/indian-express-bangla/media/media_files/jTaANk8OPMKeU1iDMfEl.jpeg)
Today Wednesday Horoscope: বুধবারের রাশিফল।
Ajker Rashifal Bengali, 08 October 2025: বুধবারের দিনটি গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী নানা রাশির জাতকদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কেউ পাবেন নতুন সুযোগ, কেউ বা পাবেন অর্থ ও প্রেমে সাফল্য। জেনে নিন আপনার রাশিফল কী বলছে।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজকের দিনটি আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে উন্নতির জন্য। কর্মক্ষেত্রে ধাপে ধাপে সাফল্যের দেখা মিলবে। শরীর ও মন দু’টোই ভালো থাকবে। ব্যবসায় নতুন চুক্তির সুযোগ আসতে পারে। আজ আপনি পরিবারের কারও কাছ থেকে ভালো পরামর্শও পেতে পারেন।
আরও পড়ুন- আর ওষুধ না, সিজন চেঞ্জে এই ঘরোয়া টোটকায় রোগভোগ থেকে বাঁচান নিজেকে!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
বিদেশ ভ্রমণ বা বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। গৃহস্থালি খরচ কিছুটা বাড়লেও আইনগত সমস্যা থেকে মুক্তির ইঙ্গিত রয়েছে। প্রবাসী বন্ধুর সহযোগিতা আপনার কাজে আসবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদের জন্য আজ শুভ সময়।
আরও পড়ুন- চিতাবাঘের ছোপ মার্কা পোশাক, পরলে কী অর্থ দাঁড়ায় জানেন? শুনলে অবাক হয়ে যাবেন!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আজ আয় ও রোজগারে উন্নতির দিন। বকেয়া বেতন বা বিল আদায়ে অগ্রগতি হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। ঠিকাদার বা ফ্রিল্যান্স পেশাজীবীদের কাজের অর্ডার বাড়তে পারে। আত্মবিশ্বাস ধরে রাখুন।
আরও পড়ুন- চশমাকে বিদায় জানান, এই কায়দায় পরিষ্কার দৃষ্টি ফিরে পান সহজেই
কর্কট/ Cancer রাশিফল Rashifal
পারিবারিক বিষয়ে পিতার সাহায্য পাবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন।
আরও পড়ুন- রবীন্দ্রসংগীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়, ৯৬তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
সিংহ/ Leo রাশিফল Rashifal
বিদেশে উচ্চশিক্ষা বা ব্যবসার সুযোগ আসতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে বাধা দূর হবে। যাত্রা ও যোগাযোগে শুভ ফল। যাঁরা লেখালিখি বা মিডিয়ায় কাজ করেন, তাঁরা নতুন প্রজেক্টের সুযোগ পাবেন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আজ লাভের সম্ভাবনা। ব্যাংক বা ব্যক্তিগত ঋণ পরিশোধে স্বস্তি আসবে। চিকিৎসক, ফার্মাসিস্ট বা ঔষধ ব্যবসায়ীদের আয় বাড়বে। পারিবারিক সমর্থন পাবেন।
তুলা/ Libra রাশিফল Rashifal
দাম্পত্য জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে। যৌথ ব্যবসায় ভালো লাভের যোগ। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা প্রবল। সঙ্গীর সহায়তায় আজ অনেক কাজ সম্পূর্ণ হবে। সম্পর্ক আরও মজবুত হবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করবেন। সহকর্মী ও অধীনস্ত কর্মচারীরা সহযোগিতা করবেন। ব্যক্তিগত জীবনে নতুন কোনও অধ্যায় শুরু হতে পারে। আত্মবিশ্বাস আপনার মূল শক্তি।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
সৃজনশীল ও শিল্পমূলক পেশাজীবীদের জন্য শুভ দিন। ব্যবসায়ীরা নতুন আইডিয়া থেকে লাভবান হতে পারেন। প্রেমের সম্পর্কে আনন্দ ও উষ্ণতা বাড়বে। পরিবারে খুশির খবর আসতে পারে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
পরিবারের প্রত্যাশা পূরণের সময় এসেছে। আর্থিক দিক থেকে উন্নতি হবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। মায়ের কাছ থেকে মূল্যবান উপহার বা আশীর্বাদ পেতে পারেন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
ব্যবসায়িক যোগাযোগে নতুন দিক খুলবে। যারা কনটেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল মার্কেটিং-এ কাজ করেন, তাঁদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। প্রতিবেশী বা আত্মীয়দের সাহায্যে কোনও বড় কাজ সম্পন্ন হতে পারে।
মীন/ Pisces রাশিফল Rashifal
আয় ও সঞ্চয়ে উন্নতির দিন। খুচরা বা পাইকারি ব্যবসায় ভালো মুনাফা পাবেন। বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন আনন্দ আনবে। খাবার-দাবারের ব্যবসায়ীরা ভালো লাভ করবেন।
আজকের দিনটি সার্বিকভাবে শুভ। ব্যবসা, চাকরি, প্রেম—প্রতিটি ক্ষেত্রেই উন্নতির ইঙ্গিত রয়েছে। ইতিবাচক মনোভাব ধরে রাখুন, তাহলেই সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে।