Golden Phase: শীঘ্রই অবস্থান বদলাবে দুষ্ট গ্রহ রাহু-কেতু! আপনার জীবনেও কি আসতে চলেছে বড় কোনও পরিবর্তন?

In May 2025, Rahu and Ketu will change signs, bringing sudden wealth, luck, and career growth: ২০২৫ সালে শীঘ্রই রাহু-কেতুর রাশি বদলে ঘটতে চলেছে বিরাট পরিবর্তন। কেউ দেখবেন লাভের মুখ তো কেউ পড়বেন বিপাকে।

In May 2025, Rahu and Ketu will change signs, bringing sudden wealth, luck, and career growth: ২০২৫ সালে শীঘ্রই রাহু-কেতুর রাশি বদলে ঘটতে চলেছে বিরাট পরিবর্তন। কেউ দেখবেন লাভের মুখ তো কেউ পড়বেন বিপাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Budh Asta Lucky Rashi

Rahu and Ketu: রাহু ও কেতু পাপগ্রহ নামে পরিচিত। (ছবি- ফাইল)

These Zodiac Signs to Shine Bright as Rahu and Ketu Change Signs in May 2025: জ্যোতিষীদের মত, রাহু এবং কেতু হল পাপগ্রহ বা দুষ্টগ্রহ। এই গ্রহগুলোর কুপ্রভাব থেকে বাঁচার জন্য জ্যোতিষীরা তাই সর্বদা পরামর্শ দিয়ে থাকেন। তার জন্য কোন উপায় অবলম্বন করতে হবে, সেই নির্দেশ তাঁরা দিয়ে থাকেন। এই দুই পাপগ্রহ মিলে অনেকের জীবন তছনছ করে দিয়েছেন। তবে, তাঁদের কৃপায় কিন্তু অনেকে আবার লাভবানও হয়েছে। 

Advertisment

২০২৫ সালের মে মাসেও এমনই একটি গুরুত্বপূর্ণ গ্রহ-নক্ষত্রের হেরফেরের (Bengali Horoscope) ঘটনা ঘটতে চলেছে। এই মাসেই পাপগ্রহ রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং কেতু যাবে সিংহ রাশিতে। এই পরিবর্তনের প্রভাব পড়বে সব রাশির ওপর, তবে ৩টি রাশির জন্য এটি হয়ে উঠতে পারে এক ‘গোল্ডেন টাইম’। হঠাৎ অর্থলাভ, কেরিয়ারে অগ্রগতি ও সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিচ্ছে এই রাশি পরিবর্তন।

কারা হবেন লাভবান?

আরও পড়ুন- ১০০ বছর পর শনি-শুক্র-বুধের দুর্লভ যোগ, খুলে যেতে পারে এই ৩ রাশির ভাগ্য

Advertisment

মিথুন রাশি:
রাশিচক্রে (rashi) রাহু নবম এবং কেতু তৃতীয় স্থানে অবস্থান করবে। ফলে ভাগ্যের সহায়তা পাবেন মিথুন রাশির জাতকরা। আটকে থাকা কাজ গতি পাবে, চাকরিক্ষেত্রে সহকর্মীদের সমর্থন বাড়বে। ভ্রমণ হতে পারে লাভজনক। প্রশাসনিক বা সরকারি খাতে সুযোগ আসতে পারে।

আরও পড়ুন- মঙ্গলের মহাদশায় বিভিন্ন রাশিতে আমূল বদল, কারা পাবেন সোনালি জীবন, কাদের জুটবে ব্যর্থতা?

বৃষ রাশি:
রাহু কর্মক্ষেত্রে এবং কেতু সুখস্থান অর্থাৎ চতুর্থ ঘরে অবস্থান করবে। ফলে কর্মজীবনে অগ্রগতি, প্রোমোশন বা নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। গৃহসংক্রান্ত কোনও সুখবর আসতে পারে। গাড়ি বা সম্পত্তি কেনার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন- বিরল যোগে বিরাট বদল, নতুন বছরে ভাগ্য চমকাবে এই তিন রাশির

কুম্ভ রাশি:
রাহু উঠছে লগ্নে, কেতু থাকছে সপ্তম ঘরে। মানে, আত্মবিশ্বাস বাড়বে, সামাজিক সম্মান বাড়বে, সম্পর্ক উন্নত হবে। পারিবারিক শান্তি বজায় থাকবে এবং দাম্পত্য জীবনে সৌহার্দ্য ফিরবে। ব্যবসায়ীরা বিদেশ থেকে সুযোগ পেতে পারেন। এই বিশেষ গোচর কেবল অর্থনৈতিকভাবে নয়, আত্মিক এবং সামাজিক উন্নতির পথও প্রশস্ত করবে। তাই এই সময়টিকে কাজে লাগাতে প্রস্তুত থাকতে জ্যোতিষীরা পরামর্শ দিচ্ছেন।

আরও পড়ুন- চতুর্গ্রহী যোগে ৫০ বছর পর চমকাবে ভাগ্য, টাকার জোয়ারে ভাসবে এই ৩ রাশি

একইসঙ্গে জ্যোতিষীরা পইপই করে বলে থাকেন যে ভাগ্য এবং চেষ্টার যোগ হল ফল। তাই কাজের চেষ্টা ছাড়লে কিছুতেই চলবে না। কাজ করে যেতে হবে। কারণ, কর্মই হল ধর্ম।

Bengali Horoscope rashi Horoscope