Lakshmi Puja: কবে কোজাগরী লক্ষ্মীপূজা, ৬ না ৭ অক্টোবর, কতক্ষণ থাকবে পূর্ণিমা?

Kojagori Lakshmi Puja: ২০২৫ সালের কোজাগরী লক্ষ্মীপূজা ৬ নাকি ৭ অক্টোবর? জেনে নিন পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে, কতক্ষণ চলতে পারে কোজাগরী লক্ষ্মীপুজো?

Kojagori Lakshmi Puja: ২০২৫ সালের কোজাগরী লক্ষ্মীপূজা ৬ নাকি ৭ অক্টোবর? জেনে নিন পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে, কতক্ষণ চলতে পারে কোজাগরী লক্ষ্মীপুজো?

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Kojagori Lakshmi Puja

Kojagori Lakshmi Puja: কোজাগরী লক্ষ্মীপূজা।

Kojagori Lakshmi Puja: দুর্গাপূজা শেষ হলেই বাংলার হিন্দু ঘরগুলিতে শুরু হয় এক নতুন ভাবনা— মা লক্ষ্মীর আগমন। সেই বিশ্বাসেই কোজাগরী লক্ষ্মীপূজা হয়ে ওঠে বিশেষ। প্রতিবছর আশ্বিনের পূর্ণিমা রাতে 'কে জাগো?' প্রার্থনায় লক্ষ্মী আরাধনা করা হয়।

Advertisment

এবছরের কোজাগরী লক্ষ্মীপুজো

আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন ঝান্ডি, মোহময়ী দৃশ্য আর কাঞ্চনজঙ্ঘা মন ভরাবেই 

২০২৫ সালে কোজগরী লক্ষ্মীপূজা হবে ৬-৭ অক্টোবর। প্রতিষ্ঠিত পঞ্জিকা ও বিভিন্ন তন্ত্রবিদদের মতে, পূর্ণিমা তিথি শুরু হবে ৬ অক্টোবর, দুপুর ১২টা ২৩-এ। তিথি শেষ হবে ৭ অক্টোবর সকাল ০৯টা ১৬ নাগাদ। বেশ কিছু সূত্রের খবর, নিশি মুহূর্ত থাকবে রাত ১২টা ০৩ থেকে ১২টা ৫২ পর্যন্ত।

Advertisment

আরও পড়ুন- রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা? 

নিশি মুহূর্ত বা গভীর রাতের মুহূর্তকেই লক্ষ্মীপূজার সবচেয়ে শুভ মুহূর্ত বলা হয়। সন্ধ্যা থেকে রাত্রি— যেহেতু পূর্ণিমা শুরু হবে সন্ধ্যার আগে, তাই সন্ধ্যার পর থেকেই রাত্রি ১০–১১টা পর্যন্ত এই সময়কে পুজোর উপযোগী বলে মনে করা হয়। প্রভাতকালে, কিছু ক্ষেত্রে যদি তিথি থাকে, সকালেও কিছু অর্ঘ্য দেওয়া যেতে পারে, তবে রাতেই পুজোর ভাব সর্বোচ্চ মর্যাদা পায়। 

আরও পড়ুন- আসছে বছর আবার হবে! কিন্তু আগামী তিন বছর কবে দুর্গা, লক্ষ্মী, কালীপুজো? দেখে নিন এখানে

এই পুজো প্রক্রিয়ার বিশেষত্ব হল- ঘর পরিষ্কার করা এবং আলো দিয়ে সাজানো। প্রদীপ, মোমবাতি, দেখানো। দেবী লক্ষ্মীর প্রতিমূর্তি ও গন্ধযুক্ত মালা, ফুল এবং তাজা ফল আর মিষ্টি অর্ঘ্য হিসেবে দেওয়া। দেবীর মন্ত্রপাঠ এবং স্তোত্রপাঠ। রাত জেগে দেবীর প্রার্থনা এবং রাত্রি জাগরণ। পুজো শেষ হবে সকালে অঞ্জলি দেওয়া এবং প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে। 

আরও পড়ুন- কিংবদন্তি সংগীতশিল্পী! এক কানে শুনতে পেতেন না, ভরিয়েছিলেন বাঙালির মন!

কোজাগরীর এই রাতেই বলা হয়, যাঁরা জেগে থাকে, দেবী লক্ষ্মী তাঁদেরকে কৃপা দান করেন। 'কে জাগো?' — সেই প্রশ্নেই আভাস যে, সজাগ ও সতর্ক মনকে দেবী ভালোবাসেন। কোজাগরীর এই রাত শুধু দেবী আরাধনা নয়। এই রাত আত্মসচেতনতা, ধৈর্য এবং প্রার্থনার প্রতীক। সঠিক মুহূর্তে, বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে এই রাতে দেবীর আরাধনা করলে মনে করা হয় যে দেবী লক্ষ্মী ধন-সমৃদ্ধি, শান্তি আর সৌভাগ্য দান করেন।

Lakshmi puja