Face Pack: সকাল না রাত, কখন ফেসপ্যাক ব্যবহার করলে আপনাকে লাগবে বলিউড কুইনের মত?

Face Pack: ফেসপ্যাক ব্যবহারের সঠিক সময় জানেন? সকাল না রাত—কখন লাগালে ত্বক হবে নায়িকার মত উজ্জ্বল আর সতেজ? ডার্মাটোলজিস্ট এখানে বিস্তারিত জানিয়েছেন।

Face Pack: ফেসপ্যাক ব্যবহারের সঠিক সময় জানেন? সকাল না রাত—কখন লাগালে ত্বক হবে নায়িকার মত উজ্জ্বল আর সতেজ? ডার্মাটোলজিস্ট এখানে বিস্তারিত জানিয়েছেন।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Face Pack: ব্যবহারের আগে জেনে নিন ফেসপ্যাক ব্যবহারের সঠিক সময় কখন!

Face Pack: ব্যবহারের আগে জেনে নিন ফেসপ্যাক ব্যবহারের সঠিক সময় কখন!

Best Time to Apply Face Pack: ত্বকের যত্ন বলতে আমরা প্রথমেই যে জিনিসটির কথা ভাবি তা হল ফেসপ্যাক। সারাদিনের ধুলো-ময়লা, তেল এবং দূষণ ত্বকের রন্ধ্র বন্ধ করে দেয়। ফলে মুখ হয়ে যায় নিস্তেজ। ফেসপ্যাক এই জমে থাকা ময়লা দূর করে ত্বককে পুনরুজ্জীবিত করে তোলে। কিন্তু প্রশ্ন হল— ফেসপ্যাক ব্যবহারের সঠিক সময় কখন, সকাল না রাত?

Advertisment

এই বিষয়ে আয়ুর্বেদিক চিকিৎসক মনীষা মিশ্র এবং কসমেটিক ডার্মাটোলজিস্ট ডা. আকৃতি গুপ্তা তাঁদের মতামত জানিয়েছেন। আয়ুর্বেদ মতে, সকালে রক্তপ্রবাহ সবচেয়ে কম থাকে। ফলে ফেসপ্যাকের পুষ্টি ত্বকে ততটা শোষিত হয় না। তাছাড়া সকালে ফেসপ্যাক লাগালে সূর্যের আলোয় বের হওয়ার কারণে কিছু উপাদান ত্বকে জ্বালাভাব বা ট্যানিং তৈরি করতে পারে। তবে, সকালে যদি আপনি অ্যালোভেরা বা কাঁকড়ার মতো কুলিং ফেসপ্যাক ব্যবহার করেন, তা ত্বককে সতেজ করে তুলতে পারে।

আরও পড়ুন- এগুলো পৃথিবীর ৭টি সবচেয়ে সুন্দর মরুভূমি, দেখা যায় রূপকথার দৃশ্য!

Advertisment

ফেসপ্যাক ব্যবহারের আদর্শ সময়

এই ব্যাপারে ডা. আকৃতি গুপ্তা বলেন, 'দিনের শেষে, সন্ধ্যায় বা ঘুমানোর আগে ফেসপ্যাক লাগানোই সবচেয়ে ভালো। কারণ তখন ত্বক সারাদিনের দূষণ থেকে বিশ্রাম নেয় ও পুনরুজ্জীবিত হয়।' সন্ধ্যায় বা ঘুমানোর আগে ফেসপ্যাক ব্যবহার করলে সারাদিনের ধুলো-ময়লা পরিষ্কার করার পর ত্বক ফেসপ্যাকের উপাদান ভালোভাবে গ্রহণ করে।

আরও পড়ুন- বাংলা সাহিত্যের 'ননসেন্স রাইম'-এর জনক, সুকুমার রায়ের এগুলো অনেকেরই অজানা!

রাতে ফেসপ্যাক ব্যবহার করলে মনও শান্ত হয়, ঘুম ভালো হয়। ঘুমের সময় ত্বক নিজে থেকেই সুস্থ হয়। ফেসপ্যাক সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। রাতের সময় ত্বক আর্দ্রতাকে সবচেয়ে ভালোভাবে ধরে রাখতে পারে। ফেসপ্যাক তুলে ময়েশ্চারাইজার লাগালে ত্বক সারারাত নরম থাকে।

আরও পড়ুন- শ্রীরামপুরের বল্লভপুর শ্মশান কালী, এই দেবীর কাছে কেন বাড়ছে ভক্তদের ভিড়?

রাতে কোন ধরনের ফেসপ্যাক লাগাবেন?

রাতে লাগানো যেতে পারে হাইড্রেটিং প্যাক, অর্থাৎ অ্যালোভেরা, হায়ালুরোনিক অ্যাসিড, দই বা মধুযুক্ত ফেসপ্যাক। এছাড়াও লাগানো যেতে পারে ব্রাইটেনিং প্যাক বা হলুদ, চন্দন, লেবুর রস। অয়েল কন্ট্রোল প্যাকও ব্যবহার করতে পারেন। অর্থাৎ ফুলারস আর্থ বা মুলতানি মাটি, টি ট্রি অয়েলও ব্যবহার করতে পারেন। তবে, ত্বকে কোনও সমস্যা বা অ্যালার্জি থাকলে অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।  

আরও পড়ুন- রাজাদের ইতিহাস আর প্রকৃতির মিলনস্থল, ভারতের এই অতুলনীয় পর্যটনকেন্দ্রে দেখার মত ঠিক কী আছে?

আর, এসব না মেনে আপনি যদি দিনের বেলাতেই ফেসপ্যাক ব্যবহার করেন, তবে হয়তো কাঙ্ক্ষিত ফল পাবেন না। তার ওপর রাতে ফেসপ্যাক ব্যবহার আপনার মনকেও করে তুলবে শান্ত এবং সতেজ। সেই সুবিধা হয়তো দিনের বেলা ব্যবহারে আপনি পাবেন না।  

Pack face