Diwali 2025 Vastu Tips: পুজোয় দেবী লক্ষ্মীর মূর্তি রাখুন এই দিকেই, আসবে অগাধ সমৃদ্ধি!

Mata Lakshmi Idol Vastu Tips: দীপাবলিতে লক্ষ্মীপুজোর রীতি রয়েছে। সোমবার দীপাবলি। সেসময় দেবী লক্ষ্মীর মূর্তি কোনদিকে রাখবেন, জেনে নিন। কারণ, বাস্তুমতে মূর্তি রাখার জেরে মিলবে উপকার।

Mata Lakshmi Idol Vastu Tips: দীপাবলিতে লক্ষ্মীপুজোর রীতি রয়েছে। সোমবার দীপাবলি। সেসময় দেবী লক্ষ্মীর মূর্তি কোনদিকে রাখবেন, জেনে নিন। কারণ, বাস্তুমতে মূর্তি রাখার জেরে মিলবে উপকার।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Diwali 2025 Vastu Tips: Mata Lakshmi Idol Vastu Tips: Diwali Vastu Tips: দীপাবলিতে বাস্তু টিপস।

Diwali 2025 Vastu Tips: দীপাবলিতে বাস্তু টিপস।

Diwali 2025 Mata Lakshmi Idol Vastu Tips: দীপাবলি বা কালীপুজো হল আলো ও সম্পদের উৎসব। এই দিনেই মা লক্ষ্মী ও ভগবান গণেশের একসঙ্গে পূজা করার রীতি আছে। বিশ্বাস করা হয়, যাঁরা বাস্তু নিয়ম মেনে লক্ষ্মী-গণেশের মূর্তি স্থাপন করেন, তাঁদের ঘরে স্থায়ী সমৃদ্ধি ও শান্তি আসে। তাই আজ জেনে নিন এই বছরে কীভাবে, কোন দিকে এবং কোন উপায়ে লক্ষ্মীর মূর্তি রাখলে ঘরে প্রবেশ করবে ধনদেবীর কৃপা।

Advertisment

১. মা লক্ষ্মীর মূর্তি রাখার সঠিক দিক

বাস্তু অনুসারে, মা লক্ষ্মীর মূর্তি বা ছবি সবসময় ঘরের উত্তর-পূর্ব (Ishan Kona) বা পূর্বদিকের দেওয়ালে রাখা সবচেয়ে শুভ। এই দিকটি সূর্যের শক্তি ও দেবতাদের আবাস হিসেবে বিবেচিত। মূর্তি এমনভাবে রাখুন যাতে দেবী মুখ করে থাকেন উত্তর বা পূর্ব দিকে, এবং ভক্তরা মুখ করে থাকেন দক্ষিণ বা পশ্চিমে। কখনও দেবীর পেছনে অন্ধকার বা দেয়ালের কোণ যেন না থাকে। পেছনে একটি দীপ বা আলোক রাখলে শুভ ফল বাড়ে। এমনটাই বিশ্বাস ভক্তদের।

আরও পড়ুন- কালীঘাট থেকে তারাপীঠ, বঙ্গের মন্দিরে কালীপুজোয় কী থাকে ভোগে?

২. মা লক্ষ্মী ও ভগবান গণেশকে একসঙ্গে রাখার নিয়ম

গণেশ-লক্ষ্মী বাস্তু নিয়ম (Ganesh Lakshmi Vastu Direction) অনুযায়ী, ভগবান গণেশকে সর্বদা মা লক্ষ্মীর বাম দিকে রাখা উচিত।
 লক্ষ্মী দেবী সম্পদের প্রতীক আর গণেশ দেব জ্ঞানের প্রতীক— দুই শক্তি মিলেই আসে পূর্ণতা। গণেশের মূর্তির শুঁড় যেন বাঁ দিকে (Idampuri) থাকে, এটি পারিবারিক সুখ ও শান্তির প্রতীক। দুজনের মাঝখানে একটি ছোট শুভ চিহ্ন বা শ্রীচিহ্ন রাখলে দেবতাদের শক্তি ভারসাম্যপূর্ণ হয়। 

Advertisment

আরও পড়ুন- জাগ্রত ঘাঘরবুড়ি দেবীর আশীর্বাদে কাটে বিপদ, পূর্ণ হয় মনস্কামনা!

৩. মূর্তি রাখার উচ্চতা ও উপকরণ

মূর্তি রাখার আসন বা পাটাটি হতে হবে কমপক্ষে ১ থেকে ২ ফুট উঁচু। পাটার নীচে লাল বা হলুদ কাপড় বিছিয়ে তাতে অল্প চাল, সিঁদুর আর পদ্মফুল রাখুন। ধাতব (বিশেষ করে পিতল বা ব্রোঞ্জের) মূর্তি সবচেয়ে শুভ বলে গণ্য হয়। মাটির বা টেরাকোটার মূর্তি থাকলে প্রতিবছর তা পরিবর্তন করুন।

আরও পড়ুন- কালীপুজোর আনন্দে ভাসছেন আপনিও, কিন্তু জানেন কি দেবী কালীর কত রূপ?

৪. মূর্তির চারপাশে সাজসজ্জা ও আলো

বাস্তু মতে, মা লক্ষ্মীর পূজাস্থল সবসময় পরিষ্কার, উজ্জ্বল ও সুগন্ধে ভরা থাকা উচিত। প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান। বিশেষত দীপাবলির রাতে দুইটি তেল ও একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ। পদ্মফুল, গন্ধরাজ বা চন্দনফুলে দেবীর আসন সাজান। পূজার স্থানে কখনও ঝাড়ু বা জুতো রাখবেন না। এটি লক্ষ্মীর অনাদরের প্রতীক।

আরও পড়ুন- দেবী যেন জ্যান্ত! প্রতিমার পায়ে কাঁটা ফুটিয়ে রক্ত বের করে এনেছিলেন এই সাধক

৫. ধনপ্রাপ্তির বাস্তু প্রতিকার

অনেকে বলেন, লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন সেই ঘরে যেখানে ধন-সংগ্রহের জায়গা বা আলমারি দক্ষিণ-পশ্চিমে থাকে এবং দেবীর মুখ থাকে উত্তর বা পূর্ব দিকে। তাই চেষ্টা করুন— মা লক্ষ্মীর ছবি বা মূর্তি এমন জায়গায় রাখতে যেখান থেকে ঘরের মূল দরজা দেখা যায়। পূজার সময় 'শ্রী সূক্ত' বা 'লক্ষ্মী স্তোত্র' পাঠ করুন। প্রদীপের আলো যেন কখনও নিভে না যায়।

৬. নিষিদ্ধ কিছু বাস্তু ভুল

ভাঙা বা ত্রুটিপূর্ণ মূর্তি ঘরে রাখবেন না। এতে আর্থিক ক্ষতি হতে পারে। দেবীর মূর্তি কখনও টয়লেট বা রান্নাঘরের কাছাকাছি রাখবেন না। একাধিক লক্ষ্মী মূর্তি রাখা উচিত নয়, এতে শক্তি বিভ্রান্ত হয়। 

৭. লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে ঘরে রাখুন ইতিবাচক শক্তি

বাস্তুশাস্ত্রে বলা হয়, মা লক্ষ্মী সেই ঘরে আসেন যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও ভক্তি থাকে। সকালে নিয়মিত ঘর মুছে, ঘণ্টা বাজিয়ে ও ধূপ-প্রদীপ জ্বালালে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। বিশেষ করে দীপাবলির রাতে ঘরে অন্তত পাঁচটি প্রদীপ জ্বালিয়ে রাখলে মা লক্ষ্মী খুশি হন বলেই মনে করেন ভক্তরা।

২০২৫ সালের দীপাবলির বাস্তু টিপস অনুযায়ী লক্ষ্মী ও গণেশের মূর্তি সঠিক দিক, আলো ও পরিবেশে রাখলে ঘরে শান্তি, সম্পদ ও সুখ আসে। এই দীপাবলিতে মা লক্ষ্মীর মূর্তির বাস্তু টিপস (Mata Lakshmi Idol Vastu Tips) মেনে চলুন এবং ঘর ভরিয়ে তুলুন আলো ও আশীর্বাদে।
 মনে রাখবেন—বাস্তুশুদ্ধ ঘরেই স্থায়ীভাবে বাস করেন দেবী লক্ষ্মী।

2025 Diwali