/indian-express-bangla/media/media_files/2025/04/14/SVMnk5JdiipshSs629OO.jpg)
Rashi: গ্রহের হেরফেরে বদলে যেতে পারে ভাগ্য।
Raksha Bandhan 2025: ২০২৫ সালের রাখি বন্ধন হল ইতিহাসের পাতায় এক বিশেষ দিন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বছর ২৯৭ বছর পর ঘটতে চলেছে ৬টি গ্রহের বিরল সংযোগ। যা বহু মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে বেশ কয়েকটি রাশির জাতকদের জীবনে এটি হতে পারে স্বর্ণযুগের সূচনা।
এই ব্যাপারে সবচেয়ে উপকৃত হবেন মকর, কুম্ভ ও তুলা রাশির জাতকরা। পাশাপাশি, উপকৃত হবে অন্যান্য রাশিও। এই ব্যাপারে জ্যোতিষশাস্ত্র বলছে, ২০২৫ সালের রাখিবন্ধনে সূর্য থাকবে কর্কট রাশিতে, চন্দ্র থাকবে মকর রাশিতে, বুধ থাকবে কর্কট রাশি, বৃহস্পতি ও শুক্র থাকবে মিথুন রাশিতে, রাহু থাকবে কুম্ভ রাশিতে এবং কেতু থাকবে সিংহ রাশিতে। এই ধরনের গ্রহ বিন্যাস শেষবার দেখা গিয়েছিল ১৭২৮ সালে। এবারও একই অবস্থা তৈরি হচ্ছে। যা জ্যোতিষ মতে বিশেষ শুভ।
আরও পড়ুন- বাংলার সঙ্গে রক্তের টান ব্রিটিশ লেখিকা ভার্জিনিয়ার! বোমা ফাটালেন নাতি
মকর রাশি – অর্থ ও পদোন্নতির সুযোগ
মকর রাশির জাতকদের জন্য এই গ্রহের মিলন হবে অর্থ ও কর্মজীবনে উন্নতির সময়। হঠাৎ আর্থিক লাভ, বিনিয়োগে সাফল্য এবং সন্তানের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরিজীবী, তাঁরা পদোন্নতি করতে পারেন। ব্যবসায় অংশীদারিত্বে বড় মুনাফা আসতে পারে। আইনি মামলা থাকলে সেগুলোর রায় আপনার পক্ষে আসতে পারে।
আরও পড়ুন- ঠাকুরবাড়ির দুই রত্ন! রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিরকালীন সুতোয় বেঁধে রেখেছে ৭ আগস্ট
কুম্ভ রাশি – সম্মান ও নতুন সম্পত্তি লাভ
কুম্ভ রাশির জন্য এই সময়ে সম্মান ও মর্যাদা বাড়বে। নতুন যানবাহন বা সম্পত্তি কেনার সুযোগ মিলতে পারে। বিদেশ ভ্রমণ বা বিদেশে কাজের সুযোগও আসতে পারে। চাকরিতে নতুন পদে যোগদান কিংবা উচ্চপদে উন্নতি সম্ভব। আর্থিক উন্নতির পাশাপাশি সামাজিক অবস্থানও মজবুত হবে।
আরও পড়ুন- একফোঁটা তেলও লাগবে না, বাড়িতেই বানান সুস্বাদু এই পনিরের তরকারি
তুলা রাশি – আটকে থাকা কাজের সমাধান
তুলা রাশির জাতকদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। অর্থ ফেরত পাওয়া বা নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। বিলাসবহুল পণ্য কেনার সুযোগ মিলবে। বেকারদের জন্য চাকরির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের নতুন অর্ডার আসবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় বড় সাফল্য পাবেন।
আরও পড়ুন- ঘাড়ে কালো দাগ? আলু ও বেকিং সোডার এই ঘরোয়া পদ্ধতিতে পাবেন জাদুর মত ফল
কেন এই বিশেষ গ্রহ সংযোগ
জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, যখন একসঙ্গে একাধিক শুভ গ্রহ বিশেষ অবস্থানে আসে, তখন তা সামাজিক, আর্থিক এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। এইবারের রাখী বন্ধনে ৬টি গ্রহের বিরল অবস্থান বিশেষ করে কিছু রাশির জন্য উন্নতি, সমৃদ্ধি ও সাফল্যের দ্বার খুলে দেবে।
সতর্কতা
জ্যোতিষশাস্ত্রের এই বিশ্লেষণ সম্পূর্ণ বিশ্বাস এবং পঞ্জিকা নির্ভর। ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নেওয়ার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া দরকার।