/indian-express-bangla/media/media_files/2025/07/31/largest-wingspan-birds-2025-07-31-15-56-22.jpg)
Largest wingspan birds: সবচেয়ে বড় ডানার পাখি।
Bird Lover: এই পাখিটিকে প্রকৃতির বিস্ময় বলা যায়। এর বৈজ্ঞানিক নাম Diomedea exulans। এটি এমন এক সামুদ্রিক পাখি, যার ডানা বিশ্বে সবচেয়ে বড়। ডানার দৈর্ঘ্য প্রায় ৩.৫ মিটার বা ১১.৫ ফুট! এই বিরাট ডানা পাখিটিকে ঘন্টার পর ঘন্টা ডানা না ঝাপটিয়ে উড়তে সাহায্য করে। এমনকী দিনের পর দিন পাখিটি ডানা না ঝাপটিয়েই উড়ে যেতে পারে।
কীভাবে পাখিটি এতক্ষণ ধরে উড়তে পারে?
এই পাখিটিকে বলা হয়, ওয়ান্ডারিং অ্যালবাট্রস। তারা 'ডায়নামিক সোয়ারিং' নামে এক ধরনের উড়ে যাওয়ার কৌশলকে কাজে লাগায়। এতে বাতাসের ওপর ভর করে আয়াসে মাইলের পর মাইল উড়ে যেতে পারে পাখিগুলো। দক্ষিণ মহাসাগরের ভয়ংকর ঢেউয়ের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এই পাখি বাতাসের চাপের পার্থক্যকে কাজে লাগিয়ে ভেসে থাকে।
আরও পড়ুন- সাপ সম্পর্কে ৮টি অবাক করা তথ্য! যা জানলে চমকে যাবেন আপনিও!
কোথায় বাস করে এই পাখি?
ওয়ান্ডারিং অ্যালবাট্রস সাধারণত দক্ষিণ মহাসাগর অঞ্চলে থাকে এবং শুধুমাত্র বংশবৃদ্ধির জন্য ফিরে আসে উপ-অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জে। সারা জীবন সমুদ্রে কাটিয়ে দেয়। এমনকী জলে ভাসতে ভাসতে ঘুমিয়েও নেয় বলেই ধারণা বিজ্ঞানীদের।
আরও পড়ুন- মাত্র ১৫ মিনিটে বানিয়ে ফেলুন পুদিনার চাটনি, একবার খেলে বারবার চাইবেন!
আজীবনের সঙ্গী
এই পাখিগুলো আজীবনের জন্য জুটি বাঁধে। সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার সময় এরা একধরনের নাচ, শব্দ এবং ভঙ্গিমা ব্যবহার করে। এ কারণে অনেকেই এদের প্রেমের প্রতীক বলেও মনে করেন।
আরও পড়ুন- মাত্র ২০ মিনিটে তৈরি করুন সুস্বাদু কুইনোয়া পোলাও, পেট ভরবে, বাড়বে স্বাস্থ্যও
এই পাখিগুলো হুমকির মুখে কেন?
দুর্ভাগ্যজনকভাবে, ওয়ান্ডারিং অ্যালবাট্রস আজ প্রকৃত হুমকির মুখে। লংলাইন ফিশিং, যেখানে পাখি জালে জড়িয়ে ডুবে যায়, সেটা এই পাখিদের মৃত্যুর অন্যতম কারণ। জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের পরিবর্তনও তাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে।
আরও পড়ুন- ইউনেস্কোর সর্বাধিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে কোন ১০ দেশে? ভারত আছে কত নম্বরে?
সংরক্ষণের প্রচেষ্টা
এই পাখি এখন IUCN Red List-এ বিপন্ন (Vulnerable) প্রাণীর তালিকাভুক্ত। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও পরিবেশবাদী সংগঠন এই পাখিদের বাঁচিয়ে রাখার জন্য সচেতনতামূলক প্রচার চালাচ্ছে।
আমাদের কী করণীয়?
এই পাখি কেবল একটি প্রজাতি নয়। এরা প্রাকৃতিক ভারসাম্য, স্বাধীনতা এবং পরিবর্তনশীল জীবজগতের প্রতীক। এদের রক্ষা করা মানে আমাদের মহাসাগর, জীববৈচিত্র্যকে রক্ষা করা।