Revengeful zodiac signs: মারাত্মক প্রতিশোধস্পৃহা, সাবধান! ঝোপ বুঝে কোপ মারে ৫ রাশি!

Revengeful zodiac signs: দেখতে শান্ত, কিন্তু ভুল করলে ভয়ঙ্কর প্রতিশোধ নেন! জেনে নিন রাশিচক্রের সেই পাঁচ রাশি কারা, যাঁরা সময়মতো বদলা নিতে একটুও পিছপা হন না।

Revengeful zodiac signs: দেখতে শান্ত, কিন্তু ভুল করলে ভয়ঙ্কর প্রতিশোধ নেন! জেনে নিন রাশিচক্রের সেই পাঁচ রাশি কারা, যাঁরা সময়মতো বদলা নিতে একটুও পিছপা হন না।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope: আপনার ভাগ্য বদলে দিতে পারে এই যোগ

Horoscope: এই রাশিদের থেকে সাবধানে থাকুন।

Revengeful zodiac signs: জ্যোতিষশাস্ত্র শুধু ভবিষ্যতই বলে দেয় না। ব্যক্তিত্ব, মনোভাব, অভ্যাস এবং আচরণ সম্পর্কেও ইঙ্গিত দেয়। আমাদের মধ্যে অনেকেই চুপচাপ, কোমল ও নম্র স্বভাবের হলেও, পরিস্থিতি বুঝে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। বিশেষত, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে কিছু রাশি অত্যন্ত হিসেবি, ঠান্ডা মাথার এবং পরিকল্পনাকারী।

Advertisment

আজ আমরা জানব রাশিচক্রের পাঁচটি রাশি সম্পর্কে, যারা একবার ক্ষতিগ্রস্ত হলে ভুলে যান না—শোধ তুলেই ছাড়েন!

আরও পড়ুন- বানিয়ে ফেলুন এই ঝুরো, শিশু থেকে বৃদ্ধ, সন্ধ্যার টিফিন খাবে চেটেপুটে

Advertisment

১. মেষ (Aries)

মেষ রাশির জাতক-জাতিকারা মেজাজি এবং জেদি স্বভাবের জন্য পরিচিত। যখন তাঁদের সঙ্গে কেউ অন্যায় করেন, তাঁরা সরাসরি মুখে কিছু না বলে ঠান্ডা মাথায় প্রতিশোধ নেওয়ার প্ল্যান করেন। এঁরা চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত—এই নীতিতে বিশ্বাসী। তাঁদের প্রতিশোধ তীব্র হয়।

আরও পড়ুন- ভাতের সঙ্গে মেখে খাবার জন্য এভাবে বানান এই সবজি, মুখে লেগে থাকবে!

২. কর্কট (Cancer)

দেখতে শান্ত, নরম ও আবেগপ্রবণ কর্কট রাশির জাতক-জাতিকারা অনেক সময় অন্যের খারাপ ব্যবহার চুপ করে সহ্য করেন। কিন্তু সেটা ভোলেন না। সময় এলেই তাঁরা সেই অপমানের বদলা নেন এবং সেটিও এমনভাবে করেন যাতে সেই ব্যক্তি মনে রাখে। একবার আহত হলে এঁরা ক্ষমা করেন না।

আরও পড়ুন- উজ্জ্বল ত্বকের যত্নে প্রতিদিন এই রস পান করুন, বলিরেখা এবং ব্রণ হবে দূর!

৩. সিংহ (Leo)

সিংহ রাশির ব্যক্তিরা দৃঢ়, গর্বিত এবং তাঁদের আত্মসম্মান বড়। কেউ তাঁদের অপমান করলে, বা তাঁদের প্রিয় কিছু কেড়ে নিলে, তাঁরা শান্তভাবে সেটার প্রতিশোধ নিতে শুরু করেন। তাঁদের প্রতিশোধ নাটকীয় এবং দৃঢ় হয়।
তাঁদের উদ্দেশ্য হয় — প্রতিপক্ষ বুঝুক, তিনি কী ভুল করেছেন।

আরও পড়ুন- ডানা ঝাপটায় না, অনায়াসে ১,০০০ কিমি উড়ে যায় এই পাখি! চেনেন এদের?

৪. তুলা (Libra)

তুলা রাশির মানুষরা ন্যায়বিচার ও ভারসাম্যের প্রতীক হলেও অন্যায় সহ্য করেন না। নিজেরা অন্যকে দুঃখ না দিলেও কেউ তাঁদের বা তাঁদের প্রিয়জনকে আঘাত করলে, তাঁরা পরিকল্পনা করে প্রতিশোধ নেন। তাঁদের প্রতিশোধ কৌশলী এবং ভয়ংকর হয়।

৫. বৃশ্চিক (Scorpio)

সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ রাশি হলো বৃশ্চিক। এঁরা আবেগপ্রবণ, স্মার্ট এবং দুর্দান্ত পরিকল্পনাকারী। কেউ তাঁদের সঙ্গে খারাপ করলে তাঁরা সেটি মনে রাখেন, আর একসময় এসে এমনভাবে প্রতিশোধ নেন, যাতে সেই মানুষটি আর কখনও এমন করার সাহস না পায়। তাঁদের প্রতিশোধ হয় চুপিসারে এবং নির্মম।

চোখে না পড়লেও, এই রাশির জাতক-জাতিকারা নিজেদের প্রতিশোধ পরিকল্পনায় সময় নেন। তাঁরা প্রতিশোধ নিতে ভালোবাসেন না—তবে কেউ তাঁদের খারাপ করলে ছাড়েন না। আপনার রাশি কি এই তালিকায় আছে? যদি থাকে, তাহলে আপনি জানেন—চুপচাপ থাকাটাই সবসময় দুর্বলতা নয়।

Zodiac Signs Revengeful