Aloe Vera Hair Mask: চুল পড়ার সমস্যা? সপ্তাহে একবার লাগান অ্যালোভেরা হেয়ার মাস্ক

Aloe Vera Hair Mask: অ্যালোভেরা হেয়ার মাস্ক চুল পড়া কমাতে দুর্দান্ত কাজ করে। জানুন, অ্যালোভেরা দিয়ে তৈরি ৪টি ঘরোয়া হেয়ার প্যাক কীভাবে বানাবেন, যা চুল করবে মজবুত।

Aloe Vera Hair Mask: অ্যালোভেরা হেয়ার মাস্ক চুল পড়া কমাতে দুর্দান্ত কাজ করে। জানুন, অ্যালোভেরা দিয়ে তৈরি ৪টি ঘরোয়া হেয়ার প্যাক কীভাবে বানাবেন, যা চুল করবে মজবুত।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Aloe Vera Hair Mask

Aloe Vera Hair Mask: চুলে অ্যালোভেরা হেয়ার মাস্কের ব্যবহার।

Aloe Vera Hair Mask: চুল পড়া আজকাল একটি খুব সাধারণ সমস্যা। দূষণ, স্ট্রেস, অনিয়মিত জীবনযাপন এবং ভুল হেয়ার কেয়ার রুটিনের কারণে আমাদের চুল দুর্বল হয়ে পড়ে এবং পড়ে যায়। তবে প্রকৃতির এক অনন্য উপহার অ্যালোভেরা এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে খুব সহজেই।

Advertisment

অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। যা মাথার ত্বককে পরিষ্কার রাখে এবং চুলের গোড়াকে পুষ্টি জোগায়। এখানে জেনে নিন অ্যালোভেরা দিয়ে তৈরি ৪টি হেয়ার মাস্কের কথা, যা চুল পড়া রোধ করে এবং চকচকে চুল পেতে সাহায্য করে।

আরও পড়ুন- বাজরা-রসুনের রুটি, গ্লুটেন-মুক্ত সুস্বাদু এই রেসিপি মন ভরিয়ে দেবে!

Advertisment

১. অ্যালোভেরা ও পেঁয়াজের হেয়ার মাস্ক

পেঁয়াজের রস চুল গজাতে সাহায্য করে এবং অ্যালোভেরা সেই কাজটাই করে আরও কার্যকর। এক্ষেত্রে লাগবে ২ টেবিলচামচ অ্যালোভেরা জেল এবং ২ টেবিলচামচ পেঁয়াজের রস। এই দুটি জিনিস ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় ও মাথার ত্বকে লাগান। ১ ঘন্টা রেখে দিন। তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়া শক্ত হবে, নতুন চুল গজাবে, এবং মাথার ত্বক বা স্ক্যাল্প ক্লিন থাকবে।

আরও পড়ুন- ভারতে কোন লঙ্কাগুলো বিখ্যাত, কীভাবে এই সবজির চাষ শুরু হল এদেশে?

২. অ্যালোভেরা ও কলার হেয়ার মাস্ক

কলায় রয়েছে পটাশিয়াম এবং প্রাকৃতিক তেল যা চুলকে করে তুলবে কোমল ও মসৃণ। এক্ষেত্রে লাগবে ১টি অ্যালোভেরা পাতার জেল এবং ২টি পাকা কলা। এই দুটি জিনিস একসঙ্গে পেস্ট করে চুলে লাগান। দুই ঘন্টা পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল তার প্রাকৃতিক ময়েশ্চার ফিরে পাবে। চুল পড়া কমবে এবং চুল হবে ঝলমলে। 

আরও পড়ুন- শ্রাবণ উপবাসে স্পাইসি টুইস্ট! এভাবেই মজাদার মাখনা ভেল বানান বাড়িতে

৩. অ্যালোভেরা, নারকেল তেল ও মধুর মাস্ক

এই মাস্ক একদিকে যেমন চুলকে পুষ্টি জোগায়, তেমনি চুল পড়াও রোধ করে। এক্ষেত্রে লাগবে ২ টেবিলচামচ অ্যালোভেরা জেল, ১ টেবিলচামচ নারকেল তেল এবং ১ চা চামচ মধু। এই সব জিনিস মিশিয়ে মাথার ত্বক ও চুলে ম্যাসাজ করুন। ৩০ মিনিট রেখে মাথা ধুয়ে ফেলুন। এতে স্ক্যাল্প হাইড্রেটেড থাকে, ড্রাইনেস কমে এবং চুল হয় হেলদি। 

আরও পড়ুন- ছদ্মবেশের মাস্টার! এই ১০ প্রাণী, প্রকৃতিতে লুকিয়ে থাকতে ওস্তাদ

৪. অ্যালোভেরা ও দইয়ের হেয়ার মাস্ক

দইয়ের প্রোবায়োটিক এবং অ্যালোভেরার ক্লিনজিং প্রভাব একসঙ্গে দুর্দান্ত কাজ করে। এক্ষেত্রে লাগবে ২ টেবিলচামচ অ্যালোভেরা জেল, ২ টেবিলচামচ দই, ১ চা চামচ মধু এবং ১ চা চামচ জলপাই তেল। এগুলো একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর হালকা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এতে খুশকি নিয়ন্ত্রণে আসবে, চুলের রুক্ষভাব কমবে এবং চুল হবে সফট এবং শাইনি।

আপনি সপ্তাহে অন্তত ১-২ বার এই মাস্কগুলো ব্যবহার করতে পারেন। চুলের অবস্থা অনুযায়ী মাস্ক বেছে নিন। নিয়মিত ব্যবহারে তবেই সুফল মিলবে। মনে রাখবেন যে চুলের যত্নে দামি কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারের দরকার পড়বে ন। প্রাকৃতিক উপাদানই হতে পারে চুল পড়া আটকানোর সেরা সমাধান। অ্যালোভেরা হেয়ার মাস্ক চুল পড়া রোধে কার্যকর এবং চুলের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। আপনি যদি এক্ষেত্রে ঘরোয়া এবং নিরাপদ সমাধানের খোঁজে থাকেন, তাহলে সপ্তাহে অন্তত একবার এই মাস্ক ব্যবহার আজ থেকেই শুরু করুন। 

hair mask Aloe Vera