Advertisment

West Bengal news today updates: হাওড়া-শিয়ালদহে মিছিল, ব্যাহত হতে পারে যান চলাচল

West Bengal news today updates: শনিবারে যানজট সমস্যা তীব্র না হলেও একাধিক মিছিলে কিছু সময়ের জন্য ব্যাহত হতে পারে যান চলাচল

author-image
IE Bangla Web Desk
New Update
traffic in kolkata

West Bengal news today live updates: স্বাভাবিক শহরের যান চলাচল

West Bengal news today updates: সপ্তাহান্তে স্বাভাবিক থাকবে শহরের যান চলাচল, এমনটাই খবর কলকাতা ট্রাফিক কন্ট্রোল সূত্রে। তবে দুপুর বারোটার সময় হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে মিছিলের দরুন বন্ধ ব্যাহত হতে পারে যান চলাচল। এছাড়াও বিকেল ৩ টের দিকে মৌলালী থেকে এস এন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত আরেকটি মিছিলের জেরে ব্যাহত হতে পারে যান চলাচল।

Advertisment

এদিকে, পুরসভার দখল নিয়ে যখন লড়াইয়ের ময়দানে ঘুঁটি সাজাচ্ছে দুই দল, ঠিক সেই সময় ‘অভিনব কৌশল’ গ্রহণ করলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের চেয়ারম্যান। আগামী ৫ অগাস্ট গঙ্গারামপুর পুরসভায় অনাস্থা ভোট। এর আগে ‘শিবির বদল’ রুখতে এবার কাউন্সিলরদের বাড়িতে সিসিটিভি বসাতে চলেছে পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। যদিও সরকারি ভাবে জানানো হয়েছে, কাউন্সিলরদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। বিস্তারিত পড়ুন: অনাস্থার মুখে সিসিটিভিতেই আস্থা তৃণমূল থেকে বহিষ্কৃত চেয়ারম্যানের

অন্যদিকে, একবছর আগের ঘটনার পুনরাবৃত্তি ইস্পাত নগরীতে। গভীর রাতে হঠাৎ করেই পুড়ছে বাইক, গাড়ি! আচমকা এই ঘটনায় কার্যত স্তম্ভিত দুর্গাপুর। পুলিশি তদন্তের মাঝেই বৃহস্পতিবার ফের গভীর রাতে শহরের বুকে পুড়লো তিনটি বাইক এবং একটি চার চাকা গাড়ী। কে বা কারা এই ঘটনার পিছনে সে ব্যাপারে এখনও অন্ধকারেই ইস্পাতনগরী। ঠিক কী ঘটেছে? সবিস্তারে পড়ুন: আজব কাণ্ড! রাতের আঁধারে পুড়ছে বাইক-গাড়ি, আতঙ্কে প্রহর গুনছে দুর্গাপুর

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের আপডেটস, Follow the updates here:














14:27 (IST)03 Aug 19





















জল সংরক্ষণ নিয়ে অভিনব প্রকল্প আসানসোলে

দেশের দক্ষিণ প্রান্তে জলকষ্টের ছবি সামনে আসার পরই জল সংরক্ষণ নিয়ে পথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল অপচয় ঠেকাতে রাজ্য সরকারের তরফে সচেতনতামূলক প্রচারে বলা হচ্ছে ‘শাওয়ার নয়, বালতির জলে স্নান করুন’। এবার জল সংরক্ষণে অভিনব উদ্যোগের ছবি সামনে এল আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক অভিজিৎ দেবনাথের হাত ধরে। বৃষ্টির জল সংরক্ষণে নিজের খরচেই গ্রামে বানিয়ে ফেলেছেন আস্ত জল প্রকল্প বা রেন ওয়াটার হার্ভেস্টিং। আসানসোলের পলাশডিহা গ্রামে গড়ে উঠেছে এই প্রকল্প। সবিস্তারে পড়ুন- জল বাঁচাতে অভিনব প্রকল্প আসানসোলের গ্রামে

13:07 (IST)03 Aug 19





















কেমন হল সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর 'সামসারা'

‘সামসারা’, সংস্কৃত এই শব্দের জোরেই বাঁধা হয়েছে সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর ছবির চিত্রনাট্য। বৌদ্ধদের জীবনচক্রকে এই নামে চিহ্নিত করা হয়। শারীরিক অস্তিত্বের পরে পুনর্জন্ম নয় পুনরায় জন্মের আত্মোপলব্ধি। কার্যকারিতার নিয়ম অনুসারে আবর্তিত ‘সামসারা’ আসলে জীবন উপলদ্ধির চক্র। আর এই উপলব্ধির যাত্রাই পরিচালকদ্বয়ের ছবিতে প্রস্ফুটিত। বিস্তারিত পড়ুন- অস্তিত্ব এবং উপলব্ধির অন্তহীন চক্রব্যূহ ‘সামসারা’

11:31 (IST)03 Aug 19





















সপ্তাহের শুরু ভারী বৃষ্টি দিয়ে

ছন্দে ফিরছে বর্ষা, সৌজন্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ। এই নিম্নচাপই এখন ভরসা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রবিবার ওই নিম্নচাপ তৈরি হলেই সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবাংলা। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে, গত কয়েকদিনের মতো আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এদিনও সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। উল্লেখ্য, শুক্রবার সন্ধের পরই বৃষ্টি নামে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। সবিস্তারে পড়ুন- সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

10:21 (IST)03 Aug 19





















মুখ্যমন্ত্রীকে নিয়ে আপনার গর্ব হয়? সেকথা জানান মুখ্যমন্ত্রীকেই

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি আপনি গর্বিত? তাহলে আর দেরি করবেন না, চটপট জানিয়ে দিন আপনি কেন ‘মমতা দিদিকে নিয়ে গর্বিত?’ ‘দিদিকে বলো’ কর্মসূচির পর বাংলার আমজনতার মন পেতে নয়া চমক ‘আমার গর্ব মমতা’। জনসংযোগে জোর দিতে এবার তৃণমূলের নয়া অনলাইন ক্যাম্পেন শুরু হল, যার নাম ‘আমার গর্ব মমতা’। এ নিয়ে ইতিমধ্যেই টুইটার পেজও তৈরি করা হয়েছে। যেখানে ইতিমধ্যেই কয়েকজন বাংলার ‘দিদি’কে নিয়ে কেন গর্ববোধ করেন, সেই মতামতও ভিডিও করে পাঠিয়েছেন। বিস্তারিত পড়ুন- মমতা আপনার গর্ব কেন? দিদিকে বলুন

09:45 (IST)03 Aug 19





















মর্মান্তিক মৃত্যু ছাত্রের

বৃহষ্পতিবার দুপুরবেলা হাওড়া ব্যান্ডেল মেন লাইনের উত্তরপাড়া এবং হিন্দমোটর স্টেশনের মাঝামাঝি আপ লাইনে একটি গলা কাটা মৃতদেহ উদ্ধার করে বেলুড় জি আর পি।ঘটনার 24 ঘণ্টা পড়ে মৃতের বাড়ীর লোক এসে ছবি দেখে মৃতদেহ শনাক্ত করেন। জানা যায় তার নাম ঋষিক কোলে (১৮)।বাড়ি সিঙ্গুরের সাধুঁখা মাঠ এলাকায়। গতকাল সকাল ১১.৩০ থেকে নিখোঁজ হয়ে যায় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ফিজিক্সে অনার্স নিয়ে পড়াশোনা  ছাত্রটি। সিঙ্গুর মহামায় হাই স্কুলের প্রচন্ড মেধাবী ঋষিক এবারে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষায় ভালো রেজাল্টের পর কলকাতার সেন্ট জেভিয়ার্সে ফিজিক্স অনার্স নিয়ে ভর্তি হয়। গতকাল হোস্টেল থেকে সকালে বেরিয়ে আর ফেরে নি। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ উত্তরপাড়া আর হিন্দমোটর স্টেশনের মাঝে ঋষিককে গলা কাটা অবস্থায় দুটি রেল লাইনের মাঝে পড়ে থাকতে দেখা যায়। জিআরপির ওসি বিকাশ মুখার্জি জানান যে ওই ছেলেটির ব্যাগ থেকে একটি সুইসাইডাল নোট পাওয়া যায় , যাতে লেখা ছিলো ,"পড়াশোনার চাপ আর নিতে পারছি না"। পুলিশের অনুমান বাংলা মাধ্যম থেকে ইংরাজী মাধ্যমে গিয়ে পড়াশোনা তে অসুবিধা হচ্ছিলো ওই ছাত্রের।

08:53 (IST)03 Aug 19





















'নির্মল বাংলা' প্রসঙ্গে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
08:43 (IST)03 Aug 19





















কোথায় কোথায় ব্যাহত হতে পারে যান চলাচল পরিষেবা?

West Bengal news today updates: বেহাল অবস্থায় দিন কাটাচ্ছে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত বিধবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বাম আমলে তৈরি হওয়া বর্ধমান জঙ্গলমহলের এই স্বাস্থ্যকেন্দ্রের এই মুহূর্তে আক্ষরিকই বেহাল দশা। ঝোপঝাড়ে ঢাকা এই প্রাথমিক শিক্ষাকেন্দ্র গরু, ছাগলের বাসস্থলে পূর্ণ হয়েছে। প্রায় সর্বত্রই উইঢিবি। দেওয়াল ঘেরা স্বাস্থ্যকেন্দ্র এখন এলাকার সাধারণ মানুষের যাতায়াতের শর্টকাট রাস্তা। বিস্তারিত পড়ুন: জঙ্গলে ঢেকেছে জঙ্গলমহলের স্বাস্থ্যকেন্দ্র, ধুঁকছে স্বাস্থ্য পরিষেবা

লাখ লাখ টাকা দিয়ে মাথা গোঁজার ঠাঁই বানিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই সাধের বাড়িই হারানোর আতঙ্কে দিন গুজরান করছেন শিলিগুড়ি সংলগ্ন পঞ্চনই নদীর চরের বাসিন্দারা। ইতিমধ্যেই নদীর চর দখলমুক্ত করতে বাসিন্দাদের হাতে নোটিস ধরিয়েছে প্রশাসন। নোটিস পাওয়ার পরই মুষড়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। আশা-আশঙ্কার দোলাচলে সকাল-সন্ধ্যা কাটাচ্ছেন তিন শতাধিক মানুষ। তবে প্রশাসন যতই নোটিস ধরাক না কেন, নিজের ভিটেমাটি ছাড়তে নারাজ বাসিন্দারা। উচ্ছেদ করলে আত্মহত্যা করবেন, এমন হুমকিই দিয়েছেন জনা কয়েক চরের বাসিন্দা। সবিস্তারে পড়ুন: ‘ভিটেমাটি কেড়ে নিলে আত্মহত্যা করব’

kolkata traffic police west bengal politics Weather Report
Advertisment