/indian-express-bangla/media/media_files/jTaANk8OPMKeU1iDMfEl.jpeg)
Today Wednesday Horoscope: বুধবারের রাশিফল.।
Ajker Rashifal Bengali, 29 October 2025: আজ বুধবার, ২৯ অক্টোবর ২০২৫। আজ আপনার জন্ম হলে পাশ্চাত্য মতে রাশি হবে বৃশ্চিক (Scorpio)। প্রভাবকারী গ্রহ — চন্দ্র ও মঙ্গল। আজকের শুভ রং — লাল ও সাদা। শুভ সংখ্যা — ২, ১১, ২০, ২৯। চন্দ্রের অবস্থান — মকর রাশিতে। তিথি — অষ্টমী শেষ রাত ৫:১৩ পর্যন্ত, পরে নবমী। আজকের শুভ মূহূর্ত: সকাল ৬:১৩-৮:৩৫, ১০:৪৫-১২:৫৭, দুপুর ১:০৪-৩:৫১, রাত ৬:১১-৭:০৩, ৮:৪৮-৩:৪৭।
মেষ/ Aries রাশিফল Rashifal
আজ আপনার আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে। প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পাবেন। সাংসারিক কাজে অগ্রগতি হবে এবং পিতার সাহায্য সৌভাগ্য বয়ে আনবে। শুভ সংখ্যা: ৭৭।
আরও পড়ুন- বাংলার গুপ্ত বৃন্দাবন, টেরাকোটা আর ভক্তির মিলন! এর ইতিহাসটা কী?
বৃষ/ Taurus রাশিফল Rashifal
ভাগ্য উন্নতির সুযোগ কাজে লাগান। বিদেশযাত্রা বা বৈদেশিক ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে বিদেশি সহকর্মীর সহযোগিতা মিলতে পারে। শুভ সংখ্যা: ৩৫।
আরও পড়ুন- মাত্র ১টা পরিক্রমা, তাতেই বদলে যেতে পারে ললাটলিখন, কীভাবে?
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আজ আর্থিক ঝুঁকি এড়ান। অযথা বিনিয়োগ বা শেয়ার মার্কেটে ক্ষতির সম্ভাবনা থেকে দূরে থাকুন। দূরযাত্রায় সতর্ক হোন, স্বাস্থ্যেও সাবধানতা দরকার। শুভ সংখ্যা ৫৫।
আরও পড়ুন- কীভাবে, কখন দেখবেন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, জানুন অঞ্জলির সময়সূচি!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
অংশীদারী ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। পারিবারিক বিষয়ে কিছু চাপ থাকলেও সমাধান মিলবে। শুভ সংখ্যা ৬৭।
আরও পড়ুন- ‘খুকু ও খোকা’-র কবি! প্রয়াণদিবসে স্মরণে অন্নদাশঙ্কর, জানেন কবির জীবনের এই দিকগুলোর কথা?
সিংহ/ Leo রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। আজ মনের ওপর কিছু চাপ আসতে পারে। নৈতিক সিদ্ধান্ত নিন, তবেই উন্নতি সম্ভব। শুভ সংখ্যা ৬২।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
সন্তানের উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার চিন্তা সফল হতে পারে। সৃজনশীল পেশাজীবীদের জন্য আজ শুভ দিন। প্রেমে সফলতা আসবে। শুভ সংখ্যা ৩৭।
তুলা/ Libra রাশিফল Rashifal
কর্মক্ষেত্রে দীর্ঘসময়ের ইচ্ছা পূরণের দিন। প্রভাবশালী আধিকারিকের সাহায্য পাবেন। সম্পত্তি সংক্রান্ত কাজে সাফল্যের ইঙ্গিত। শুভ সংখ্যা ৯৬।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
গৃহস্থালি জীবনে আনন্দ। ছোট ভাইবোনের সহযোগিতা পাবেন, বাড়িতে আত্মীয় আগমন সম্ভব। ব্যবসায় প্রচার ও যোগাযোগে অর্থ ব্যয় হলেও ফল ইতিবাচক হবে। শুভ সংখ্যা ৬৪।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। ব্যবসা বা খুচরা-বাণিজ্যে নতুন বিনিয়োগ করতে পারেন। পারিবারিক কাজে উন্নতি হবে।
শুভ সংখ্যা ৫৪।
মকর/ Capricorn রাশিফল Rashifal
ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ দিন। নিজের মেধা ও যোগ্যতায় কর্মক্ষেত্রে সাফল্য আসবে। নতুন সুযোগের সম্ভাবনা প্রবল।
শুভ সংখ্যা ৭৪।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা বাড়বে। ট্রাভেল, ট্যুর বা ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় হবে। গৃহস্থালি ব্যয় বাড়লে আয়ও বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা ১৬।
মীন/ Pisces রাশিফল Rashifal
চাকরিজীবীদের অতিরিক্ত আয় বা ভাতা আসতে পারে। বকেয়া টাকা আদায় হবে। নতুন বন্ধুত্ব তৈরির সুযোগ আসবে। বড় ভাইবোনের সহায়তা মিলবে। শুভ সংখ্যা ৪৮।
আজকের দৈনিক হরস্কোপ (Daily Horoscope 29 October 2025) অনুযায়ী চন্দ্রের অবস্থান মকর রাশিতে হওয়ায় আর্থিক ও পেশাগত উন্নতির ইঙ্গিত দিচ্ছে। মেষ, বৃষ, মকর, ধনু ও বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজ বিশেষ শুভ দিন। তবে মিথুন ও সিংহ রাশির জাতকদের কিছুটা সতর্ক থাকা প্রয়োজন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us