West Bengal news today updates: ফের উড়ালপুল বিভ্রাট কলকাতায় এবং শিরোনামে উল্টোডাঙা উড়ালপুল। মঙ্গলবার বড়সড়ো ফাটল নজরে আসায় বন্ধ করে দেওয়া হয় উত্তর কলকাতার এই গুরুত্বপূর্ণ উড়ালপুল। কেএমডিএ সূত্রে জানা গেছে আজ থেকে টানা দু'দিন বন্ধ রাখা হবে এই উড়ালপুল। আজ উড়ালপুলের পরিস্থিতি খতিয়ে দেখতে আসবেন ইঞ্জিনিয়ারদের একটি দল। প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ মার্চ উল্টোডাঙা উড়ালপুলের ভিআইপির দিক থেকে বাইপাস যাওয়ার দিকের একটি অংশ ভেঙে পড়ে ৷ জানা যাচ্ছে, মেরামত করা অংশেই ফের ফাটল দেখা গেছে৷ পোস্তা উড়ালপুল, মাঝেরহাট ব্রিজের মতো দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে তড়িঘড়ি উল্টোডাঙা উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়৷ দুর্ঘটনা এড়াতে ইএম বাইপাস-ভিআইপি রোডে যাওয়া-আসার দুটি ব্রিজই তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেএমডিএ। তবে বিকল্প পথ হিসেবে নিউটাউন-চিংড়িঘাটা উড়ালপুল, আর জি কর মেডিক্যাল কলেজ হয়ে যশোর রোড ধরতে অনুরোধ করছে কলকাতা ট্রাফিক পুলিশ।
অন্যদিকে,যত সময় ঘনাচ্ছে, ততই তৃণমূলের সঙ্গে সব্যসাচী দত্তের 'সম্পর্কের ফাটল' ক্রমশ চওড়া হচ্ছে। মঙ্গলবার বিধাননগরের মেয়র সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছেন তৃণমূল কাউন্সিলররা। এই প্রেক্ষাপটে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন সব্যসাচী দত্ত। দলের সঙ্গে তাঁর এই সংঘাত নিয়ে দলনেত্রী কি কিছু বললেন? সব্যসাচীর স্পষ্ট জবাব, ‘‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) খুব ব্যস্ত। সারা রাজ্য সামলান। উনি সময় পেলে, ডাকলে যাব নিশ্চয়ই’’। বিস্তারিত পড়ুন, মুখ্যমন্ত্রী খুব ব্যস্ত, ডাকলে যাব: সব্যসাচী
এদিকে, মঙ্গলবার কিস্তিমাত করে পাল্টা জবাব দিল তৃণমূল। ক’দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ধুকপুকানি বাড়িয়ে একঝাঁক কাউন্সিলরকে বিজেপিতে যোগদান করিয়ে একাধিক পুরসভা দখলের দাবি জানিয়েছিলেন মুকুল রায়, অর্জুন সিংরা। বঙ্গ বিজেপির সেই ‘গেমপ্ল্যান’কে চ্যালেঞ্জ জানিয়ে কয়েক দিনের মধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বেশ কয়েকজন কাউন্সিলরকে ঘরে ফেরাতে সফল হল তৃণমূল। বিস্তারিত পড়ুন, মুকুল-অর্জুনকে কিস্তিমাত, হালিশহর পুনরুদ্ধার তৃণমূলের
Live Blog
West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের আপডেট দেখুন, Follow the update here:
West Bengal news today updates: রোজভ্যালিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য
তলব করা হয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার সকালেই নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। আগামী ১৯ জুলাই দুপুর ১২ টার মধ্যে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু, ইডি-র সমন পেয়ে কী বলছেন নায়ক? নিজের প্রযোজনা সংস্থারই কাজে মঙ্গলবার শান্তিনিকেতনে রয়েছেন প্রসেনজিৎ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন শান্তিনিকেতনে থাকলেও ইডি-র সমনের খবর প্রকাশ্যে আসতেই প্রসেনজিৎকে এ বিষয়ে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। সবিস্তারে পড়ুন,
ইডি-র সমন পেয়ে কী বললেন প্রসেনজিৎ?
এই মুহূর্তে মোট তিনটি ঘটনা নিয়ে সরগরম টালিগঞ্জ। একদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি-র তলব। আর অন্যদিকে সার্ভিস চার্জের ইস্যুতে ফের সরগরম ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)। জানা যাচ্ছে, টিকিটে সার্ভিস চার্জের বিষয়টি পরিষ্কার না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটেও যেতে পারেন একজিবিটররা। তাঁদের দাবি, সরকারের পক্ষ থেকে এখনও কোন সাহায্য পায়নি তাঁরা। তবে ইম্পার কথায়, এবার সমস্যার সমাধান না হলে ১৯ তারিখ থেকে ধর্মঘটে যেতে পারে তারা। বিস্তারিত পড়ুন, ধর্মঘট হতে পারে সিঙ্গলস্ক্রিনে, সার্ভিস চার্জ ইস্যুতে পথে বসতে পারে ইম্পা
খোদ পুলিশের আবাসনেই এবার বিক্ষোভ। সল্টলেকে ফোর্থ ব্যাটেলিয়ান পুলিশ আবাসনে বিক্ষোভ। এদিন আবাসনের মহিলারা পানীয় জলের বেহাল অবস্থা এবং আবাসনের শোচনীয় অবস্থা নিয়ে পথে নামেন। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে লিফট, অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেক্টর ওয়ানে পুলিশ আবাসন বিল্ডিংয়ের খারাপ অবস্থা নিয়ে অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। এদিন বিক্ষোভের মাঝেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান অভিযোগকারীনিরা। এদিন রাস্তায় গাছ ফেলে প্রতিবাদ করেন তাঁরা।
রোজভ্যালিকাণ্ডে এবার সরাসরি নাম জড়াল টলিউডের প্রথম সারির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের। রোজভ্যালি মামলায় এবার ঋতুপর্ণাকে তলব করল ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণাকে ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রোজভ্যালিকাণ্ডে তলব করা হয়েছে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এর আগে রোজভ্যালি মামলার তদন্তে ঋতুপর্ণার নাম উঠে এসেছিল। যা নিয়ে বিস্তর চর্চা চলে। কেন ঋতুপর্ণাকে তলব ইডির? সবিস্তারে পড়ুন, রোজভ্যালিকাণ্ডে প্রসেনজিতের পর ঋতুপর্ণাকে তলব ইডির
নাম- মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য- পশ্চিমবঙ্গ, তারপরই রয়েছে মেম্বারশিপ নম্বর। কার্ডের উপরে বড় বড় করে লেখা ‘ভারতীয় জনতা পার্টি’। তার নীচেই নয়া দিল্লিতে বিজেপি দফতরের ঠিকানা। কার্ডের ডানদিকে নীচের অংশে বিজেপির লোগো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বিজেপির এই সদস্যকার্ড ভাইরাল হয়ে গিয়েছে। যা ঘিরে তুমুল চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। বিষয়টি নজরে আসতেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মমতার দল। বিস্তারিত পড়ুন, ‘বিজেপিতে’ মমতা! সদস্যকার্ড নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি
আবারও তেতে উঠল বীরভূম। বুধবার সকালে কাটমানি নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূম। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলল সদাইপুরের সাহাপুর গ্রামে। পরিস্থিতি সামলাতে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাড়া করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পৌঁছয় সিআইডি।
স্পাইস জেট কর্মীর মর্মান্তিক মৃত্যুর সাক্ষী কলকাতা বিমানবন্দর। মঙ্গলবার রাত ১টার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। আজ সকালে আসামের ডিব্রুগড়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল স্পাইস জেটের বিমানটি। ভোররাতে বিমান পরীক্ষা করার সময় দুর্ঘটনাটি ঘটে। স্পাইস জেট সংস্থার বিমানের নীচের দিকের দরজার অংশ পরীক্ষা নিরীক্ষা করছিলেন ওই সংস্থার ইঞ্জিনিয়র রোহিত বীরেন্দ্র পান্ডে। আচমকাই সেই অংশটি বন্ধ হয়ে যায়. সবিস্তারে পড়ুন, স্পাইস জেট কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা
কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষা থেকে জানানো হয়েছে, উল্টোডাঙা উড়ালপুল মেরামতির জন্য বন্ধ থাকার কারণে তীব্র যানজট এড়াতে বিকল্প পথে যানচলাচলের নির্দেশ দিল ট্রাফিক পুলিশ।
১। ইএম বাইপাস থেকে এয়ারপোর্টগামী যানবাহনদের চিংড়িঘাটা-নিউটাউন উড়ালপুল ধরে বিমানবন্দর যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
২। অন্যদিকে এজেসি বোস রোড ধরে এপিসি রোড হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এসে আর জি কর হয়ে যশোর রোড ধরে বিমানবন্দরে যাওয়া যাবে।
৩। বিমানবন্দরের দিক থেকে যে সব যানবাহন আসবে তাঁরা নিউটাউন-চিংড়িঘাটা-ইএম বাইপাসের রাস্তা ধরতে পারবেন।
এনআরএসকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল পুলিশ। ৫ অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা (৩০৭) যোগ করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা ধারা যোগ করতে চেয়ে শিয়ালদা আদালতে আর্জি জানায় পুলিশ। কলকাতা পুলিশের সেই আর্জিতে সিলমোহর দেয় আদালত। শিয়ালদহ আদালতের অনুমতি মেলার পরই বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ৫ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা যোগ করে পুলিশ। বিস্তারিত পড়ুন, এনআরএসকাণ্ডে কড়া পুলিশ, অভিযুক্তদের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা