Advertisment

Daily Horoscope, 8 January 2020: কেমন কাটবে বুধবার? পড়ুন রাশিফল

Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces: রাশিফল পড়ে জেনে নিন কেমন কাটবে ?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শীতের সকালের কুুয়াশা উপভোগের সময় নেই মোটেই, নাকে মুখে গুঁজেই বেরিয়ে পড়তে হবে। আজকাল তো জীবনের বেশিরভাগটাই গিলে ফেলছে নটা ছটার ওই বদ্ধ কিউবিক্যাল। তবু খুব বেশি বদলের উপায় যে নেই তা সকলেরই জানা। তাই এসবের মধ্যেই আপনাকে খুঁজে নিতে হবে ভাল থাকার রসদ।

Advertisment

তবে উইকেন্ড ট্রিপ, হাওয়াবদল এসবের বাইরেও নিজের ভাগ্য নিয়েও ভাবনাচিন্তা সেরে রাখতে হবে আপনাকে। তাই সবকিছুর আগে দিনের শুরুতেই একবার চোখ বুলিয়ে নিন রাশিফলে। দেখে নিন জ্যোতিষ শাস্ত্র কী বলছে। কোথায়, কখন সামলে চলতে হবে তা তো জেনে গেলেনই, এবার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়ুন কাজে।

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

পূর্বের চিন্তাগুলি সামনে আনতে সমস্ত বিকল্প পথ খুলে রাখুন। আর্থিক বিষয় নিয়ে এখন কোনও চর্চা না করাই ভাল। এ ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় হতে পারে। ব্যবসায় কোনও উন্নতির যোগ। আজকের দিনটি ভাল খারাপ মিশিয়ে যাবে। বাড়ির কাছে কোনও ভ্রমণ হতে পারে। মানসিক কষ্ট থাকবে আজ।

আরও পড়ুন: ‘জেএনইউ-তে সাজানো ঘটনা, রক্ত না লাল রং?’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

অদ্ভুত নানা বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। আপনার বিরোধিতা করবেন অনেকেই। তবে হতাশ হওয়ার কোনও কারণ নেই, বুদ্ধিমত্তা দিয়ে লড়তে হবে, ফলস্বরূপ আপনার অবস্থান আরও দৃঢ় হবে এক্ষেত্রে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি।

আরও পড়ুন:সুপ্রিম কোর্ট চত্বরে সংবিধানের প্রস্তাবনা পাঠ করলেন আইনজীবীরা

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

পরিবার আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কাজের জায়গায় অন্যেরা নিরাপত্তার জন্য আপনার ওপর নির্ভর করবে। ব্যবসায় মন্দা পড়তে পারে। বিবাহের ব্যাপারে অশান্তি। বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা। বিকালের দিকে অবস্থার শুভ পরিবর্তন। বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার।

আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডে চার দোষীরই ফাঁসি ২২ জানুয়ারি সকাল সাতটায়

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

কাছের মানুষজনের সঙ্গে আলোচনায় মানসিক সমস্যাগুলোর সমাধান হবে। মানসিক শান্তি পাবেন পুরনো সমস্যার থেকে। দিন ভাল কাটবে সব মিলিয়ে। বিদ্যার্থীদের আজ পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে। ব্যাঙ্কের কোনও ঋণ মঞ্জুর হতে পারে। গুরুজনের শারীরিক উন্নতির আশা রাখতে পারেন।

আরও পড়ুন: আজ ২৪ ঘণ্টার ভারত বনধ, কিন্তু ইস্যু কী?

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

একটা সুন্দর রোম্যান্টিক সময়ের মধ্যে দিয়ে যাবেন আপনি। আপনার পরিবারের ছোটো সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। সাংস্কৃতিক ক্ষেত্রে অনেকটা সময় কাটবে। তবে সামাজিক ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। শত্রুরা চক্রান্তে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা।

আরও পড়ুন:ত্রিপুরায় গ্রেফতার ২০০ আদিবাসী সিএএ প্রতিবাদী

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

নতুন করে সবটা শুরু করার এটাই সুবর্ণ সুযোগ, এবং সামাজিক যত অবহেলা আপনার রয়েছে তাও কেটে যেতে পারে। তবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে অন্য কারও হাতে। নিজের ভুল কাজের জন্য বিপদ বাড়তে পারে। আজ পরিবারে কারও সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ নিয়ে চিন্তা।

আরও পড়ুন:গাড়ি ব্যবসার ময়দানে পা রাখল ‘সোনি’! থাকছে ৩৩টি সেন্সর

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

আবারও পুরনো ছন্দে ফেরার সময় এসেছে, জীবনের গতি পরিবর্তনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। চন্দ্র আপনার সেরার সেরাটি দিতে সাহয্য করবে, পাশাপাশি কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয়জনের থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান।

আরও পড়ুন:ইডলি থেকে এগ রোল, ‘গগনযান’ যাত্রীদের জন্য তৈরি সুস্বাদু ভারতীয় খাবারের তালিকা

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

সময়টা খারাপ যাচ্ছে কিছুদিন, তবে সময়ের পরিবর্তন হবে এবার। শুধু বর্তমান পরিস্থিতিটি মেনে নিতে হবে। প্রিয়জনের কাছ থেকে যথেষ্ট স্নেহ পেতে পারেন। দাঁতের যন্ত্রণার জন্য কাজে মন বসবে না। বাজে ব্যবহারের জন্য বদনাম হতে পারে। নীতির দিক দিয়ে কোনও কিছু ভুল হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি।

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য হাজার দশেক টাকার ক্যামেরা ফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

অনেক ক্ষেত্রেই আপনি অতীতের ঘটনাতেই আটকে রয়েছেন। এবার সেসব ভুলে ভবিষ্যতের পরিকল্পনা করুন। আসলে আপনি আপনার শুরুর সময়টা ভুলতে ভয় পাচ্ছেন। প্রয়োজনে তাঁদের সঙ্গে থাকুন যাঁরা স্বাভাবিকের তুলনায় তাঁদের কাজে একটু বেশি দৃঢ়সংকল্প। ঠাকুরের কাজের জন্য দান করে আনন্দ। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ।

আরও পড়ুন:রাষ্ট্রপতি কোবিন্দের জন্যই বিয়ে আটকাচ্ছিল, আবার তাঁর হস্তক্ষেপেই মধুরেণ সমাপয়েৎ

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

আপনার উন্মুক্ত স্বভাবের জন্য ঘনিষ্ঠ মহলে আপনার স্থান আরও ভাল হবে। আপনার গুরুত্ব বাড়বে। আপনার নিকটজনদের সঙ্গে আপনার প্ল্যান শেয়ার করার পরেই বুঝতে পারবেন আদৌ আপনার কার্যসিদ্ধি হবে কিনা। এরমধ্যে কোনও বিশেষ কাজ করার থাকলে তা আপাতত স্থগিত রাখুন।

আরও পড়ুন:৯০০ বছর আগেও স্টাইলিশ জুতো পরতেন মানুষ! ভাইরাল ছবি

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

ব্যবসায় বাড়তি কোনও লাভ আসতে পারে, কিন্তু সাবধান থাকুন। বন্ধুর জন্য কোনও কারণে রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। কোনও আশা পূরণের জন্য আনন্দ। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। অন্যান্য গ্রহের সঙ্গে চন্দ্রের সম্পর্ক ভাল না থাকায় বিভ্রান্তি দেখা দিতে পারে।

আরও পড়ুন: বৌদ্ধ সন্ন্যাসীর ধ্যানে বাগড়া দিচ্ছে বিড়াল, ভাইরাল ভিডিও

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

অর্থ উপার্জন হওয়ার সম্ভবনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যত সমৃদ্ধির পরিকল্পনার সময় এসে গিয়েছে। আপনার কুমন্তব্যে সংসারে অশান্তির যোগ। কর্মস্থানে গুরুগম্ভীর কোনও দায়িত্ব পালন করতে হতে পারে। আধ্যাত্মিক কাজে মনে শান্তি। সন্তানদের সঙ্গে আজ খুব ধৈর্য ধরে কথা বলুন। অতিরিক্ত উদারতা আজ আপনাকে বিপদে ফেলতে পারে।

Karkat Rashifal Meen Rashifal Kumbha Rashifal Dhanu Rashifal Vrishchik Rashifal Tula Rashifal Kanya Rashifal Singha Rashifal Makar Rashifal Mithun Rashifal Vrish Rashifal Mesh Rashifal rashifal
Advertisment