AIIMS Bhubaneswar: ভুবনেশ্বর এইমসে কবে বসবেন কোন চিকিৎসক? দেখাবেন কীভাবে, জানুন এখানে

AIIMS Bhubaneswar: এইমস ভুবনেশ্বরে মাত্র ১০ টাকায় চিকিৎসা! জানুন কোন বিভাগ কবে খোলা থাকে, কোথায় কোন চিকিৎসক বসেন ও কীভাবে OPD অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন।

AIIMS Bhubaneswar: এইমস ভুবনেশ্বরে মাত্র ১০ টাকায় চিকিৎসা! জানুন কোন বিভাগ কবে খোলা থাকে, কোথায় কোন চিকিৎসক বসেন ও কীভাবে OPD অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
AIIMS Bhubaneswar: ভুবনেশ্বর এইমস।

AIIMS Bhubaneswar: ভুবনেশ্বর এইমস।

AIIMS Bhubaneswar Doctors: বিশ্বের বহু দেশ থেকে ভুবনেশ্বর AIIMS-এ রোগীরা চিকিৎসা করাতে আসেন। পশ্চিমবঙ্গ থেকেও যান। কিন্তু, তাঁরা বেশিরভাগই জানেন না যে এখানে কোন দিন কোন ডিপার্টমেন্ট খোলা থাকে। এতে প্রচুর প্রচুর মানুষের হয়রানি হয়। এই ৬০০ শয্যার হাসপাতালে ৬০-এরও বেশি ধরনের চিকিৎসা হয়। মানুষ মাত্র ১০ টাকার টিকিটে চিকিৎসকদের দেখাতে পারেন। আর, আউটডোর খোলা থাকে রবিবার ছাড়া প্রতিদিনই। 

Advertisment

AIIMS ভুবনেশ্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য রোগীদের নিজস্ব বিভাগের OPD রুমে নাম নথিভুক্ত করতে হয়। নাম লেখানোর সময়: সোমবার থেকে শুক্রবার সকাল ৭.৩০ থেকে ১১.৩০ এবং শনিবার সকাল ৭:৩০ থেকে ১০:৩০। ওপিডি বিভাগ হাসপাতালের প্রধান প্রবেশপথের একেবারে ডানদিকে। হাসপাতালে চারটি ব্লকের (এ, বি, সি এবং ডি ব্লক) গ্রাউন্ড ফ্লোরে এবং প্রথম তলায় এই ওপিডি বিভাগগুলো। এখানে কয়েকটি বিভাগের তালিকা দেওয়া হল।

আরও পড়ুন- মাত্র অল্প কিছু জিনিস, ঘরেই বানিয়ে ফেলুন ফেসিয়ালের পার্লার! রোজগার করুন দু'হাত ভরে

ভুবনেশ্বর AIIMS হাসপাতালের যোগাযোগ নম্বর এবং ঠিকানা

Advertisment

AIIMS ভুবনেশ্বর
সিজুয়া, পাত্রপদ, ভুবনেশ্বর-751019
হেল্প ডেস্ক নম্বর- 0674-2476789
ফোন নম্বর ---0674-2476789 -2476789
ওয়েবসাইট- www.aimsbhubaneswar.nic.in
ই-মেইল- ms@aiimsbhubaneswar.edu.in

আরও পড়ুন- ঘি-নারকেল তেল-মাখন খাচ্ছেন? হতে পারে লিভার ড্যামেজ! দেখুন, কী বলছেন চিকিৎসক

অ্যানেস্থেসিওলজি বিভাগ, AIIMS, স্পেশাল ক্লিনিক

ঠিকানা:- ১ম তলার
সময়:- সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১টা (সোমবার-শুক্রবার)
ডা. সুকদেব নায়ক (এমবিবিএস, এমডি) 
ডা. পি ভাস্কর রাও (অ্যানেস্থেসিওলজিস্ট)

আরও পড়ুন- হাঁটা নাকি দৌড়ানো, প্রেসার-সুগার গায়েব কীসে? আপনি জানেন তো?

বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের ওপিডি

ঠিকানা:- ২য় তলা, ব্লক-এ, রুম নং ২০৩-২০৮ 
সময়:- সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা (সোম-শনি)
ডা. সুনীল কুমার রাউত (MBBS, MS, Mch)
ডা. রঞ্জিত কুমার সাহু (MBBS, MS, Mch)
ডা. মৈনাক মল্লিক (MBBS, MS, Mch, DNB)
ডা. সঞ্জয় কুমার গিরি (এমবিবিএস, এমএস)
ডা. সান্তনু সুব্বা (MBBS, MS, Mch) (জেন সার্জারি), এমসিএইচ (প্লাস্টিক সার্জারি)

আরও পড়ুন- মুহূর্তে গায়েব হবে হাঁটুর ব্যথা! ৯৯ শতাংশ মানুষ এই টপ সিক্রেট জানেন না

কার্ডিওলজি চিকিৎসকদের তালিকা

ঠিকানা:- ব্লক এ, ২য় তলা, রুম নং ২০৩-২০৮
সময়:- সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা (সোম-শনি)
ডা. রমা চন্দ্র বারিক (এমবিবিএস, এমডি)
ডিএনবি ডা. দেবাশীষ দাস (এমবিবিএস, এমডি, ডিএম)

সিটিভিএস সার্জন

ঠিকানা:- ব্লক সি, ২য় তলা, রুম নং ২৫৪, ২৫৫, ২৫৬
সময়:- সকাল ৮টা ৩০ থেকে ১টা (সোম-শুক্র)
ডা. সিদ্ধার্থ সাথিয়া- এমবিবিএস, এমএস, এমসিএইচ
ডা. সত্যপ্রিয় মোহান্তি- এমবিবিএস, এমএস এমসিএইচ 
ডা. রুদ্র প্রতাপ মহাপাত্র- এমবিবিএস, এমএস, এমসিএইচ

দন্ত চিকিৎসা বিভাগ

ঠিকানা:- ব্লক-বি, ১ম তলা, রুম নং ১৩৬, ১৩৭ ও ১৩৯
সময়:- সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১টা
ডা. সমপিকা রাউত্রে- বিডিএস, এমডিএস
ডা. অশোক কুমার জেনা - বিডিএস, এমডিএস, পিজিডিএইচএম
ডা. জিতেন্দ্র শরণ- বিডিএস, এমডিএস, পিএইচডি

চর্মরোগ বিভাগ

ঠিকানা:- ব্লক-সি, ১ম তলা, রুম নং ১০১, ১০৫ এবং ১০৬
সময়:- সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা (সোম থেকে শনি)
ডা. বিশ্বনাথ বেহরা- এমবিবিএস, এমডি, ডিএনবি
ডা. চন্দ্রশেখর সিরকা- এমবিবিএস, এমডি

এন্ডোক্রিনোলজি বিভাগ

ঠিকানা:- ব্লক- সি, গ্রাউন্ড ফ্লোর, রুম নং ৫৭ এবং ৫৯ 
সময়:- সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা (সোম-শুক্র)
ডা. কিশোরকুমার বেহেরা- এমবিবিএস, এমডি (ইন্টারনাল মেডিসিন), ডিএনবি
(এন্ডোক্রিনোলজি)

ইএনটি বিভাগ

ঠিকানা:- ব্লক- ডি, ১ম তলা, রুম নং ১৭৫, ১৭৬, ১৭৭ এবং ১৮০
সময়:- সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা (সোম-শনি)
ডা. প্রদীপ্ত কুমার পারিদা- এমবিবিএস, এমএস-ডিএনবি
ডা. সৌরভ সরকার- এমবিবিএস, এমএস
ডা. দিলীপ কুমার সামল- এমবিবিএস, এমএস(ইএনটি), ডিএনবি
ডা. সি প্রীতম- এমবিবিএস, এমএস (ইএনটি),

AIIMS Bhubaneswar Doctors