/indian-express-bangla/media/media_files/2xQj9YTq4oKuCbNj1IXV.jpeg)
Friday Horoscope,: শুক্রবারের রাশিফল ।
Ajker Rashifal Bengali, 24 October 2025: আজ শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫। চন্দ্র আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজকের সূর্যোদয়ের সময় সকাল ৬টা ১১ মিনিট। শুক্র ও মঙ্গলের প্রভাবে দিনটি প্রেম, সম্পর্ক ও পেশাগত জীবনের ক্ষেত্রে ভালোই কাটবে। আজকের শুভ তিথি: তৃতীয়া তিথি রাত ১০টা ৫৮ মিনিট পর্যন্ত। এরপর শুরু হবে চতুর্থী তিথি। আজকের শুভ রং সাদা ও লাল। শুভ সময় সকাল ৬টা ১১ থেকে ৭টা ০৫, দুপুর ১২টা ১৩ থেকে ৩ টে ০৮, সন্ধ্যা ৬ টা ১৩ থেকে রাত ৯টা ৪১ পর্যন্ত।
মেষ/ Aries রাশিফল Rashifal
ঝুঁকিপূর্ণ কোনও কাজে হাত না দেওয়াই ভালো। দূরযাত্রা এড়িয়ে চলুন। পাওনাদারের সঙ্গে দেখা হতে পারে, দেনাপাওনা মেটাতে চেষ্টা করুন। আজ ধৈর্য ধরুন।
আরও পড়ুন- ভাই-বোনের মন্দির! ভারতের এই মন্দিরগুলিতে ভাই-বোন একসঙ্গে পূজা দিলে, দূর হয় বিভেদ!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
দাম্পত্য জীবনে সামান্য জটিলতা দেখা দিতে পারে। অংশীদারী ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিকভাবে দিনটিতে বেশ সাফল্য পাবেন।
আরও পড়ুন- ভাইফোঁটার ডিনার! সু্স্বাদু এই প্রন হাক্কা নুডলসে রাতটা করুন সেরা স্মৃতি
মিথুন/ Gemini রাশিফল Rashifal
নিজের ওপর আস্থা রাখুন। কোনও ঝামেলা হলে, তাকে চ্যালেঞ্জ হিসেবে মোকাবিলা করুন। গৃহকর্মী বা সহকর্মীদের সহযোগিতা পাবেন। মনোবল আজ সাফল্য আনবে।
আরও পড়ুন- ভাইফোঁটায় এই নিয়মগুলো মানছেন কি, মানলে কী হবে জানেন?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
সন্তানের জন্য ব্যয় হতে পারে। প্রেমজ সম্পর্ক আজ আনন্দময় হতে পারে। শিল্প, লেখালেখি বা সৃজনশীল কাজে লাভের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- তিলক নয়, কেন ভাইকে ফোঁটাই দেওয়া হয়, বোন না থাকলে নেবেন কার থেকে?
সিংহ/ Leo রাশিফল Rashifal
পরিবারে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলুন। সাংসারিক ক্ষেত্রে ধৈর্য্যই হবে মূল মন্ত্র।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
ভাইবোন বা প্রতিবেশীর সঙ্গে সময় কাটাতে পারেন। কারও বিয়ের আয়োজনে যুক্ত থাকবেন। মধ্যস্থতা বা পরামর্শমূলক কাজে ভালো আয় হতে পারে।
তুলা/ Libra রাশিফল Rashifal
আত্মীয়-স্বজনের আগমন হবে। অর্থ আদায়ের সুযোগ পাবেন। ভোজনরসিকদের জন্য দিনটি আনন্দের। অর্থনৈতিকভাবে স্বস্তি মিলবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
আজকের দিনটি শুভ। পারিবারিক জীবনে সুখ আসবে। ব্যবসা বাণিজ্যে লাভের যোগ আছে। ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। গৃহস্থালি কাজে ব্যস্ততা বাড়বে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ভ্রমণ, বিশেষ করে ট্রাভেল এজেন্সি বা বিদেশে ব্যবসার কাজে যুক্তদের জন্য দিনটি শুভ। প্রবাসীরা ভালো খবর পেতে পারেন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
বড় ভাই-বোনের সহযোগিতা পাবেন। আয়ের নতুন পথ খুলে যাবে। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
পিতার সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। গৃহস্থালি বা অফিসের কাজে সাফল্য আসবে। চাকরি প্রার্থীদের জন্য শুভ দিন।
মীন/ Pisces রাশিফল Rashifal
ভাগ্য আজ আপনার পক্ষে। ধর্মীয় কাজে মন দেবেন। বিদেশযাত্রা বা উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। গুরুজনের পরামর্শে লাভবান হবেন।
আজ শুক্র ও মঙ্গলের প্রভাবে প্রেম, সম্পর্ক ও অর্থনৈতিক দিক দিয়ে শুভ ফল লাভ করবেন। বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করায় সংবেদনশীলতা বাড়বে, তবে দৃঢ় মনোবল আপনাকে এগিয়ে দেবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us