/indian-express-bangla/media/media_files/2025/10/04/durga-pujo-2025-10-04-05-53-46.jpg)
Durga Pujo: দশমীর বিষাদে বাঙালির মন খারাপ।
Pujo Schedule: দুর্গাপুজো শেষ মানেই বাংলার আকাশে বিষাদের ছায়া। তবে বাঙালির ক্যালেন্ডারে উৎসবের শেষ নেই। বাঙালির উৎসব এখানেই থেমে যায় না। লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা—প্রতিটি দিনই নতুন আনন্দের বার্তা নিয়ে আসে। দশমীর পর থেকেই শুরু হয়ে যায় 'আসছে বছর আবার হবে' ধরে যাবতীয় পরিকল্পনা।
আপনিও যদি আগামী বছরের ছুটির পরিকল্পনা, ভ্রমণ বা পুজোর আয়োজন নিয়ে কোনও কিছু পরিকল্পনা করে থাকেন, তবে এই নির্ঘণ্ট আপনার জন্য। এখানে রইল ২০২৫ থেকে ২০২৮ সাল পর্যন্ত মহালয়া থেকে কালীপুজোর তারিখের সম্পূর্ণ তালিকা।
আরও পড়ুন- কিংবদন্তি সংগীতশিল্পী! এক কানে শুনতে পেতেন না, ভরিয়েছিলেন বাঙালির মন!
দুর্গাপুজো ২০২৫ তারিখ
মহালয়া: ২১ সেপ্টেম্বর ২০২৫
ষষ্ঠী: ২৮ সেপ্টেম্বর ২০২৫
সপ্তমী: ২৯ সেপ্টেম্বর ২০২৫
অষ্টমী: ৩০ সেপ্টেম্বর ২০২৫
নবমী: ১ অক্টোবর ২০২৫
বিজয়া দশমী: ২ অক্টোবর ২০২৫
লক্ষ্মীপুজো: ৬ অক্টোবর ২০২৫
কালীপুজো: ২০ অক্টোবর ২০২৫
আরও পড়ুন- রাহুর অশুভ প্রভাব কাটাতে দুর্গার এই রূপের জুড়িমেলা ভার! কীভাবে করবেন আরাধনা?
দুর্গাপুজো ২০২৬ তারিখ
মহালয়া: ১০ অক্টোবর ২০২৬
ষষ্ঠী: ১৭ অক্টোবর ২০২৬
সপ্তমী: ১৮ অক্টোবর ২০২৬
অষ্টমী: ১৯ অক্টোবর ২০২৬
নবমী: ২০ অক্টোবর ২০২৬
বিজয়া দশমী: ২১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুজো: ২৫ অক্টোবর ২০২৬
কালীপুজো: ৮ নভেম্বর ২০২৬
আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন ঝান্ডি, মোহময়ী দৃশ্য আর কাঞ্চনজঙ্ঘা মন ভরাবেই
দুর্গাপুজো ২০২৭ তারিখ
মহালয়া: ২৯ সেপ্টেম্বর ২০২৭
ষষ্ঠী: ৫ অক্টোবর ২০২৭
সপ্তমী: ৬ অক্টোবর ২০২৭
অষ্টমী: ৭-৮ অক্টোবর ২০২৭
নবমী: ৯ অক্টোবর ২০২৭
বিজয়া দশমী: ১০ অক্টোবর ২০২৭
লক্ষ্মীপুজো: ১৪ অক্টোবর ২০২৭
কালীপুজো: ২৮ অক্টোবর ২০২৭
আরও পড়ুন- পুজোর মধ্যেই বাংলার ছেলের এশিয়া জয়, জোড়া সোনা জিতে দেশের গৌরব অঙ্কিত
দুর্গাপুজো ২০২৮ তারিখ
মহালয়া: ১৮ সেপ্টেম্বর ২০২৮
ষষ্ঠী: ২৪ সেপ্টেম্বর ২০২৮
সপ্তমী: ২৫ সেপ্টেম্বর ২০২৮
অষ্টমী: ২৬ সেপ্টেম্বর ২০২৮
নবমী: ২৭ সেপ্টেম্বর ২০২৮
বিজয়া দশমী: ২৮ সেপ্টেম্বর ২০২৮
লক্ষ্মীপুজো: ২ অক্টোবর ২০২৮
কালীপুজো: ১৭ অক্টোবর ২০২৮
আরও পড়ুন- দুর্গাপূজায় থিমের ছড়াছড়ি, প্রতিমা তৈরি হচ্ছে নানা জিনিস দিয়ে, শাস্ত্রে কী বলা আছে?
দুর্গা থেকে কালী, পুজো নির্ঘণ্ট ২০২৫–২০২৮
বছর | মহালয়া | ষষ্ঠী | সপ্তমী | অষ্টমী | নবমী | বিজয়া দশমী | লক্ষ্মীপুজো | কালীপুজো |
---|---|---|---|---|---|---|---|---|
২০২৫ | ২১ সেপ্টেম্বর | ২৮ সেপ্টেম্বর | ২৯ সেপ্টেম্বর | ৩০ সেপ্টেম্বর | ১ অক্টোবর | ২ অক্টোবর | ৬ অক্টোবর | ২০ অক্টোবর |
২০২৬ | ১০ অক্টোবর | ১৭ অক্টোবর | ১৮ অক্টোবর | ১৯ অক্টোবর | ২০ অক্টোবর | ২১ অক্টোবর | ২৫ অক্টোবর | ৮ নভেম্বর |
২০২৭ | ২৯ সেপ্টেম্বর | ৫ অক্টোবর | ৬ অক্টোবর | ৭/৮ অক্টোবর | ৯ অক্টোবর | ১০ অক্টোবর | ১৪ অক্টোবর | ২৮ অক্টোবর |
২০২৮ | ১৮ সেপ্টেম্বর | ২৪ সেপ্টেম্বর | ২৫ সেপ্টেম্বর | ২৬ সেপ্টেম্বর | ২৭ সেপ্টেম্বর | ২৮ সেপ্টেম্বর | ২ অক্টোবর | ১৭ অক্টোবর |
কেন এই নির্ঘণ্ট জরুরি?
ছুটির পরিকল্পনা: আগাম তারিখ জানলে ভ্রমণ বা বেড়ানো, টিকিট বুকিং ও ছুটির পরিকল্পনা করা সহজ হয়ে যায়।
পুজো আয়োজন: বাড়ি বা ক্লাবের পুজোর বাজেট, প্যান্ডেলের সাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুবিধা হয়।
ব্যবসায়িক পরিকল্পনা: খুচরো থেকে বড় ব্যবসায়ী—সবাই পুজোর সময় বাজার ধরতে চান। এই ক্যালেন্ডার তাঁদের জন্যও দরকারি।
দুর্গা দশমীর বিদায়ে মন খারাপ হলেও সামনে অপেক্ষা করছে লক্ষ্মী, কালী আর ভাইফোঁটা উৎসব। আর সেইসঙ্গে আগামী বছরের পুজোর পরিকল্পনা তো আছেই। তাই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন তারিখগুলো।