Hair Treatment: স্নানের আগে এই জিনিসটি লাগান, চুল হবে রেশমের মত মসৃণ ও নরম

Hair Treatment: সিনেমার অনেক তারকাও স্নানের আগে চুলে এই জিনিসটি লাগান। কারণ, এতে রয়েছে প্রোটিন, খনিজ এবং ভিটামিন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

Hair Treatment: সিনেমার অনেক তারকাও স্নানের আগে চুলে এই জিনিসটি লাগান। কারণ, এতে রয়েছে প্রোটিন, খনিজ এবং ভিটামিন। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Hair Treatment

Hair Treatment: রেশমি চুল পেতে ঘরোয়া কায়দা।

Hair Treatment: চুল পড়া, শুষ্কতা বা খুশকির মতো সমস্যায় আপনি কি বিরক্ত? বাজারে প্রচলিত কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে চুলের সমস্যা আরও বাড়ছে? তাহলে এবার প্রাকৃতিক সমাধান বেছে নিন। সেটা হল, ডিম। চুলের স্বাস্থ্যের জন্য ডিম একটি আদর্শ ঘরোয়া জিনিস। যা বিশেষ করে স্নানের আগে লাগালে চুল হবে আরও রেশমি, মজবুত এবং উজ্জ্বল।

Advertisment

আরও পড়ুন- ডানা না ঝাপটিয়ে ১,০০০ কিমি উড়ে যায় এই পাখি! চেনেন এদের?

ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, বায়োটিন এবং খনিজ পদার্থ। যা চুলের গোড়া মজবুত করে। চুলে ডিম লাগালে তা প্রাকৃতিক কন্ডিশনারের মত কাজ করে। এটি চুলের আর্দ্রতা ধরে রাখে এবং চুল ভাঙা রোধ করে। যাঁরা চুলের খুশকি, রুক্ষতা কিংবা স্প্লিট এন্ডের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য ডিম একেবারে নিখুঁত প্রাকৃতিক সমাধান।

Advertisment

আরও পড়ুন- বানিয়ে ফেলুন এই মাছের ঝুরো, শিশু থেকে বৃদ্ধ, খাবে একেবারে চেটেপুটে

কীভাবে ব্যবহার করবেন?

উপকরণের মধ্যে লাগবে একটি ডিমের সাদা অংশ এবং এক টেবিল চামচ নারকেল তেল। এই দুটো জিনিস ভালোভাবে মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুল হবে রেশমি এবং প্রাণবন্ত। সপ্তাহে ১-২ বার এই হেয়ার প্যাক ব্যবহার করলেই ফলাফল পাওয়া যাবে। নিয়মিত ব্যবহারে চুল হবে শক্তিশালী, চকচকে এবং সিল্কের মত ঝকমকে।

আরও পড়ুন- ভাতের সঙ্গে মেখে খেতে এভাবে বানান এই সবজি, মুখে লেগে থাকবে!

যেহেতু ডিম একটি অ্যালার্জি-প্রবণ উপাদান, তাই প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই হাতে বা কানের পেছনে মিশ্রণটি একটু লাগিয়ে নিয়ে প্যাচ টেস্ট করে নেবেন। যদি কোনও চুলকানি বা র‍্যাশ হয়, তাহলে ব্যবহার বন্ধ করুন। ডিম ব্যবহারের পর সামান্য উষ্ণ গরম জল দিয়ে শ্যাম্পু করুন, যেন মাথায় গন্ধ না থাকে। চাইলে সামান্য লেবুর রসও মিশিয়ে নিতে পারেন মাথা থেকে গন্ধ দূর করতে।

আরও পড়ুন- উজ্জ্বল ত্বক পেতে প্রতিদিন পান করুন এই রস, বলিরেখা এবং ব্রণ হবে দূর!

বর্তমান সময়ে খাদ্য বা খাবারের নানা সমস্যার জন্য চুলের সমস্যাও বাড়ছে। তাই চুল পড়া বা পেকে যাওয়া- এসব নিয়ে চিন্তিত নন এমন ৩৫-এর বেশি বয়সি মানুষের সংখ্যা কম। অনেকেই সমস্যাগুলো দূর করতে ঘরোয়া জিনিস ব্যবহার করছেন। কিন্তু, তাতে যে বিশেষ লাভ হচ্ছে, এমনটা কিন্তু না। তাই ঘরোয়া জিনিস ব্যবহার করে দেখতে পারেন। যদি কিছু লাভ হয়! তবে, যাঁরা এই কায়দায় চুলের যত্ন নিয়েছেন, ইতিমধ্যে লাভবান হয়েছেন বলেই দাবি। সেই সব শুনেই আমাদের এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। 

hair treatment