল, ফ্যাক্ট চেকিংয়ে সামনে এল সত্যিটা!

দেশশয়নী একাদশীর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো

  • ব্রাহ্মমুহূর্ত- সকাল ৪টা ৮ থেকে ৪টা ৪৯
  • অমৃতকাল- দুপুর ১২টা ৫১ থেকে ২টো ৩৮
  • সন্ধ্যার মুহূর্ত- সন্ধ্যা ৭টা ২১ থেকে রাত ৭টা ৪২ পর্যন্ত

আরও পড়ুন- বর্ষায় সাদা জুতো বারবার নোংরা হচ্ছে? এই টিপসে বিনা ঝামেলায় জুতো নতুনের মত ঝকঝকে করুন!

এবং

আরও পড়ুন- বিয়ে বাড়ির স্টাইলে বাড়িতেই বানান জমজমাট দই কাতলা! ঠাকুরের রেসিপির টিপস দেখুন একনজরে

দেবশয়নী একাদশীর গুরুত্ব

দেবশয়নী একাদশী পদ্ম একাদশী, হরিষয়নী একাদশী, আষাঢ়ী একাদশী নামেও পরিচিত। এই তিথিতে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় প্রবেশ করার পর তিনি জেগে ওঠেন কার্তিক মাসের শুক্লা একাদশী বা প্রবোধিনী একাদশীতে। বরাবরই এই দেবশয়নী একাদশী জগন্নাথের রথযাত্রা শেষে বা উল্টোরথের ঠিক পরেই পালিত হয়। তাই এই তিথির গুরুত্বই অন্যরকম। 

Hindu Ekadashi Devshayani