Mother eater: মাকে খেয়ে ফেলে এই ৫ প্রাণীর বাচ্চারা! জানলে, শিউরে উঠবে গা

Mother-eating species: কিছু মাকড়সা এবং পতঙ্গ এমনই নিষ্ঠুর যে, তারা নিজের মায়ের দেহ খেয়েই বড় হয়। ম্যাট্রিফ্যাগি নামে পরিচিত এই ভয়ংকর আচরণ, চমকে ওঠার মত।

Mother-eating species: কিছু মাকড়সা এবং পতঙ্গ এমনই নিষ্ঠুর যে, তারা নিজের মায়ের দেহ খেয়েই বড় হয়। ম্যাট্রিফ্যাগি নামে পরিচিত এই ভয়ংকর আচরণ, চমকে ওঠার মত।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Animals that eat their mother

Animals that eat their mother: মায়ের দেহ খাওয়া প্রাণী।

Animals that eat their mother: প্রাণীজগতে বেঁচে থাকার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করতে দেখা যায়। কিন্তু কিছু প্রাণীর আচরণ এতটাই অদ্ভুত ও ভয়ংকর, যা মানুষের বোধের বাইরে। আপনি কি জানেন, পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা জন্মের পর নিজের মা–বাবাকেই খেয়ে ফেলে?

Advertisment

এই আচরণকে বলা হয় ম্যাট্রিফ্যাগি (Matriphagy) — অর্থাৎ ‘মাতৃভক্ষণ’। মূলত কিছু মাকড়সা ও পোকামাকড়ের মধ্যে এই আচরণ দেখা যায়। বিশেষ করে যখন তাদের খাবারের উৎস কমে যায়, তখন তাদের এমন আচরণ করতে দেখা যায়। নীচে চলুন এমনই কিছু ভয়াবহ প্রাণীর সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন- হলুদ কি কিডনির জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা?

Advertisment

১. কালো লেইস-ওয়েভার মাকড়সা (Amaurobius ferox)

এই মাকড়সার মায়েরা প্রথমে তাদের বাচ্চাদের ‘ট্রফিক ডিম’ খেতে দেয়—যা আদতে খাবারের জন্য তৈরি। কিন্তু এরপরই ভয়ানক ঘটনা ঘটে। ক্ষুধার্ত বাচ্চারা ডিম খেয়ে সন্তুষ্ট না হয়ে তাদের মাকে ঘিরে ধরে এবং তাকে জীবন্ত খেয়ে ফেলে। মায়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা তার দেহকে পুরোপুরি খেয়ে ফেলে, শুধু একটি খালি কঙ্কাল পড়ে থাকে।

আরও পড়ুন- দিনে কতগুলি ডিম খাওয়া নিরাপদ? জেনে নিন, ঠিক কী বলছেন বিশেষজ্ঞ

২. কাঁকড়া মাকড়সা (Australomysidia ergandros)

অস্ট্রেলিয়ার এই মাকড়সা ট্রফিক ডিম তৈরি করতে পারে না। ফলে বাচ্চারা মায়ের শরীর ছিঁড়ে খেতে বাধ্য হয়। তারা ধীরে ধীরে মায়ের দেহ কামড়ে কামড়ে খেতে শুরু করে এবং সে প্রক্রিয়ায় মাকড়সার মা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। এই আচরণও মাতৃভক্ষণ (matriphagy) এরই একটি রূপ।

আরও পড়ুন- রাসায়নিক ছাড়াই মাত্র ৫ মিনিটে পাকা করুন কালো, পান ঝলমলে চুল!

৩. মরুভূমির মাকড়সা (Stegodyphus lineatus)

এই প্রজাতির মাকড়সা মা প্রথমে তাদের ছানাদের রিগারজিটেট করা (উল্টো করে মুখে তুলে আনা) খাবার খাওয়ায়। কিন্তু যখন তার নিজের শরীরে আর শক্তি থাকে না, তখন সে নিজের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গকে তরলে রূপান্তর করে। এক সময় সে মারা যায় এবং বাচ্চারা তার শরীর চুষে খেতে থাকে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে মা-ই নিজেকে বলি দেয় তার সন্তানদের জন্য।

আরও পড়ুন- গ্রীষ্ম বা বর্ষাকালে দই খাওয়ার সেরা সময় কোনটা? কীভাবে মিলবে উপকার?

৪. আফ্রিকান সামাজিক মাকড়সা (Stegodyphus dumicola)

এই মাকড়সারা দলবদ্ধভাবে বাস করে এবং তাদের সমাজে মাতৃবলিদান একটি সাধারণ ঘটনা। শুধু মা নয়, কখনও কখনও বোন ও আত্মীয়দেরও বলি হতে হয় বাচ্চাদের খাদ্যের উৎস হিসেবে। এতে দলীয় জীবনের মধ্যে থেকেও একটি ভয়ঙ্কর বাস্তবতা দেখা যায়—নিজেদের পরিবারের সদস্যদের খেয়ে ফেলার ঘটনা সেই বাস্তবতা।

আরও পড়ুন- এই প্রাণীর সারা শরীরে শত শত চোখ! চেনেন এই প্রাণীকে?

৫. হাম্প কানের উইগ (Anechura harmandi)

মাকড়সা ছাড়াও কিছু পোকামাকড়, যেমন হাম্প ইয়ারউইগের মধ্যে এমন মাতৃভক্ষণ আচরণ দেখা যায়। এরা মায়ের শরীরের ওপর চড়ে বসে এবং ধীরে ধীরে তার দেহ খেয়ে ফেলে। এক্ষেত্রে মা নিজে থেকে পালানোর চেষ্টাও করে না, বরং নিঃশব্দে আত্মত্যাগ করে।

কেন ঘটে এমন আচরণ?

বিজ্ঞানীরা বলছেন, এ ধরণের আচরণ অতিরিক্ত খাদ্যের ঘাটতি, জীবনের প্রথম পর্যায়ে প্রোটিন ও শক্তির প্রয়োজন, এবং বংশগতির ফল। প্রজাতি টিকে রাখার জন্য মা যদি নিজেকে উৎসর্গ করে, তবে তা বিবর্তনীয় দিক। মানব সমাজে মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ—সবকিছুই এক অটুট সম্পর্কের রূপ। কিন্তু প্রকৃতির কিছু কোণে এমন প্রাণীর বাস আছে, যাদের জীবনে বেঁচে থাকার জন্য নিষ্ঠুরতাই প্রধান অস্ত্র। এই প্রাণীদের আচরণ হয়তো আমাদের মানসিক গণ্ডির বাইরে, কিন্তু এটি প্রকৃতিরই একটি নির্মম ও বৈচিত্র্যময় রূপ।

eat Animals mother