Ajker Rashifal Bengali, 20 October 2025: কেমন যাবে আজকের দিন? দেখে নিন রাশিফল

Today Thursday Horoscope, 20 October, 2025: প্রেম, কর্ম থেকে অর্থ, স্বাস্থ্য- জেনে নিন বিস্তারিত। কীভাবে করবেন প্রতিকূলতার মোকাবিলা। দেখে নিন আজকের রাশিফলে।

Today Thursday Horoscope, 20 October, 2025: প্রেম, কর্ম থেকে অর্থ, স্বাস্থ্য- জেনে নিন বিস্তারিত। কীভাবে করবেন প্রতিকূলতার মোকাবিলা। দেখে নিন আজকের রাশিফলে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
WhatsApp Image 2024-08-31 at 7.28.35 PM

Today Monday Horoscope: সোমবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 20 October 2025: দিনের শুরুতে আমরা প্রত্যেকেই জানতে চাই, আজকের দিনটি কেমন যাবে? প্রেম, পরিবার, অর্থ বা কর্মজীবনে সুখ পাব কি না? এই প্রতিবেদনে মেষ থেকে মীন, ১২ রাশির জাতকদের আজকের ভাগ্য বিস্তারিত জেনে নিন। 

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

ভুল দিয়ে দিন শুরু হতে পারে। তবে দ্রুত সেই ভুল শুধরে নিলে ক্ষতি মিটবে। অফিসে সহকর্মীদের মানসিক অবস্থার প্রভাব পড়বে আজকের কাজে। সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার মনোভাব বজায় রাখুন। সন্ধ্যায় পরিবারের কারও থেকে মন ভালো করা খবর পেতে পারেন।

আরও পড়ুন- পুজোয় দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন এই দিকেই, আসবে অগাধ সমৃদ্ধি!

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

প্রেম ও সম্পর্ককে আজ প্রধান্য দিন। রূঢ় আচরণ করলে প্রিয়জন দূরে সরে যেতে পারেন। সন্তানের ভুলের পিছনে কারণ খুঁজে বোঝানোর চেষ্টা করুন। সন্ধ্যায় পরিবারে শান্তিপূর্ণ সময় কাটবে।

আরও পড়ুন- কালীঘাট থেকে তারাপীঠ, বঙ্গের মন্দিরে কালীপুজোয় কী থাকে ভোগে?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

পারিবারিক জীবনে নিজের মত জোর করে চাপিয়ে দেবেন না। অফিসে সহানুভূতিপ্রবণ হোন, তাতে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। আত্মীয়স্বজনের থেকে দূরত্ব কমানোর চেষ্টা করুন, তাঁরা আপনার শক্তি হতে পারে।

আরও পড়ুন- জাগ্রত ঘাঘরবুড়ি দেবীর আশীর্বাদে কাটে বিপদ, পূর্ণ হয় মনস্কামনা!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আপনার সৃজনশীল প্রতিভা ও মেধাকে প্রযুক্তির সঙ্গে মেলাতে পারলে সাফল্য পাবেন। কনটেন্ট ক্রিয়েশন, ডিজাইন বা ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে আজ নতুন দিশা আসতে পারে।

আরও পড়ুন- কালীপুজোর আনন্দে ভাসছেন আপনিও, কিন্তু জানেন কি দেবী কালীর কত রূপ?

সিংহ/ Leo রাশিফল Rashifal 

টাকা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাই জীবনের সব নয়। আজ ব্যয় সংযম ও সঞ্চয়ের দিকে মন দিন। আত্মসংযম ও পরিকল্পনা থাকলে ভবিষ্যৎ আর্থিক স্থিতি নিশ্চিত হবে।

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

অস্থিরতা নিয়ন্ত্রণে আনুন। মেধা ও যুক্তি প্রয়োগ করে সমস্যার সমাধান করুন। ধৈর্য্য ও পরিশ্রম আপনার জয় নিশ্চিত করবে।

তুলা/ Libra রাশিফল Rashifal

আপনি বৈচিত্র্য প্রিয়। বদ্ধ পরিবেশে কাজ করলে বিরক্তি বাড়বে। তাই ছুটির দিনে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন— এতে মনও ভালো থাকবে, কাজেও নতুন উদ্যম আসবে।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

বন্ধুত্ব গড়ার শুভ দিন। নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ আপনাকে লাভবান করবে। পুরোনো বন্ধুত্ব পুনর্জীবিত হতে পারে, যা ভবিষ্যতে সহায়তা দেবে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

কর্মদক্ষতা ও বাস্তবতা আজ পরীক্ষার মুখে। যতটুকু পারেন, সেই সীমার মধ্যে কাজ করুন। অতিরিক্ত দায়িত্ব নিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়বেন না।

মকর/ Capricorn রাশিফল Rashifal

ভাগ্য সাহসীদের সঙ্গ দেয়। নতুন ব্যবসায় উদ্যোগে সাফল্য আসতে পারে। বিদেশযাত্রা বা নতুন পার্টনারশিপের সুযোগ পেতে পারেন।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

ঋণ বা অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ রাখুন। আর্থিক স্থিতি বজায় রাখতে সঞ্চয় বাড়ান। যাঁরা অতীতে আপনাকে সাহায্য করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকুন।

মীন/ Pisces রাশিফল Rashifal

দাম্পত্য সুখে আজ শান্তিপূর্ণ দিন কাটবে। কোনও অপ্রয়োজনীয় তর্কে না জড়িয়ে নিজের কাজে মন দিন। ব্যবসা বাণিজ্যে মনোযোগী থাকলে সাফল্য নিশ্চিতভাবে আসবে।

Ajker Rashifal bengali