Dirty Shoes Cleaning: বর্ষায় জুতো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এই অবস্থায় পরিষ্কার করতে গিয়ে ঝামেলায় পড়েন বেশিরভাগ লোকজনই। তার কারণটা হল, অনেকেই জানেন না যে কীভাবে সহজে জুতো পরিষ্কার করা যায়। অথচ, ঘরের সাধারণ জিনিসপত্র দিয়েই জুতো অতি সহজেই পরিষ্কার করা যায়। কীভাবে সেটা সম্ভব? চলুন, এই প্রতিবেদনে জেনে নিন সেই কৌশল (DIY)।
অন্যান্য অনেক কিছুর মতই ফ্যাশন একজন ব্যক্তির সৃজনশীলতার অঙ্গ। যা তাঁর মৌলিক চিন্তা এবং নিজেকে প্রকাশ করার স্বাধীনতাকেই তুলে ধরে। পোশাকের অপরিহার্য অংশ হল জুতো। যার ওপর সকলকেই নির্ভর করতে হয়। প্রশ্ন হল, আপনার জুতো চামড়া, ক্যানভাস নাকি জাল দিয়ে তৈরি? এটাও কিন্তু, আপনার ব্যক্তিত্বের অন্যতম প্রতীক। কারণ, পোশাকের অন্যান্য অংশের মত সেদিকেও নজর থাকে অন্যদের।
আরও পড়ুন- বিয়ে বাড়ির স্টাইলে বাড়িতেই বানান জমজমাট দই কাতলা! ঠাকুরের রেসিপির টিপস একনজরে
সাদা জুতো পরিষ্কার
বর্ষাকালে সবচেয়ে বেশি নোংরা হয় সাদা জুতো। সাদা জুতো একটুতেই কালো হয়ে যায়। সাদা জুতোতে দাগ পড়ে যায়। এটা দেখতে সকলেরই বেশ খারাপ লাগে। কিন্তু, সাদা জুতো পরিষ্কার করা অত্যন্ত কঠিন। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও সাদা জুতো পরিষ্কার করা সম্ভব হয় না। বাজারে যেসব জুতো রং করার কায়দা চালু আছে, সেগুলো কাজে লাগিয়েও দেখা যায় যে জুতো মনোমত পরিষ্কার হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু, গৃহস্থালির জিনিসপত্র দিয়েই সহজে সাদা জুতো পরিষ্কার করা যায়। জুতোকে করে তোলা যায় একেবারে নতুনের মত। এজন্য বেশি পরিশ্রমও করতে লাগে না। গৃহস্থালির জিনিসপত্র দিয়ে সাদা জুতো সহজে পরিষ্কারের কায়দাটা শিখিয়েছেন ফ্যাশন বিশেষজ্ঞ ঈশা বনশালি।
আরও পড়ুন- হাঁটতে না চাইলে এই সোলিয়াস পুশআপ করুন! বসেই ঝরবে মেদ, নিয়ন্ত্রণে থাকবে সুগার ও হার্ট!
কোন জুতোয় কীরকম ক্লিনিং এজেন্ট
এই টিপস মানতে গেলে প্রথমেই দেখে নিতে হবে যে জুতো কী দিয়ে তৈরি। কারণ, যে কোনও জুতোয় যে কোনও ধরনের ক্লিনিং এজেন্ট ব্যবহার করা যায় না। করলে জুতোরই ক্ষতি হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে।
ক) জালের জুতো:- জালের জুতো পরিষ্কার করা সবচেয়ে সহজ। গরম জলে বাসন মাজার লিকুইড ঢেলে নরম টুথব্রাশ ব্যবহার করে জুতোর ওপর ঘষতে পারেন। তাতে জালের জুতো তাড়াতাড়ি পরিষ্কার হবে।
আরও পড়ুন- ডায়াবেটিসের যম! 'জামের বীজ'-এর গুণাগুণ জানলে অবাক হয়ে যাবেন
খ) ক্যানভাসের জুতো:- ক্যানভাসের জুতোর উপাদান জালের জুতোর চেয়ে বেশি সূক্ষ্ম। এই জুতো পরিষ্কার করতে সাদা টুথপেস্ট ব্যবহার করতে পারেন। সেই টুথপেস্ট ব্রাশ দিয়ে জুতোর ওপরে আলতো করে ঘষতে পারেন।
গ) চামড়ার জুতো:- সাদা বডি লোশন নিয়ে পরিষ্কার কাপড় দিয়ে জুতোর ওপর ঘষলে চামড়ার জুতো তাড়াতাড়ি পরিষ্কার হবে। আর, নতুনের মত সুন্দর দেখাবে।
আরও পড়ুন- সাপের শত্রু ঘরের এই ৪ জিনিস! দরজায় ছুঁড়ে দিলেই সাপ পালাবে
জুতো মেশিনে ধুয়ে নিতে পারেন
অনেকেই জানেন না যে জুতো ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যায়। ডিটারজেন্ট ব্যবহার করে ওয়াশিং মেশিনের সাহায্যে জুতো ধুয়ে নিতে পারেন। তবে, সব জুতো মেশিনে ধোয়া যায় না। আর, আপনার ওয়াশিং মেশিন জুতোর জন্য নিরাপদ কি না, তা-ও পরীক্ষা করা উচিত। যদি সেটা নিজে না পারেন, তবে পেশাদার ক্লিনারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।