/indian-express-bangla/media/media_files/2025/04/15/bWXoNlnADogaW8X0VSt1.jpg)
Horoscope: রাশিফল।
Shani Rajyog 2025: রাখিবন্ধনে এক বিরাট যোগ তৈরি করতে চলেছেন শনিদেব। কথায় বলে, শনিদেব হলেন গ্রহরাজ। শনিদেবের এই যোগ তৈরির ফলে বেশ কয়েকটি রাশির ভাগ্যোদয় ঘটতে চলেছে। এই যোগের জেরে ওই রাশিগুলোর কেরিয়ার এবং ব্যবসায় অগ্রগতি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
৯ আগস্ট রাখিবন্ধন। ওই দিনেই শনি এবং মঙ্গল নবপঞ্চম এবং প্রতিযুতি যোগ গঠন করতে চলেছেন। যার ফলে তিনটি রাশির জাতক-জাতিকারা অত্যন্ত উপকৃত হবেন। বর্তমান রাশিবর্ষে গ্রহের অধিপতি মঙ্গল। তিনি ওই সময়ে সিংহ রাশিতে কেতুর সঙ্গে দেখা করবেন। এরপর ২৮ জুলাই মঙ্গলদেব কন্যা রাশিতে প্রবেশ করবেন। দেখা করবেন শনিদেবের সঙ্গে। এই পরিস্থিতিতেই শনিদেব নবপঞ্চম এবং প্রতিযুতি যোগ গঠন করতে চলেছেন। যার প্রভাবে ১২টি রাশির জীবনে কোনও না কোনও পরিবর্তন দেখা দেবে। তার মধ্যে রাখিবন্ধনের দিন এই যোগ গঠনের ফলে, তিনটি রাশির জাতক-জাতিকারা প্রতিটি ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভের মুখ দেখবেন।
আরও পড়ুন- মুগ না মুসুর ডাল, কোনটা শরীরের জন্য বেশি উপকারী? জানলে চমকে যাবেন!
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ৯ আগস্ট রাত ১২টা ১০ মিনিটে তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। আর, সকাল ৮টা ১৮ মিনিটে তৈরি হবে প্রতিযুতি। প্রশ্ন হল, এই সব যোগ গঠনের ফলে কোন রাশিগুলো সবচেয়ে লাভবান হবে? ওই রাশিগুলো হল- মেষ রাশি, মিথুন রাশি এবং মীন রাশি।
আরও পড়ুন- ফুড ডেলিভারি বক্স, রেইনকোটেই লুকিয়ে ফরএভার কেমিক্যালস? আপনার মস্তিষ্কের স্বাস্থ্য কি সংকটে?
মেষ রাশি
এই রাশিতে শনির সাড়েসাতি চলছে। কিন্তু, শনি প্রতিগামী হওয়ায় সাড়েসাতির প্রভাব কমবে। জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় থেকেও মুক্তি পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে চলতি বিরোধেরও অবসান ঘটতে পারে। জীবনের নেতিবাচকতা হ্রাস পাবে।
আরও পড়ুন- ঘুম, স্ট্রেস, পেশির খিঁচুনি কমাতে চান, জানেন কোন ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্ট দরকার আপনার?
মিথুন রাশি
এই রাশির ১০ম ঘরে শনি প্রতিগামী। এমন পরিস্থিতিতে শনিদেব কর্মক্ষেত্রে পরিবর্তন আনেন। পাশাপাশি, মঙ্গল হল মিথুন রাশির ষষ্ঠ ঘরের অধিপতি। এই ঘরই চ্যালেঞ্জের মোকাবিলা করে। মঙ্গল যখন শনির দিকে যাচ্ছেন, সেই পরিস্থিতিতে জীবনে নানা পরিবর্তন দেখা দিতে পারে। জাতক বা জাতিকা যে কোনও ধরনের পুরোনো রোগ, ঋণ, মামলায় লাভবান হবেন। নতুন এবং ভালো চাকরির সম্ভাবনাও তৈরি হতে পারে।
আরও পড়ুন- এই ছোট্ট প্রাণীটির দাঁত ইস্পাতের থেকেও শক্তিশালী! দেখে নিন তালিকার সেরা ৭-এ আছে কারা?
মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে শনির সাড়েসাতির দ্বিতীয় পর্যায় চলছে। কিন্তু, রাখিবন্ধনে শনি থাকবেন বিপরীতমুখী অবস্থানে। এই পরিস্থিতিতে জাতক এবং জাতিকার ভাগ্যে নেতিবাচক ফলাফল কিছুটা হলেও হ্রাস পেতে পারে। তাঁদের ব্যবসায় বিপুল লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ, ব্যবসা, চাকরি, পরিবার, সন্তানদের শিক্ষার মত বিষয়গুলোতে জাতক-জাতিকারা সঠিক সিদ্ধান্ত নেবেন। কারণ, শনিদেব লগ্নের ঘরকে শক্তিশালী করবেন। এতে ব্যক্তির ব্যক্তিত্বে দৃঢ়তা আসবে, শক্তি আসবে। তাঁদের আত্মবিশ্বাস বাড়বে। এই রাশির জাতক-জাতিকারা যদি ওই সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদেশে যোগাযোগ করে ব্যবসা শুরু করেন, তবে বিশেষ সাফল্য পাবেন।