Horoscope Rajyog: ৩০ বছর পর! বিরল রাজযোগে বিরাট আর্থিক লাভের মুখে এই রাশিরা

Horoscope Rajyog: ২০২৫ সালের রাখিবন্ধনে বিরল নবপঞ্চম রাজযোগে সূর্য ও শনি মিলিত হয়ে কয়েকটি রাশির জীবনে আনতে পারে হঠাৎ আর্থিক লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, সুখ-সমৃদ্ধি।

Horoscope Rajyog: ২০২৫ সালের রাখিবন্ধনে বিরল নবপঞ্চম রাজযোগে সূর্য ও শনি মিলিত হয়ে কয়েকটি রাশির জীবনে আনতে পারে হঠাৎ আর্থিক লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, সুখ-সমৃদ্ধি।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope: রাশিফল।

Horoscope Rajyog: গ্রহসংযোগের ফল এই রাজযোগ।

Horoscope Rajyog: প্রায় ৩০ বছর পর বিরল নবপঞ্চম রাজযোগ তৈরি হয়েছে। যেখানে সূর্য এবং শনি একে অপরের কাছাকাছি এসেছে। এই বিরল সংযোগে কিছু রাশির জীবনে বড় পরিবর্তন আসতে পারে। আর্থিক লাভের সঙ্গে প্রেম এবং সম্মান লাভের সুযোগও আসার সম্ভাবনা রয়েছে।

Advertisment

নবপঞ্চম রাজযোগ

জ্যোতিষশাস্ত্রে নবপঞ্চম রাজযোগ একটি শুভ যোগ। যা গঠিত হয় যখন সূর্য ও শনি একে অপরের থেকে নবম (৯০°) বা পঞ্চম (১২০°) অবস্থানে থাকে। যদিও সূর্য ও শনি পিতা-পুত্র। কিন্তু, গ্রহগত হিসেবে তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। তবে, এই বিরল অবস্থানে তাঁরা একত্রিত হলে শুভ ফল নিয়ে আসে।

Advertisment

আরও পড়ুন- ২৯৭ বছর পর রাখিবন্ধনে ৬ গ্রহের বিরল সংযোগ, শুরু হল রাশিচক্রের স্বর্ণযুগ

এ বছর রাখিবন্ধনের দিন শ্রাবণ মাসের পূর্ণিমায় ভাদ্র এবং পঞ্চক ছিল না। এর ফলে উৎসবের শুদ্ধতা এবং তার শুভভাব আরও বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সূর্য-শনির মিলনে নবপঞ্চম রাজযোগ গঠিত হয়েছে, যা অনেকের জীবনেই ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। 

আরও পড়ুন- বসার ভঙ্গির ভুলেই কি বাড়ছে ব্যথা? ভুল করেও এভাবে বসে থাকবেন না!

মেষ রাশির জাতকদের যেমন দীর্ঘ সমস্যার সমাধান হতে চলেছে। তাঁদের সম্মান বাড়তে চলেছে। মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি আশীর্বাদস্বরূপ হতে পারে। শনির সাড়েসাতির প্রথম দশা চললেও শনি প্রতিগামী হওয়ায় এবং সূর্যের সঙ্গে নবপঞ্চম রাজযোগের ফলে জীবনের অনেক পুরনো সমস্যার সমাধান হতে পারে। পরিবারে শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। কর্মক্ষেত্রে সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে। বিদেশ সম্পর্কিত কাজ বা ভ্রমণে সাফল্য আসতে পারে। অপ্রয়োজনীয় খরচ থেকে মুক্তি মিলবে।

আরও পড়ুন- এই সেই ৫টি সেরা বিশ্ববিদ্যালয়, যেখানে পড়লেই চাকরি নিশ্চিত

মিথুন রাশির জাতকদের জন্য এই সময় নতুন চাকরি এবং ব্যবসায় সুযোগ এনে দিতে পারে। তাঁদের কর্মক্ষেত্রে উন্নতি এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বিদেশ যাত্রা বা বিদেশে কাজের সুযোগ মিলতে পারে। জীবনের নানা ক্ষেত্রে সাফল্য আসবে।

আরও পড়ুন- উৎসবের মাস, এই কায়দায় তৈরি করুন মালপোয়া, লেগে থাকবে মুখে!

মীন রাশির জন্য এই সময়টা বিশেষভাবে সৌভাগ্যপূর্ণ। শনির সাড়েসাতির দ্বিতীয় পর্যায় চললেও শনি প্রতিগামী হওয়ায় ও নবপঞ্চম রাজযোগের ফলে ইতিবাচক প্রভাব দেখা যাবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পূর্ণ হতে পারে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সুযোগ আসবে। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে।

নবপঞ্চম রাজযোগের প্রভাব কেবল ব্যক্তিগত জীবনেই নয়, সামাজিক মর্যাদা, আর্থিক অবস্থান এবং মানসিক শান্তিতেও প্রভাব ফেলে। এই যোগের ইতিবাচক শক্তি কাজে লাগাতে ধ্যান, পূজা এবং দান করার পরামর্শ দিয়েছেন জ্যোতিষীরা। প্রায় ৩০ বছর পর আসা এই বিরল নবপঞ্চম রাজযোগ মেষ, মিথুন এবং মীন রাশির জীবনে নতুন দিগন্ত খুলে দিতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে সমস্যার মুখোমুখি হয়েছেন, তাঁদের জন্য এটি পরিবর্তনের সময় হতে চলেছে। এমনটা বলাই যায়।

Horoscope Rajyog