Home beauty parlor: পার্লারে গিয়ে ফেসিয়াল করানো মানেই অনেক খরচ, সময় এবং ঝামেলা। কিন্তু আপনি জানেন কি, মাত্র কিছু সামান্য জিনিস দিয়েই ঘরে তৈরি করতে পারবেন পার্লারের মতো বিউটি সেটআপ? এই প্রতিবেদনে জেনে নিন, কীভাবে ঘরে বসে ফেসিয়ালের পুরো পার্লার তৈরি করবেন— যা আপনার সময়, পয়সা দুটোই বাঁচাবে।
হোম ফেসিয়ালের জন্য কী কী লাগবে?
ক্লিনজার বা ফেসওয়াশ, স্ক্রাবার (ঘরোয়া বা কেমিক্যাল ফ্রি), স্টিমিং বোল এবং তোয়ালে, ফেস প্যাক (মাটির বা ডিআইওয়াই), ফেস ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল, বাড়ির লাইটের কাছে আয়না ও চেয়ারে আরামে বসার জায়গা
আরও পড়ুন- স্বাস্থ্য গড়তে গিয়ে জিমেই হচ্ছে আপনার চূড়ান্ত ক্ষতি! কী সাবধানবাণী শোনাচ্ছেন চিকিৎসক?
ধাপে ধাপে ফেসিয়াল করার পদ্ধতি
১. ক্লিনজিং (Cleansing)-
ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে স্কিনের ওপরে জমে থাকা ধুলো, তেল এবং মেকআপ উঠে যাবে।
২. স্ক্রাবিং (Scrubbing)-
একটি স্ক্রাবার দিয়ে হালকা করে হাত দিয়ে মুখ ঘষে নিন। আপনি চাইলে ওটস, মধু ও কফির গুঁড়ো দিয়েও ঘরোয়া স্ক্রাব বানাতে পারেন।
আরও পড়ুন- চুল পড়া আটকাতে পারছেন না? সব জায়গায় দৌড়েও লাভ হয়নি? এই কায়দায় কাজ হবে ম্যাজিকের মত
৩. স্টিম নেওয়া (Steaming)-
- একটি বাটিতে গরম জল নিয়ে মুখের সামনে ধরুন এবং তোয়ালে দিয়ে মাথা ঢেকে দিন। এতে স্কিনের পোরস খুলে যাবে।
৪. ফেস প্যাক (Face Pack)
- আপনার স্কিন টাইপ অনুযায়ী প্যাক লাগান। তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, শুষ্ক ত্বকে মধু ও দই, সংবেদনশীল ত্বকে অ্যালোভেরা ও চন্দন লাগাতে পারেন।
৫. টোনিং ও ময়েশ্চারাইজিং
প্যাক ধুয়ে মুখে টোনার স্প্রে করে নিন। এরপর অ্যালোভেরা জেল বা লাইট ময়েশ্চারাইজার লাগিয়ে দিন।
আরও পড়ুন- হাঁটা নাকি দৌড়ানো, প্রেসার-সুগার গায়েব কীসে? আপনি জানেন তো?
বাড়িতে পার্লার বানাতে হলে কী লাগবে?
১) একটি ছোট আয়না ও রিং লাইট লাগিয়ে নিন, ২) আরামদায়ক একটি চেয়ার বা বালিশ ব্যবহার করুন, ৩) Spotify বা YouTube থেকে হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে রাখুন, ৪) হালকা অ্যারোমা ক্যান্ডেল ঘরে রাখতে পারেন
আরও পড়ুন- ঘি-নারকেল তেল-মাখন খাচ্ছেন? হতে পারে লিভার ড্যামেজ! দেখুন, কী বলছেন চিকিৎসক
এটা পার্লারের থেকেও ভালো হবে, কারণ সব উপাদান আপনি নিজের হাতে তৈরি করেছেন বা বেছে নিয়েছেন। এর মধ্যে কোনও কেমিক্যাল নেই। এতে সময় বাঁচবে। মাস ২-৩ বার করলেও খরচ হবে মাত্র ৫০ থেকে ১০০ টাকা।