Ajker Rashifal Bengali, 31 October 2025: মেষ থেকে মীন — আজ কোন রাশির ভাগ্যে কী লেখা আছে?

Today Thursday Horoscope, 31 October, 2025: জানুন, কোন রাশি পাবেন সাফল্য, কারা পেতে পারেন নতুন সুযোগ, আর কার জীবনে আসতে পারে প্রেমের জোয়ার।

Today Thursday Horoscope, 31 October, 2025: জানুন, কোন রাশি পাবেন সাফল্য, কারা পেতে পারেন নতুন সুযোগ, আর কার জীবনে আসতে পারে প্রেমের জোয়ার।

author-image
Chinmoy Bhattacharjee
আপডেট করা হয়েছে
New Update
friday horoscope

Friday Horoscope: শুক্রবারের রাশিফল।

Ajker Rashifal Bengali, 31 October 2025: আজকের দিনটি বিভিন্ন রাশির জাতকদের জন্য নানা সম্ভাবনা ও চ্যালেঞ্জ বয়ে আনবে। প্রেম, অর্থ, কাজ, শিক্ষা, পরিবার—প্রতি ক্ষেত্রেই রয়েছে নতুন ইঙ্গিত। দেখে নিন, আজ আপনার রাশি কী বলছে।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

আজ প্রেম ভালোবাসার জন্য দিনটি অত্যন্ত শুভ। প্রিয়জনের জন্য কিছু কেনাকাটা করতে পারেন। সন্তানের সঙ্গে আনন্দে সময় কাটবে। সৃজনশীল কাজে মিলবে সাফল্য। শিল্পী ও কলাকুশলীদের আয় বাড়তে পারে। শুভ সংখ্যা: ৫৬।

আরও পড়ুন- আর কিছু লাগবে না, ঘরে বানানো এই জিনিসটা দিলেই চুলের সব সমস্যার সমাধান হবে একনিমেষে!

Advertisment

বৃষ/ Taurus রাশিফল Rashifal

আজ প্রত্যাশা পূরণের দিন। আয় রোজগারে সফলতা পাবেন। মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। যানবাহন কেনা-বেচায় লাভের সম্ভাবনা। সাংসারিক প্রয়োজনে কিছু খরচ হতে পারে। শুভ সংখ্যা: ৬৬।

আরও পড়ুন- সকাল না রাত, কখন ফেসপ্যাক ব্যবহার করলে আপনাকে লাগবে বলিউড কুইনের মত?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

যোগাযোগ ক্ষেত্রে অগ্রগতি। অনলাইনে সুখবর পেতে পারেন। সাংবাদিক ও মিডিয়াকর্মীদের সম্মান বাড়বে। ই-কমার্সে ভালো ব্যবসা হবে। ছোট ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। শুভ সংখ্যা ৯৭।

আরও পড়ুন- এগুলো পৃথিবীর ৭টি সবচেয়ে সুন্দর মরুভূমি, দেখা যায় রূপকথার দৃশ্য!

কর্কট/ Cancer রাশিফল Rashifal

আয় রোজগারের শুভ দিন। বকেয়া টাকা আদায় হতে পারে। ব্যবসায়ীরা ভালো মুনাফা পাবেন। বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে। আত্মীয়দের সঙ্গে সময় কাটবে। শুভ সংখ্যা ৫৯। 

আরও পড়ুন- রাজাদের ইতিহাস আর প্রকৃতির মিলনস্থল, ভারতের এই অতুলনীয় পর্যটনকেন্দ্রে দেখার মত ঠিক কী আছে?

সিংহ/ Leo রাশিফল Rashifal 

দিনটি সফলতায় ভরপুর। আয় বৃদ্ধি, নতুন সুযোগ, সঙ্গীর সহায়তা—সব মিলিয়ে ইতিবাচক সময়। অসুস্থদের শারীরিক উন্নতি হবে। শুভ সংখ্যা ৬৮। 

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

আজ ব্যয়বহুল দিন। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য আসবে। বিদেশ থেকে অর্থ আগমনের সম্ভাবনা। আইনি জটিলতা থেকে সাবধান থাকুন। শুভ সংখ্যা ৭১।

তুলা/ Libra রাশিফল Rashifal

চাকরিজীবীদের বকেয়া পাওনা ফেরত আসবে। ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে। বিকালে বন্ধুদের সঙ্গে আনন্দময় আড্ডার সম্ভাবনা। শুভ সংখ্যা ১২। 

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। বেকারদের কর্মসংস্থানের সুযোগ। পিতার সহযোগিতা পাবেন। সামাজিক কাজে সম্মান বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা ৯৬।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। উচ্চ শিক্ষায় সাফল্য। বিদেশযাত্রার সম্ভাবনা। প্রবাসীরা আর্থিকভাবে লাভবান হবেন।
শুভ সংখ্যা ৬৪। 

মকর/ Capricorn রাশিফল Rashifal

আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় ভালো সংবাদ। ঋণ পরিশোধের চাপ থাকবে। চিকিৎসায় খরচ হতে পারে।
শুভ সংখ্যা ২৩। 

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

দাম্পত্য জীবনে সৌহার্দ্য বাড়বে। ব্যবসায় লাভজনক দিন। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে।
শুভ সংখ্যা ৪৫। 

মীন/ Pisces রাশিফল Rashifal

কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। গোপন শত্রু থেকে সতর্ক থাকুন। ব্যবসায় ক্ষতির আশঙ্কা। রাগ ও জেদ এড়িয়ে চলুন। শুভ সংখ্যা ৫৪। 

আজকের দিনটি রাশি অনুযায়ী কারও কাছে আনন্দের, কারও জন্য চ্যালেঞ্জের। তবে ইতিবাচক মনোভাব ও ধৈর্য আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নেবে। শুভকামনা রইল সবার জন্য।

Ajker Rashifal bengali