Dining Table Tips: ভুলেও খাবার টেবিলে রাখবেন না এই ৫টি জিনিস, হবে ঘোর অমঙ্গল!

Dining Table Tips: খাবার টেবিলে কোন জিনিস রাখলে অমঙ্গল হয়? অনেকেই সচেতন নয়। তার ফলে জীবনে নেমে আসে দুর্বিপাক। জানুন, এই ব্যাপারে কী বলে জ্যোতিষশাস্ত্র?

Dining Table Tips: খাবার টেবিলে কোন জিনিস রাখলে অমঙ্গল হয়? অনেকেই সচেতন নয়। তার ফলে জীবনে নেমে আসে দুর্বিপাক। জানুন, এই ব্যাপারে কী বলে জ্যোতিষশাস্ত্র?

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Dining Table Tips: খাবার টেবিলে কোন জিনিসগুলো রাখবেন না, দেখে নিন।

Dining Table Tips: খাবার টেবিলে কোন জিনিসগুলো রাখবেন না, দেখে নিন।

Dining Table Tips: খাবার টেবিল শুধু খাওয়ার জায়গা নয়, এটি ঘরের সৌভাগ্য এবং সুখেরও প্রতীক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এখানে কিছু জিনিস রাখলে ঘরের শান্তি নষ্ট হয়, পরিবারের মধ্যে ঝগড়া বাড়ে এবং অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকে।

Advertisment

১) এঁটো বাসনপত্র

ব্যবহৃত বা অল্প ব্যবহার করা বাসন কখনও খাবার টেবিলে জমিয়ে রাখবেন না। এতে বাড়িতে নেগেটিভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। পরিবারের সদস্যদের উন্নতি ব্যাহত হয় এবং পারিবারিক সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন- ভাই-বোনের মন্দির! ভারতের এই মন্দিরগুলিতে ভাই-বোন একসঙ্গে পূজা দিলে, দূর হয় বিভেদ!

Advertisment

২) পোড়া মোমবাতি

সুগন্ধি মোমবাতি ভালো, তবে পোড়া বা অর্ধপোড়া মোমবাতি খাবার টেবিলে রাখা উচিত নয়। এতে মানসিক চাপ ও অশান্তি বাড়ে। জ্যোতিষীরা বলেন, মোমবাতি ব্যবহারের পর দ্রুত সরিয়ে দিতে হবে।

আরও পড়ুন- ভাইফোঁটার ডিনার! সু্স্বাদু এই প্রন হাক্কা নুডলসে রাতটা করুন সেরা স্মৃতি

৩) কাঁটাযুক্ত গাছ

ক্যাকটাস বা যে কোনও কাঁটাযুক্ত গাছ খাবার টেবিলে রাখবেন না। এটি পারিবারিক দ্বন্দ্ব বাড়ায় এবং ঘরের শান্তি কমিয়ে দেয়। এতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে।

আরও পড়ুন- ভাইফোঁটায় এই নিয়মগুলো মানছেন কি, মানলে কী হবে জানেন?

৪) পচা ফল

পচে যাওয়া ফল বা শুকনো ফল টেবিলে রাখলে ঘরে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। বাড়ির সদস্যরা অসুস্থ হতে পারেন এবং মানসিক চাপ বেড়ে যেতে পারে। পচা ফল দ্রুত ফেলে দেওয়া উচিত।

আরও পড়ুন- তিলক নয়, কেন ভাইকে ফোঁটাই দেওয়া হয়, বোন না থাকলে নেবেন কার থেকে?

৫) রসিদ ও নোট

খাবার টেবিলে রসিদ, বিল বা নোট রাখা ঠিক নয়। এটি আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়ায়। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এগুলোকে আলাদা রাখুন।

তাই খাবার টেবিলকে শুভ রাখতে শুধু খাবারের জন্যই টেবিল ব্যবহার করুন। টেবিল পরিচ্ছন্ন এবং সাজানো রাখুন। ফুলের তোড়া বা তাজা ফল দিয়ে টেবিল সাজাতে পারেন। রঙিন পর্দা বা ছোট লাইট দিয়ে ঘরের ইতিবাচক শক্তি বৃদ্ধি করুন। মোদ্দা কথা, খাবার টেবিলে অমঙ্গল আনতে পারে এমন জিনিসগুলো এড়িয়ে চললে ঘরে শান্তি ও সৌভাগ্য বজায় থাকবে। এঁটো বাসন, পোড়া মোমবাতি, কাঁটাযুক্ত গাছ, পচা ফল এবং রসিদ কখনও খাবার টেবিলে রাখবেন না। পরিবারের মধ্যে শান্তি ও সুখ বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

tips Table