Natural Hair Dye: আর কিছু লাগবে না, ঘরে বানানো এই জিনিসটা দিলেই চুলের সব সমস্যার সমাধান হবে একনিমেষে!

Natural Hair Dye: রং করা চুলে রাসায়নিকের ক্ষতি নিয়ে চিন্তিত? এবার ঘরোয়া উপায়েই তৈরি করুন ন্যাচারাল হেয়ার ডাই (Natural Hair Dye)। জানুন পুরো রেসিপি আর ব্যবহারের কায়দা।

Natural Hair Dye: রং করা চুলে রাসায়নিকের ক্ষতি নিয়ে চিন্তিত? এবার ঘরোয়া উপায়েই তৈরি করুন ন্যাচারাল হেয়ার ডাই (Natural Hair Dye)। জানুন পুরো রেসিপি আর ব্যবহারের কায়দা।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Natural Hair Dye: বাড়িতেই বানান ভেষজ হেয়ার ডাই।

Natural Hair Dye: বাড়িতেই বানান ভেষজ হেয়ার ডাই।

Natural Hair Dye: আজকাল অকালপক্ক চুল বা চুল পাকা হওয়া একটা সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাত্র বিশের কোঠাতেই অনেকের চুলে দেখা যায় সাদা রেখা। এই সমস্যার সমাধানে বেশিরভাগ মানুষ রাসায়নিকযুক্ত হেয়ার ডাই ব্যবহার করেন, যা অস্থায়ীভাবে চুলের রং ফিরিয়ে দিলেও চুলের গোড়া দুর্বল করে দেয়, চুল পড়া বাড়িয়ে দেয় এবং মাথার ত্বককে করে ক্ষতিগ্রস্ত।

Advertisment

তবে প্রকৃতির কাছে আছে এই সমস্যার দারুণ সমাধান— উলুয়া (মেথি) এবং কড়িপাতা (কারি পাতা)। এই দুটি জিনিস শুধু চুলের স্বাভাবিক রং-ই ফিরিয়ে দেয় না, বরং চুলকে করে তোলে ঘন, মজবুত আর উজ্জ্বল।

আরও পড়ুন- সকাল না রাত, কখন ফেসপ্যাক ব্যবহার করলে আপনাকে লাগবে বলিউড কুইনের মত?

Advertisment

এর মধ্যে উলুয়াতে রয়েছে প্রোটিন, লেসিথিন ও অ্যামিনো অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে, খুশকি কমায় এবং অকালপক্কতা রোধ করে। অন্যদিকে, কড়িপাতায় আছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন বি, যা মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়ায় এবং কালো রং ফিরিয়ে আনে। এই দুটি জিনিস একসঙ্গে ব্যবহার করলে চুলে প্রাকৃতিক রং আসে এবং ধীরে ধীরে সাদা চুল কমতে শুরু করে। 

আরও পড়ুন- শ্রীরামপুরের বল্লভপুর শ্মশান কালী, এই দেবীর কাছে কেন বাড়ছে ভক্তদের ভিড়?

এই হেয়ার ডাই বানাতে কী লাগবে, কীভাবে বানাবেন?

এই হেয়ার ডাই বানাতে লাগবে উলুয়া (মেথি) – ১ টেবিল চামচ, কড়িপাতা – একমুঠো, জল – প্রয়োজনমতো। বানানোর জন্য একটেবিল চামচ উলুয়া বা মেথি সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভেজানো মেথি আর কড়িপাতা একসঙ্গে ভালোভাবে বেটে নিন। পেস্ট তৈরি হলে তা লোহায় তৈরি পাত্রে (iron bowl) অন্তত ৮ ঘণ্টা রাখুন — এতে রং আরও গাঢ় হবে। প্রয়োগের আগে মিশ্রণটি সামান্য গরম করে নিন।

আরও পড়ুন- এগুলো পৃথিবীর ৭টি সবচেয়ে সুন্দর মরুভূমি, দেখা যায় রূপকথার দৃশ্য!

চুলে ভালোভাবে ব্রাশ করে মিশ্রণটি গোড়া থেকে আগা পর্যন্ত লাগান। ৩০-৪০ মিনিট ওভাবে রেখে দিন। হালকা গরম জল ও মাইল্ড হারবাল শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই প্যাক ব্যবহার করলে ২-৩ সপ্তাহের মধ্যে পার্থক্য দেখা যাবে। চাইলে প্যাকের সঙ্গে উল্লি ত্বকের বা পেঁয়াজের খোসা (onion peel), হেনা বা মেহেন্দি (মেহেদি) এবং কালোজিরা মিশিয়ে নিতে পারেন। এই মিশ্রণের নিয়মিত ব্যবহারে শুধু চুলের রং-ই ফেরে না, বরং মাথার ত্বকের ইনফ্লেমেশন ও খুশকিও কমে। লোহা-পাত্রে রাখার কারণ হল প্রাকৃতিক অক্সিডেশন— চুলে কালো রং এনে দেয়। 

আরও পড়ুন- বাংলা সাহিত্যের 'ননসেন্স রাইম'-এর জনক, সুকুমার রায়ের এগুলো অনেকেরই অজানা!

যাঁদের অ্যালার্জি সমস্যা আছে, তাঁরা আগে শরীরের ছোট কোনও অংশে লাগিয়ে টেস্ট করে নিন। এটি সম্পূর্ণ ভেষজ উপাদান হলেও ত্বকের সংবেদনশীলতা ব্যক্তি ভেদে আলাদা হতে পারে। তবে, মনে রাখবেন যে, চুলের প্রাকৃতিক রং ও স্বাস্থ্য বজায় রাখতে রাসায়নিক নয়, প্রকৃতির উপহারই হতে পারে আপনার সবচেয়ে বড় ভরসা। মেথি এবং কড়িপাতার প্রাকৃতিক হেয়ার ডাই শুধু চুলের রং-ই ফিরিয়ে দেবে না, বরং চুলকে ভিতর থেকে পুষ্টিও জোগাবে। এই মিশ্রণের নিয়মিত ব্যবহারে চুল হবে মজবুত, উজ্জ্বল এবং প্রাকৃতিকভাবে কালো।

dye hair