Shravan Last Monday: শ্রাবণের শেষ সোমবার! মহাদেবকে নিবেদন করুন ৬ বিশেষ জিনিস, মিলবে অসীম সৌভাগ্য

Shravan Last Monday: শ্রাবণের শেষ সোমবারে মহাদেবকে নিবেদন করুন ৬ বিশেষ জিনিস। এগুলোতে তুষ্ট হবেন ভোলেবাবা। জীবনে পাবেন সৌভাগ্য, পূর্ণ হবে মনের আশা।

Shravan Last Monday: শ্রাবণের শেষ সোমবারে মহাদেবকে নিবেদন করুন ৬ বিশেষ জিনিস। এগুলোতে তুষ্ট হবেন ভোলেবাবা। জীবনে পাবেন সৌভাগ্য, পূর্ণ হবে মনের আশা।

author-image
IE Bangla Web Desk
New Update
Shivalinga: শিবলিঙ্গ

Shivalinga: মহাদেবকে নিবেদন করুন দুধ, গঙ্গাজল, বেলপাতা, ধুতরা, আকন্দ ফুল এবং পঞ্চামৃত।

Shravan Last Monday: শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র হিসেবে ধরা হয়। এই মাস জুড়ে ভক্তরা মহাদেবের আরাধনায় মন দেন। বিশেষ করে সোমবার দিনটি শিবভক্তদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয়, শ্রাবণের শেষ সোমবারে সঠিক নিয়মে পূজা করলে ভোলেনাথ অতি দ্রুত তুষ্ট হন এবং ভক্তদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি দেন।

Advertisment

মহাদেব অল্পেতেই তুষ্ট হন

মহাদেব এমন এক দেবতা যিনি অল্পতেই খুশি হন। ধন-সম্পদ, জাঁকজমক বা বিশাল আয়োজনের প্রয়োজন হয় না। ভক্তি এবং নিষ্ঠা থাকলেই তাঁর কৃপা লাভ করা সম্ভব। শ্রাবণের শেষ সোমবারে বিশেষ কয়েকটি জিনিস নিবেদন করলে ভাগ্যে শুভ ফল আসে।

Advertisment

শিব অভিষেকের সময় দুধ অন্যতম প্রধান উপাদান। এই দিনে শিবলিঙ্গে দুধ ঢাললে তা পবিত্রতা ও শুভ ভাবের প্রতীক। দুধ ঢালার পর গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ ধোয়া বিশেষভাবে ফলপ্রসূ বলে শাস্ত্রে উল্লেখ আছে। গঙ্গাজল শিবের কাছে অত্যন্ত প্রিয়, যা পাপ নাশ ও মনোবাঞ্ছা পূরণে সহায়ক।

আরও পড়ুন- মৃত্যুদণ্ডের নির্দেশ শুনে কাঠগড়ায় হেসে উঠেছিলেন, ১১ আগস্ট ফাঁসি হয়েছিল ক্ষুদিরাম বসুর

বেলপাতা মহাদেবের সবচেয়ে প্রিয় উপহার। একটি ডাঁটিতে তিনটি পাতা থাকা বেলপাতাই শিবলিঙ্গে অর্পণ করা উচিত। পাতা যেন অক্ষত থাকে, ছিদ্র বা দাগ না থাকে, তা খেয়াল রাখা জরুরি। বেলপাতা অর্পণ করলে ভক্তের দুঃখ-দুর্দশা দূর করেন শিব।

আরও পড়ুন- আলু দিয়ে এই কায়দায় বানান পাবদা মাছের ঝোল, মায়ের হাতের রান্নার স্বাদ ফিরিয়ে আনুন সহজেই

ধুতরা এবং আকন্দ ফুলকে শিবের বিশেষ প্রিয় ফুল হিসেবে ধরা হয়। এই ফুলগুলির মধ্যে রয়েছে ঔষধি এবং আধ্যাত্মিক গুণ। শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের পূজায় এই ফুল নিবেদন করলে অশুভ শক্তির প্রভাব কমে এবং জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে।

আরও পড়ুন- পৃথিবীর এই দেশে একটিও সাপ নেই! নাম শুনলে চমকে যাবেন

পঞ্চামৃত অর্থ পাঁচটি পবিত্র উপাদান—দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গাজল দিয়ে তৈরি মিশ্রণ। শ্রাবণের শেষ সোমবারে শিবকে পঞ্চামৃত নিবেদন করে পরে প্রসাদ হিসেবে গ্রহণ করলে পাপমোচন হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। এর সঙ্গে নারকেল, কলা এবং মিষ্টি অর্পণ করলে পূজা সম্পূর্ণ হয়।

আরও পড়ুন- ১৫ না ১৬ আগস্ট, এবার কবে পড়েছে জন্মাষ্টমী? জেনে নিন পূজার সঠিক সময়সূচি

শাস্ত্র মতে, পূজার সময় মন যেন একাগ্র থাকে এবং ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, সেটাই আসল। শুধু উপকরণ অর্পণই নয়, বরং অন্তরের ভক্তি এবং প্রার্থনাও মহাদেবকে তুষ্ট করার মূল চাবিকাঠি। শ্রাবণের শেষ সোমবার ভক্তির সঙ্গে পূজা করে দুধ, গঙ্গাজল, বেলপাতা, ধুতরা, আকন্দ ফুল এবং পঞ্চামৃত নিবেদন করলে মহাদেব নিশ্চয়ই খুশি হন। তাঁর আশীর্বাদ পেলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায়, আসে শান্তি এবং সমৃদ্ধি। তাই ভোলেনাথের কৃপা পেতে এই বিশেষ দিনটি যথাযথভাবে পালন করা উচিত।

Shravan Monday