IBPS PO SO Recruitment 2025: যাঁরা সরকারি ব্যাংকে স্থায়ী চাকরির স্বপ্ন দেখেন, তাঁদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। IBPS (Institute of Banking Personnel Selection)-এ আজ অর্থাৎ ২১ জুলাই, ২০২৫ তারিখে ৬০০০টিরও বেশি প্রবেশনারি অফিসার (PO) ও স্পেশালিস্ট অফিসার (SO) পদে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে।
কোন পদের জন্য আবেদন করা যাচ্ছে?
IBPS-এর মাধ্যমে দুটি প্রধান পদে নিয়োগ করা হচ্ছে—
-
প্রবেশনারি অফিসার (PO): যোগ্যতা হল, যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
-
স্পেশালিস্ট অফিসার (SO): যোগ্যতা হল, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর (আইটি, কৃষি, আইন, HR, মার্কেটিং প্রভৃতি ক্ষেত্রে)
আরও পড়ুন- ১২% নিট মুনাফা বৃদ্ধিতে চাঙ্গা এইচডিএফসি ব্যাংকের শেয়ার, লক্ষ্যমাত্রা ২,৩০০ টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
-
আবেদনের শেষ দিন: ২১ জুলাই, ২০২৫
-
প্রিলিমিনারি পরীক্ষা (PO): ১৯ ও ২০ অক্টোবর, ২০২৫
-
প্রিলিমিনারি পরীক্ষা (SO): ৯ নভেম্বর, ২০২৫
-
মেইন পরীক্ষা (PO): ৩০ নভেম্বর, ২০২৫
-
মেইন পরীক্ষা (SO): ১৪ ডিসেম্বর, ২০২৫
আরও পড়ুন- দিনে কতগুলি ডিম খাওয়া নিরাপদ? জেনে নিন, ঠিক কী বলছেন বিশেষজ্ঞ
কীভাবে আবেদন করবেন?
-
ভিজিট করুন: www.ibps.in-এ
-
নিয়োগ লিংকে ক্লিক করুন: PO/SO 2025
-
নথিভুক্ত করুন: ইমেল ও মোবাইল নম্বর ব্যবহার করে
-
আবেদনপত্র পূরণ করুন: নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে
-
ডকুমেন্ট আপলোড করুন: ফটো, সই, সার্টিফিকেটের
-
ফি প্রদান করুন
-
ফর্ম জমা দিয়ে প্রিন্ট নিন
আরও পড়ুন- রাসায়নিক ছাড়াই মাত্র ৫ মিনিটে পাকা করুন কালো, পান ঝলমলে চুল!
আবেদন ফি
-
General/OBC: ৮৫০ টাকা
-
SC/ST/PwBD: ১৭৫ টাকা
আরও পড়ুন- গ্রীষ্ম বা বর্ষাকালে দই খাওয়ার সেরা সময় কোনটা? কীভাবে মিলবে উপকার?
নিয়োগ পদ্ধতি
IBPS এই নিয়োগের জন্য তিনটি ধাপ নির্ধারণ করেছে—
-
Preliminary Exam
-
Main Exam
-
Interview
সব ধাপে উত্তীর্ণ হতে পারলেই কেবল Bank PO/SO হিসাবে নিয়োগ সম্ভব।
আরও পড়ুন- এই প্রাণীর সারা শরীরে শত শত চোখ! চেনেন এই প্রাণীকে?
লেটেস্ট আপডেট ও পরামর্শ
বিশেষজ্ঞরা বলছেন, IBPS প্রতি বছর কয়েক লক্ষ চাকরিপ্রার্থীর মধ্যে থেকে সবচেয়ে যোগ্যদের বেছে নেয়। যাঁরা ব্যাংকিং খাতে কেরিয়ার গড়তে চান, তাঁদের জন্য এটি একটি স্বপ্নপূরণের সুযোগ। আজ রাতের মধ্যে আবেদন না করলে সুযোগ মিস হয়ে যাবে। তাই যাঁরা এখনও ফর্ম পূরণ করেননি, তাঁরা দ্রুত আবেদন প্রক্রিয়া শেষ করুন।