Krishnanagar Jagaddhatri Puja: কীভাবে, কখন দেখবেন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, জানুন অঞ্জলির সময়সূচি!

Krishnanagar Jagaddhatri Puja: কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কবে, কোথায়, কীভাবে দেখবেন? কবে অঞ্জলি, আর কখন দেখবেন বিসর্জন— পুরো সময়সূচি জেনে নিন এই প্রতিবেদনে।

Krishnanagar Jagaddhatri Puja: কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কবে, কোথায়, কীভাবে দেখবেন? কবে অঞ্জলি, আর কখন দেখবেন বিসর্জন— পুরো সময়সূচি জেনে নিন এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Krishnanagar Jagaddhatri Puja: কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো।

Krishnanagar Jagaddhatri Puja: কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো।

Krishnanagar Jagaddhatri Puja: পুজোর দুদিন আগে, (এবার ২৮ অক্টোবর) থেকেই দর্শনার্থীরা জগদ্ধাত্রী পুজো দেখতে কৃষ্ণনগর শহরে ভিড় জমাতে শুরু করতে চলেছেন। কিন্তু, সেই সময় বেশিরভাগ মণ্ডপের উদ্বোধন হলেও অনেক প্রতিমারই তখনও সাজসজ্জা শেষ হয় না। বিশেষ করে বিখ্যাত বুড়িমা প্রতিমাও রয়েছে এই তালিকায়। আর রাজবাড়ির পুজো শুধুমাত্র ৩০ তারিখেই সাধারণের জন্য খোলা থাকবে। অর্থাৎ নবমী তিথিতে। তাই নবমী তিথি বা ৩০ অক্টোবরই কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখার উপযুক্ত সময়। 

Advertisment

দর্শনার্থীদের জন্য অবশ্যই দেখার মতো পুজো মণ্ডপ

যে মণ্ডপগুলো মিস না করাই উচিত, সেগুলো হল- পল্লিশ্রী, বৌবাজার, বেজিখালি, রায়পাড়া মালিপাড়া, নেদিয়ারপাড়া, বাঘাডাঙা, পাত্রবাজার স্মৃতি, জজকোর্ট বারোয়ারি, মালোপাড়া, কলেজস্ট্রিট (মেজোমা), হাতারপাড়া, গোবিন্দসড়ক, চাষাপাড়া (বুড়িমা), কাঠুরিয়াপাড়া, ষষ্ঠীতলা, প্রতিভা সম্মিলনী, গোলাপট্টি, কাঁঠালপোতা (ছোটমা), চুনাড়িপাড়া, আমিনবাজার, রাজদূত, চকেরপাড়া, রেনবো, এমএনবি, জলকল, পাঁচমাথা মোড়, রাধানগর আদি বারোয়ারি, নতুন বারোয়ারি, অন্নপূর্ণা বারোয়ারি। ঐতিহ্য, আলো আর আনন্দে ভরপুর কৃষ্ণনগরের পুজোর আসল রূপ এই পথেই দেখা যাবে।

আরও পড়ুন- সূর্যদেব ও ‘ছটি মাইয়া’র পূজা, ভক্তদের ভিড়ে ভরল বেলুড় মঠ!

অঞ্জলির সময়সূচি (সব একই দিনে, ৩০ অক্টোবর)

সপ্তমী অঞ্জলি: সকাল ৯:৩০, অষ্টমী অঞ্জলি: দুপুর ১২টা, নবমী অঞ্জলি: বিকেল ২:৩০, মানসিক দ্রব্য গ্রহণ: ২৯ তারিখ দুপুর ১২টা থেকে (বুড়িমার কাছে শুরু)

Advertisment

আরও পড়ুন- কীভাবে বেশি জনপ্রিয় হয়ে উঠল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো?

বিসর্জন দেখার সেরা সময় ও স্থান

যাঁরা সত্যিই কৃষ্ণনগরের পুজো দেখতে চান, তাঁরা বিসর্জন মিস করবেন না। ভক্তগণ কাঁধে প্রতিমা তুলে যখন শহর প্রদক্ষিণ করেন, তখন শহর ভরে ওঠে 'জগদ্ধাত্রী মাই কি জয়' ধ্বনিতে। সময়: ১ নভেম্বর রাত ২টা থেকে সকাল ৮টার মধ্যে। সেরা স্থান: কোতোয়ালি থানার আশপাশে – সবচেয়ে নিরাপদ ও ভিউ ক্লিয়ার জায়গা। 

আরও পড়ুন- কাল শেষ দিন, কখন দেবেন ছটের অর্ঘ্য? দেখে নিন শুভ মুহূর্ত

স্থানীয় স্বাদ ও কেনাকাটা

অনেকে কৃষ্ণনগরে এসে মাটির পুতুল ও সরভাজা–সরপুরিয়া খোঁজেন। তাঁদের মনে রাখতে হবে মাটির পুতুল মেলে ঘূর্ণি এলাকায় (বিশ্ববিখ্যাত হ্যান্ডক্রাফট ভিলেজ)। ভালো সরভাজা পাওয়া যায়: নেদিয়ারপাড়ার অধর মিষ্টান্ন ভাণ্ডারে। পুরোনো, একতলা দোকানটিতে। সকাল ৯টার মধ্যে না গেলে স্টক শেষ হয়ে যায়!

আরও পড়ুন- ছটপুজোয় প্রিয়জনকে এই শুভেচ্ছাবার্তা আর গানের লিংক পাঠান, জীবনে আপনাকে ভুলবে না!

চন্দনগর না কৃষ্ণনগর?

অনেকেই চন্দনগরের পুজো দেখতে যান, কারণ ওটা ৫ দিনের। কিন্তু কৃষ্ণনগরের পুজো একদিনের হওয়ায় যে কেউ একদিন চন্দনগর এবং ৩০ তারিখ কৃষ্ণনগর— দুই জায়গাই অনায়াসে ঘুরে ফেলতে পারেন। যাঁরা কখনও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো দেখেননি, তাঁরা রাজবাড়ির মহিমা, বুড়িমার আরাধনা আর বিসর্জনের মহাযাত্রা— সবটা না দেখলে বুঝতে পারবেন না, কৃষ্ণনগর শহর কীভাবে তার জগদ্ধাত্রী পুজো প্রচলনের ঐতিহ্য ধরে রেখেছে!

Jagaddhatri Krishnanagar