Deepfake Video Viral: নির্মলা সীতারামনের ডিপফেক ভিডিও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে, ২১ হাজার টাকা বিনিয়োগে লক্ষাধিক টাকা রোজগার সম্ভব। এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে তুলকালাম।
Deepfake Video Viral: নির্মলা সীতারামনের ডিপফেক ভিডিও রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওতে দাবি করা হয়েছে, ২১ হাজার টাকা বিনিয়োগে লক্ষাধিক টাকা রোজগার সম্ভব। এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে তুলকালাম।
Deepfake Videos Viral: সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিওতে অর্থমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে যে, মাত্র ২১ হাজার টাকার বিনিময়ে প্রত্যেক ভারতীয় লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন। সীতারামনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর রীতিমতো হইচই পড়ে যায়। মাত্র ২১ হাজার টাকা বিনিয়োগে এই বিপুল অর্থ রোজগার কি আদৌ সম্ভব? এই প্রশ্ন তোলেন অনেকেই। এরপরই নিরপেক্ষ ফ্যাক্ট চেকার আসরে নামেন। তিনি জানার চেষ্টা করেন, সত্যিই অর্থমন্ত্রী একথা বলেছেন কি না!
Advertisment
সীতারামনের ডিপফেক ভিডিও ভাইরাল
আর, এরপরই ধরা পড়ে যে সীতারামনের ভাইরাল ভিডিওটি ডিপ ফেক। এআই বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে ওই ভিডিওটি তৈরি করা হয়েছে। ওই ভাইরাল ভিডিওতে যা শোনা যাচ্ছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী তেমন কিছুই বলেননি। এককথায় ভিডিওটি ফেক। এমন ফেক ভিডিও এআই প্রযুক্তির মাধ্যমে আজকাল হামেশাই তৈরি হচ্ছে। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তি যা বলেননি বা করেননি, সেটাই তাঁকে দিয়ে বলানো বা করানো হচ্ছে।
এই ভিডিওর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। সীতারামন যা বলেননি, সেটাই তাঁর মুখে বসানো হয়েছে। তাঁকে দিয়ে বলানো হয়েছে। ২০২৪ সালের ২১ ডিসেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই ভিডিওর ফুটেজের ওপর বসানো হয়েছে এআই জেনারেটেড ভয়েস। ফ্যাক্ট চেকাররা লক্ষ্য করে দেখেন যে ভাইরাল ভিডিওর বক্তব্যের সঙ্গে সীতারামনের লিপ ম্যাচ করছে না। এই সমস্যা দূর করতে মাঝে মধ্যেই ভিডিওটিতে নানারকম কারিকুরি করা হয়েছে।
এই ভিডিওটিতে সত্যিই কারিকুরি করা হয়েছে কি না, সে ব্যাপারে আরও নিশ্চিত হতে ফ্যাক্ট চেকাররা আরও ভালোভাবে ভিডিওটি খতিয়ে দেখেন। তাতে দেখা যায়, সীতারামনের ওই ২১ হাজার টাকা সংক্রান্ত কোনও খবরাখবর কোথাও প্রকাশিত হয়নি। যা দেখেই ফ্যাক্ট চেকাররা নিশ্চিত হন যে ভিডিওটি সম্পূর্ণ ফেক।