Advertisment

বারাসত আদালতে রাজীব কুমার, সুপ্রিম কোর্টে সিবিআইয়ের ক্যাভিয়েট

এর পাল্টা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল সিবিআই। পাশাপাশি সিবিআই সূত্রে খবর, রাজীবের বিরুদ্ধে আদালতে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানাতে পারে সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
rajeev kumar, রাজীব কুমার

রাজীব কুমারকে খুঁজছে সিবিআই।

রাজীব কুমার বনাম সিবিআই সংঘাত নয়া মোড় নিয়েছে। বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছেন কলকাতার প্রাক্তন নগরপাল রাজীব কুমার। আজ, মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। এর পাল্টা সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করল সিবিআই। পাশাপাশি সিবিআই সূত্রে খবর, রাজীবের বিরুদ্ধে আদালতে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানাতে পারে সিবিআই।

Advertisment

অন্যদিকে, বারাসত আদালতে রাজীবের মামলা ফাইলই করা হয়নি বলে চাঞ্চল্যকর দাবি করেছেন পিপি শান্তময় বসু। তিনি বলেন, ‘‘শনি ও রবিবার আদালত বন্ধ ছিল। আজও বন্ধ রয়েছে। বার কাউন্সিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান সনাতন মুখোপাধ্যায় মারা গিয়েছেন, তাই আজ বন্ধ রয়েছে আদালত। ফলে আজ কোনও মামলা ফাইল করা হবে না। সম্ভবত কোনও মামলা ফাইল করা হয়নি। ফাইল হলে মামলাটি আমার নজরে আসত’’।

আরও পড়ুন: স্ত্রী অসুস্থ, সময় চাইলেন রাজীব কুমার, নারাজ সিবিআই

এদিকে, রাজীব কুমারের খোঁজে রবিবারের পর আজ সোমবার সকালে নবান্নে যান সিবিআই আধিকারিকরা। ডিজি-র পর মুখ্যসচিব মলয় দে ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন সিবিআইয়ের অফিসাররা। সূত্রের খবর, বাইকে করে আসেন দুই সিবিআই আধিকারিক। সিবিআইয়ের চিঠি ‘রিসিভ’ করেছে পুলিশ। উল্লেখ্য, রাজীব কুমারের হদিশ পেতে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। রবিবার বিকেলে নবান্নে গিয়ে ডিজিকে চিঠি দেয় সিবিআই। সোমবার দুপুরের মধ্যে রাজীবকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। অন্যদিকে, গতকাল ‘অফিস বন্ধ থাকার’ কারণে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিতে পারেননি তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সোমবার সিবিআইয়ের চিঠির জবাব দিয়েছেন ডিজি, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব।

আরও পড়ুন: ‘সুপার ইর্মাজেন্সি’ চলছে দেশে, গণতন্ত্র রক্ষার ডাক মমতার

উল্লেখ্য, গত শুক্রবার রাজীব কুমারের গ্রেফতারির উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে কলকাতা হাইকোর্ট। আদালত জানায়, ‘‘অভিযোগ ধর্তব্যযোগ্য হলে রাজীব কুমারকে গ্রেফতার করা যেতে পারে’’। উল্লেখ্য, সিবিআই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতার প্রাক্তন নগরপাল। দীর্ঘদিন ধরে এ মামলার শুনানি চলেছে হাইকোর্টে এবং বারবার রাজীব কুমারকে রক্ষাকবচও দিয়েছে আদালত। হাইকোর্টের রক্ষাকবচ প্রত্যাহারের পরই শুক্রবার বিকেলেই রাজীব কুমারকে নোটিস দেয় সিবিআই। তাঁকে শনিবার সকাল ১০টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, গত শনিবার হাজিরা এড়িয়ে যান তিনি। রবিবারও সিবিআই তলবে সাড়া দেননি কলকাতার প্রাক্তন নগরপাল। কোথায় রয়েছেন রাজীব কুমার? তা জানতে সিবিআই গোয়েন্দারা হন্যে হয়ে খোঁজ চালান রাজীব কুমারের। তাঁর অবস্থান জানতে রবিবার নবান্নেও পৌঁছে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।

রাজীব কুমার-সিবিআই লুকোচুরির মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে ই-মেল করেন সারদা মামলায় অভিযুক্ত এই আইপিএস। স্ত্রী অসুস্থ রয়েছেন, এই কারণ দেখিয়ে সিবিআইকে ই-মেল করে একমাসের সময় চেয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার। কিন্তু রাজীবকে অতিরিক্ত সময় দিতে নারাজ সিবিআই।

kolkata news cbi
Advertisment