Advertisment

West Bengal news today updates: 'সবুজের অভিযান' কর্মসূচী নিয়ে মহানগরের পথে মমতা

West Bengal news today updates: পশ্চিমবঙ্গে 'সবুজ রক্ষার' বার্তা ছড়িয়ে দিতে আজ বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে পদযাত্রা শুরু করলেন মমতা

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সবুজের অভিযান কর্মসূচীতে হাঁটলেন মমতা। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল

West Bengal news today updates: বাংলায় সবুজের শ্রীবৃদ্ধি ঘটাতে এবার 'সবুজের অভিযান' কর্মসূচী নিল রাজ্য সরকার। পরিবেশ রক্ষার আর্জি নিয়ে আজ নতুন কর্মসূচীর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল সংরক্ষণ অভিযানের পর পশ্চিমবঙ্গে 'সবুজ রক্ষার' বার্তা ছড়িয়ে দিতে আজ বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা শুরু করলেন মমতা। জানা যাচ্ছে, এই উদ্যোগকে সামনে রেখে শহরে মোট এক লক্ষ চারাগাছ রোপণ করা হবে। কলকাতা ছাড়াও জেলায় জেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে জেলায় জেলায় বৃক্ষরোপণ করা হবে।

Advertisment

এদিকে, গণপিটুনিতে উত্তপ্ত হচ্ছে বাংলা। নদিয়া, আলিপুরদুয়ারের পর এবার ঘটনাস্থল হুগলির কামারকুণ্ডু। চার দিনে এ রাজ্যে তিনটি গণপিটুনির ঘটনা ঘটল। মঙ্গলবার গভীর রাতে মোবাইল চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে খুন করা হল কামারকুণ্ডুতে। পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরের নাম দীপক মাহাতো (১৭), বাড়ি নদিয়ায়। জানা যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই প্রহৃত কিশোরের। ছেলেধরা সন্দেহ বা দুষ্কৃতী নয়, এবার মোবাইল চুরির অভিযোগে চলল বেদম প্রহার। বিস্তারিত পড়ুন: রাজ্যে ফের গণপ্রহার, সিঙ্গুরে ‘মোবাইল চোর সন্দেহে’ মৃত কিশোর

অন্যদিকে, সরাসরি সমস্যা জানানোর জন্য় ফোন নম্বর দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দেওয়া হয়েছিল ‘দিদিকে বলো’ ওয়েবসাইটের হদিশও। নেত্রী জানান, এই মাধ্যমগুলিতে অভিযোগ বা মতামত জানাতে পরাবেন সাধারণ মানুষ। সোমবার তৃণমূলের এই নয়া ডিজিটাল যাত্রার সূত্রপাতের পর এদিন ‘দিদিকে বলো’ টুইটার হ্যান্ডেলে জানানো হল, গত ২৪ ঘণ্টায় এক লক্ষ মানুষ ফোন করেছে ওই নম্বরে। পাশাপাশি প্রায় ৫০ হাজার মানুষ দিদিকে বলো ডট কম-এ নিজেদের মতামত বা সমস্যা জানিয়েছে। সবিস্তারে পড়ুন: সবাই ‘বলছে’, অভিভূত দিদি

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের আপডেটস, Follow the updates here:














17:02 (IST)01 Aug 19





















সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও' অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়
16:48 (IST)01 Aug 19





















লাল হলুদের মশালে শতবর্ষ উদযাপন ইস্টবেঙ্গলের

১ অগাস্ট, ইস্টবেঙ্গল ফ্য়ানেদের কাছে ক্য়ালেন্ডারের আর পাঁচটা দিনের থেকে সম্পূর্ণ আলাদা। ১৯২০ সালের এই দিনেই প্রতিষ্ঠা হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। দেখতে দেখতে ৯৯ বছরে পা দিল লাল-হলুদ। আগামী বছরই ক্লাবের শতবর্ষ। কিন্তু গত রবিবার থেকেই আনুষ্ঠানিক ভাবে সেন্টিনারি সেলিব্রেশন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। রবিবাসরীয় সকালে শয়ে শয়ে সমর্থক লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে তিলোত্তমার রাস্তায় মিছিল করেছিলেন। জ্বলেছিল মশালও। বিস্তারিত পড়ুন: ইস্টবেঙ্গলের জন্মদিনে ফ্য়ানেরাই স্টার, ক্লাব দেখল আবেগের লাল-হলুদ সুনামি

15:49 (IST)01 Aug 19





















বিজেপি নেতার মাথা ফাটিয়ে শূন্য গুলি, অশান্ত নদিয়া

রাজ্যে জারি রাজনৈতিক হানাহানির ঘটনা। এবার বিজেপি নেতাকে মারধর এবং গুলি চালানোর অভিযোগ উঠল নদিয়া জেলার বগুলায়। অভিযোগ, বুধবার রাতে বিজেপি নেতা তিলক বর্মনকে আচমকাই আক্রমণ করা হয়। এমনকী শূন্য গুলি ছুড়ে ভয়ও দেখানো হয়। গতকালের এই দুষ্কৃতী তাণ্ডবে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকেই নদিয়ার জাতীয় সড়ক অবরোধ করে বনধ ডাকে বিজেপি। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিস্তারিত পড়ুন: নদিয়ায় বিজেপি নেতার মাথা ফাটিয়ে শূন্যে গুলি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

15:34 (IST)01 Aug 19





















বয়স্কদের নিরাপত্তায় কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর জেনে রাখুন

শহরে বৃদ্ধ দম্পত্তির মৃত্যুকে কেন্দ্র করে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে শহরে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা সামনে এসেছে। তবে শুধু নির্যাতনই নয় সামনে এসেছে নৃশংস খুনের ঘটনা। একাকী প্রবীণদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে কলকাতা পুলিশের ভূমিকা। আর তাই এবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই এক অভাবনীয় উদ্যোগ নিল কলকাতা পুলিশ। শহরের বয়স্ক নাগরিকদের নিরাপত্তা দিতে খোলা হল কলকাতা পুলিশের হেল্পলাইনের নম্বর। নম্বরটি হল- 9830088884। চব্বিশ ঘন্টাই খোলা থাকবে এই নম্বরটি। নিজেদের যে কোন সমস্যায় এই নম্বরে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন প্রবীণ-প্রবীণারা। 

15:02 (IST)01 Aug 19





















মুখ্যমন্ত্রীর পদযাত্রা কর্মসূচীর কারণে বন্ধ করা হল হাজরা ক্রসিং

15:00 (IST)01 Aug 19





















সবুজের ডাকে পথে মমতা
13:06 (IST)01 Aug 19





















ভয়ঙ্কর বিপর্যয়! ভেসে গেল রাস্তা

জোয়ারের জলে ভেসে গেল রাস্তা। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারে ১১৭নং জাতীয় সড়কে বড়সড় ধস দেখা গেল। ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে হুগলি নদীর পাড়ে ভাঙনের জেরে জাতীয় সড়কে ধস নেমেছে। যার জেরে থমকে গিয়েছে যান চলাচল। জাতীয় সড়কে ধসের জেরে ঘুরপথে চালানো হচ্ছে গাড়ি। উল্লেখ্য, ওই এলাকায় সৌন্দর্যায়নের কাজ চলছিল। বিস্তারিত পড়ুন: নদীর জলে ভেসে গেল রাস্তা, ১১৭নং জাতীয় সড়কে বড়সড় ধস

12:11 (IST)01 Aug 19





















এবার মুকুল শুভ্রাংশুর নামে কাটমানি পোস্টার কাঁচরাপাড়ায়

কাটমানিকে হাতিয়ার করে যখন মমতাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিজেপি, ঠিক এই প্রেক্ষাপটে এবার কাটমানি আদায়ের কায়দায় মুকুল রায়ের নামে পোস্টার দেওয়া হল। তাও আবার অন্য কোথাও নয়, নিজের খাসতালুক কাঁচরাপাড়াতেই একদা মমতা ঘনিষ্ঠ তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের নামে পোস্টার দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার হিসেবে চেয়ে মুকুলের নামে পোস্টার দেওয়া হয়েছে। মুকুলের পাশাপাশি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের নামেও পোস্টার পড়েছে এলাকায়। বিস্তারিত পড়ুন: ‘টাকা ফেরত দাও’, কাঁচরাপাড়ায় মুকুল-শুভ্রাংশুর নামে পোস্টার

11:06 (IST)01 Aug 19





















ফের বন্ধ মেট্রো, ভোগান্তিতে যাত্রীরা

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। নেতাজি ভবনে আটকে গেল মেট্রো। জানা যাচ্ছে, মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে এই বিপত্তি। এদিকে অফিস টাইমে মেট্রো আটকে যাওয়ায় ভোগান্তিতে পরে যাত্রীরা। নেতাজি স্টেশনেই নামিয়ে দেওয়া হয় ওই মেট্রোয় থাকা যাত্রীদের। পরে মেট্রোটিকে টালিগঞ্জ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। তবে খবরের সত্যতা যাচাই করে মেট্রোর জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানান, " সেরকম বড়সড়ো কোনও ঘটনা ঘটেনি। বিদ্যুৎ বিভ্রাটের জন্য থার্ড লাইনে সমস্যা হয়। রেকটিকে টালিগঞ্জে পাঠানো হয়েছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয় মেট্রো পরিষেবা"। 

10:35 (IST)01 Aug 19





















বঙ্গে সবুজায়নের লক্ষ্যে পথে মমতা

সবুজায়ন এবং পরিবেশ বাঁচানোর আর্জি নিয়ে আজ মহানগরের রাজপথে হাঁটবেন মমতা।

" id="lbcontentbody">
09:23 (IST)01 Aug 19





















বঙ্গে ফের ফিরছে বর্ষা

গত সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ছন্দে ফিরেছিল বর্ষা। দফায় দফায় বৃষ্টির জেরে চেনা শ্রাবণের ছবি ভেসে এসেছিল শহরে। কিন্তু তারপর ফের উধাও বর্ষা। সন্ধের দিকে মাঝেমধ্যে ছিটেফোঁটা বৃষ্টি হলেও তেমন বর্ষার বৃষ্টি কার্যত অধরাই থেকে গিয়েছে। আবারও শ্রাবণ মাসকে মনে করাতে ঝেঁপে আসছে বৃষ্টি। আগামী রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বিস্তারিত পড়ুন: ছন্দে ফিরছে বর্ষা, রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

publive-image

08:54 (IST)01 Aug 19





















আজ শহরে কোথায় কখন ব্যাহত হতে পারে যান চলাচল?

08:34 (IST)01 Aug 19





















সবুজ রক্ষার লড়াই নিয়ে আজ পদযাত্রা মমতার

সবজ বাঁচানোর উদ্যোগে আজ নয়া কর্মসূচীর সূচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্যোগে আজ বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে নজরুল মঞ্চ অবধি পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে বৃক্ষরোপণও করবেন তিনি।

West Bengal news today updates: মুকুল রায় দিল্লিতে কলকাতা পুলিশের নোটিস নিয়ে ব্যস্ত। বিধায়ক ছেলে মারধর করায় দলের অন্দরেই চাপে রয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। দিলীপ ঘোষ রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফরে। ঠিক সেই সময় রাজ্যে চষে বেড়াচ্ছেন এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অরবিন্দ মেনন। বর্ধমান, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা-সহ রাজ্যের নানা প্রান্তে দিনভর রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত তিনি। তাঁর হাত ধরে দলে যোগদান পর্বও চলছে। একসময় মেননের সঙ্গে ভাল সম্পর্ক ছিল ‘নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট’ প্রশান্ত কিশোরের। যদিও অরবিন্দ মেননের বক্তব্য ‘‘যুদ্ধ ক্ষেত্রে প্রশান্ত কিশোর ওই প্রান্তে, আমি এ প্রান্তে’’। বিস্তারিত পড়ুন: বঙ্গে পদ্ম ফোটানোর দায়িত্বে প্রশান্ত কিশোরের ‘বন্ধু’

সব্যসাচী দত্তের ইস্তফার পর বিধাননগর পুরনিগমের মেয়র করা হচ্ছে কৃষ্ণা চক্রবর্তীকে। বিধাননগর পুরনিগমের চেয়ারপার্সন পদে ছিলেন কৃষ্ণা। মেয়র পদ থেকে সব্যসাচী দত্তের ইস্তফার পরই বিধাননগরের মেয়র কে হবেন, তা নিয়ে রীতিমতো জল্পনা ছড়ায়। শেষপর্যন্ত আশির দশক থেকে মমতার সঙ্গী কৃষ্ণার নামই মেয়র হিসেবে চূড়ান্ত করা হল বলে সূত্রের খবর। দলের পুরনো সৈনিকদের উপরে আস্থা রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবিস্তারে পড়ুন: পুরনো সৈনিকেই আস্থা মমতার, বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী

Bengali Serial bjp tmc Mamata Banerjee west bengal politics
Advertisment