Ajker Rashifal Bengali, 8 August 2025: পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে থাকতে চেষ্টা করুন, প্রয়োজনে করুন ধ্য়ান

Ajker Rashifal Bengali, 8 August 2025: এখানে জেনে নিন কোন রাশির জন্য নতুন সুযোগের দরজা খুলছে, কারা পুরোনো সম্পর্ক মেরামতের সুযোগ পাবেন, আর কারা নেবেন গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত।

Ajker Rashifal Bengali, 8 August 2025: এখানে জেনে নিন কোন রাশির জন্য নতুন সুযোগের দরজা খুলছে, কারা পুরোনো সম্পর্ক মেরামতের সুযোগ পাবেন, আর কারা নেবেন গুরুত্বপূর্ণ নানা সিদ্ধান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
friday horoscope

Friday Horoscope, 8 August, 2025: শুক্রবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 8 August 2025: বিজ্ঞানীরা বারবার, সবকিছুরই আশপাশের জিনিসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তাই আজকের দিনটা সেই মানুষদের ওপর মনোযোগ দেওয়ার উপযুক্ত সময়, যাঁরা আমাদের খুব কাছের। কোনও পারিবারিক অনুষ্ঠানের পরিকল্পনা আছে? থাকলে এখনই নিশ্চিত করুন, সব কিছু ঠিকঠাক চলছে কি না। না থাকলে, একটা আয়োজন করেই ফেলুন না!

মেষ/ Aries রাশিফল Rashifal 

Advertisment

এটা খুবই অদ্ভুত সময়। বন্ধুদের আচরণে একটা অপ্রত্যাশিত ভাব। ঘটনাগুলো আর আগের মত নিয়ম মেনে ঘটছে না। এখন আপনার জীবনে যে সম্পর্ক আসছে, তার প্রতিটিই হয়তো আগামী মাসে অন্য কোনও নতুন সম্পর্কের জন্ম দেবে। পার্থক্য হবে এই যে, নতুন বন্ধনগুলো ধীরে ধীরে আরও কোমল হবে।

আরও পড়ুন- ঘুম উড়িয়ে দেওয়া রিচার্জ প্ল্যান Airtel এর, হট কেক এই অফার সম্পর্কে জানেন না এখনও?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

Advertisment

এত ব্যস্ত সময় আর কবে ছিল! আপনার রাশিচক্রে সব গ্রহ এতটা বিশেষ অবস্থানে অবস্থান করছে যে আপনাকে নিজের গতি ঠিকভাবে নির্ধারণ করতেই হবে। নিজেকে অবশ্যই প্রসারিত করুন, তবে আরাম করাও দরকার। আর হৃদয়ের ব্যাপারে, প্রথমে নিজের অনুভূতির কথা ভাবুন, তারপর সমাজের চাপ।

আরও পড়ুন- ইন্ডিয়ান সুপার লিগের আগেই সুপার কাপ, টুর্নামেন্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত এআইএফএফের

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আপনার সাম্প্রতিক পরিশ্রমের ফল আজই হাতে আসতে পারে। সপ্তাহ শেষে আপনি নিজেকে আরও ধনী, জ্ঞানী ও নিরাপদ মনে করবেন। যদি আপনি বুঝতে পারেন যে অন্যরা আপনাকে কতটা ভালোবাসে, তবে আপনি নিজেকেও আরও ভালোবাসতে পারবেন। আর এর থেকেই জীবনের অন্য ক্ষেত্রেও সফলতা আসবে।

আরও পড়ুন- মহম্মদ সিরাজকে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী বিশ্বখ্যাত কোচের!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত স্বভাবের মানুষ, কিন্তু নেতিবাচক চিন্তাগুলোকে কখনোই জয়ী হতে দেবেন না। বাড়ির কাছাকাছি ঘটে যাওয়া ঘটনাগুলিকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না। এখনই সময় পরিবার এবং ঘনিষ্ঠ সম্পর্কগুলোর সঙ্গে দায়িত্বশীল আচরণ করার, এটাই আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। আর আরাম করে বসে থাকবেন না।

আরও পড়ুন- ঠাকুরবাড়ির দুই রত্ন! রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিরকালীন সুতোয় বেঁধে রেখেছে ৭ আগস্ট

সিংহ/ Leo রাশিফল Rashifal 

আপনার মস্তিষ্কে এত ভাবনা জমে আছে যে পরবর্তী কাজটা কী হবে, তা বোঝা মুশকিল হয়ে পড়ছে। প্রাচীনকালে জ্ঞানীরা সবসময় বলতেন যে মনের তুচ্ছ বিষয়গুলো থেকে মুক্তি পাওয়া উচিত, কিন্তু সেটা বলা যতটা সহজ, করা ততটা নয়। যাই হোক না কেন, নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

এখনও চারপাশে অনেক চাপ রয়েছে, কিন্তু আপনি এখন গভীরভাবে শ্বাস নিয়ে সেই ভয়ের সঙ্গে মোকাবিলা করতে পারবেন। সামনে যে সপ্তাহ আসছে, তা কিছু রহস্য নিয়েই আসবে, তাই এখনই উত্তরগুলো খুঁজে নিন এবং বাস্তব তথ্যের ওপর ভরসা রাখুন।

তুলা/ Libra রাশিফল Rashifal

আজ আপনার রাশিচক্রে এক নতুন বিষয় যুক্ত হয়েছে – আপনার পরিকল্পনার জন্য অর্থ খরচের প্রয়োজন। আপনি উন্নতির পথে আছেন, তবে সেই পথে চলতে হলে সাহস ও ধৈর্য দরকার। ছোটখাটো বিষয়গুলোতে মনোযোগ হারাবেন না। আপনার সামনে অনেক মূল্যবান লক্ষ্য এখনও রয়েছে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

আপনি এখন ভাবছেন, সামনে কী করা উচিত। পরিবারের ও গৃহস্থালির বিষয়গুলোর দিকে মন দিন, ও সেগুলোর সমাধান খোঁজার চেষ্টা করুন। আজ চন্দ্রের প্রভাবে আপনার মেজাজ ওঠানামা করতে পারে, তবে আপনি উচ্চ মান বজায় রাখুন। আর, সেটাতেই জোর দিন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

আপনি যে-ই হোন না কেন, আপনার জীবনে যা-ই ঘটে থাকুক না কেন এবং যতটা বিশৃঙ্খলাই তৈরি হোক না কেন, বুঝে নিন – এগুলো সবই একটা বৃহত্তর পরিকল্পনার অংশ। সম্প্রতিক ঘটনাগুলো আপনাকে আপনার ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

নিজের ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া এখন আপনার কাছে আগের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনি যদি আপনার পেশাগত ও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য প্রবল প্রচেষ্টা চালান, তাহলে সাফল্য নিশ্চিত। আর কোনও কাছের মানুষের মন খারাপ থাকলে, দেরি না করে তাঁকে সান্ত্বনা দিন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

আগামী কিছু দিন মানসিকভাবে কিছুটা কঠিন হতে পারে, কিন্তু সমস্যাগুলি থেকে পালাবেন না। সত্যি কথা হল, আশেপাশের মানুষজন আপনাকে খুব ভালো পরামর্শ দেবে – এবং নিজেদের চোখে আপনাকে নতুন করে চিনতে শেখাবে। এখন নিজেকে সম্মান করার সময়।

মীন/ Pisces রাশিফল Rashifal

আজ দৈনন্দিন চিন্তা থেকে মুক্তি নিয়ে অনুপ্রেরণার দিকে ঝুঁকতে পারেন। একটা বিশ্বভ্রমণের চিন্তা যেমন আপনাকে আনন্দ দেবে, তেমনই যদি তা সম্ভব না হয় – তাহলে অন্তর্জগতের একটা সফর করুন। বাইরের জগৎ না পারলে, অন্তর্জগতেই বেরিয়ে পড়ুন এক অভিযানে! অর্থাৎ মনের খোঁজ করুন। যাকে ধ্যান বলে। 

Vrishchik Rashifal Vrish Rashifal Singha Rashifal Tula Rashifal Mithun Rashifal Meen Rashifal Mesh Rashifal Makar Rashifal Kumbha Rashifal Karkat Rashifal Kanya Rashifal Dhanu Rashifal Ajker Rashifal bengali