Moong vs Masoor Dal Benefits: মুগ না মুসুর ডাল, কোনটা শরীরের জন্য বেশি উপকারী? জানলে চমকে যাবেন!
Moong vs Masoor Dal Benefits: মুগ না মুসুর—কোন ডাল শরীরের জন্য বেশি উপকারী? জানুন কোন ডালে বেশি প্রোটিন, ফাইবার, হজম ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এবং কোনটি কাদের জন্য উপযুক্ত।
Moong vs Masoor Dal Benefits: মুগ না মুসুর—কোন ডাল শরীরের জন্য বেশি উপকারী? জানুন কোন ডালে বেশি প্রোটিন, ফাইবার, হজম ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এবং কোনটি কাদের জন্য উপযুক্ত।
Moong vs Masoor Dal Benefits: কোন ডাল বেশি উপকারী।
Moong vs Masoor Dal Benefits: বাংলা ঘরানার রান্নায় ডাল মানেই স্বাদ ও পুষ্টির সেরা সংমিশ্রণ। কিন্তু একটা প্রশ্ন বহু বছর ধরে চলে আসছে—মুগ না মুসুর ডাল, কোনটা শরীরের জন্য বেশি ভালো? মা-ঠাকুমারা বরাবরই বলতেন, মুসুর ডাল শরীর গরম করে ও রোগ প্রতিরোধে সাহায্য করে। আবার অনেকে বলেন, হালকা মুগ ডাল হজমে ভালো ও ওজন কমাতে সাহায্য করে। চলুন দেখি, কোনটি আসলে বেশি উপকারী এবং আপনার শরীরের জন্য কোন ডাল উপযুক্ত।
Advertisment
১. প্রোটিন ও ফাইবারের পরিমাণে কে এগিয়ে?
মুসুর ডাল: প্রতি ১০০ গ্রামে প্রায় ৯ গ্রাম প্রোটিন ও ৮ গ্রাম ফাইবার থাকে।
মুগ ডাল: এতে ৭–৮ গ্রাম প্রোটিন ও প্রায় ৭ গ্রাম ফাইবার রয়েছে।
Advertisment
এক্ষেত্রে মুসুর ডাল সামান্য এগিয়ে, বিশেষ করে যারা বেশি প্রোটিন চান।
মুগ ডাল: ভিটামিন বি (B) কমপ্লেক্স ও ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ, যা স্নায়ুর জন্য ভালো।
মুসুর ডাল: আয়রন ও ফোলেটে ভরপুর, যা নারীদের জন্য গুরুত্বপূর্ণ।
বাচ্চা ও প্রবীণদের জন্য মুগ, প্রসূতিদের জন্য মুসুর ডাল বেশি উপকারী।
৬. কোনটি কার খাওয়া উচিত?
ডায়েট টাইপ
উপযুক্ত ডাল
পেটের সমস্যা, গ্যাস্ট্রিক
মুগ ডাল
ডায়াবেটিস রোগী
মুগ ডাল (লো GI)
রক্তাল্পতা বা আয়রনের ঘাটতি
মুসুর ডাল
শরীর দুর্বলতা বা ইনফেকশন
মুসুর ডাল
ওজন কমানো
মুগ ডাল
৭. শরীর গরম না ঠান্ডা—মিথ না বাস্তব?
মুসুর ডাল শরীর একটু গরম করে, বিশেষ করে শীতে খাওয়াটা ভালো। আর মুগ ডাল শরীর ঠান্ডা রাখে, গরমকালে উপযোগী। তাই এই দুই ডালের ক্ষেত্রে ঋতুভেদে বেছে নেওয়া উচিত, কোনটা খেতে হবে। গরমে মুগ আর শীতে মুসুর ডাল খাওয়াই উপযুক্ত।