Asian Giant Hornet: কামড়ে মৃত্যুও হতে পারে! আশপাশে এই বোলতা দেখলেই সাবধান হোন

Asian Giant Hornet: বিশ্বের সবচেয়ে বড় বোলতা এশিয়ান জায়ান্ট হর্নেট (Asian Giant Hornet) মানুষের জন্য মারাত্মক? এর থেকে বাঁচার উপায় জেনে নিন।

Asian Giant Hornet: বিশ্বের সবচেয়ে বড় বোলতা এশিয়ান জায়ান্ট হর্নেট (Asian Giant Hornet) মানুষের জন্য মারাত্মক? এর থেকে বাঁচার উপায় জেনে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Worlds Largest Wasp

Worlds Largest Wasp: যাঁরা জানেন, এই বোলতার ব্যাপারে সতর্ক থাকেন। (সূত্র: উইকিমিডিয়া কমন্স)

Asian Giant Hornet: পৃথিবীতে এমনও পোকা আছে যার কামড়ে মানুষ মারা যেতে পারে! হ্যাঁ, সেটা হল- পৃথিবীর সবচেয়ে বড় বোলতা— এশিয়ান জায়ান্ট হর্নেট (Asian Giant Hornet)। যার হুল খুবই বিষাক্ত। এই পোকার বিজ্ঞানসম্মত নাম ভেসপা মান্দারিনিয়া (Vespa mandarinia)। 

কোথায় দেখা যায়?

Advertisment

মূলত জাপান, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার পূর্বাঞ্চলে পাওয়া যায়। বনাঞ্চল, পাহাড়ি এলাকা, গাছের শিকড়ের নীচে এরা বাসা বাঁধতে ভালোবাসে। এই পোকার দৈর্ঘ্য ৫ সেন্টিমিটার পর্যন্ত (প্রায় ২ ইঞ্চি)। ডানা ছড়ালে সেটা লম্বায় ৭.৫ সেন্টিমিটার (৩ ইঞ্চি পর্যন্ত) বড় হতে পারে। এদের হুল প্রায় ৬ মিলিমিটার পর্যন্ত মোটা কাপড়কে ভেদ করতে পারে। এদের বিষ বা নিউরোটক্সিন এবং কোষ (টিস্যু) ধ্বংসকারী উৎসেচক (এনজাইম) মানুষের শরীরের অঙ্গ বিকল করে দিতে পারে। এই কারণে জাপানিরা এর নাম রাখা রেখেছেন, 'মার্ডার হরনেট (Murder Hornet)'। 

আরও পড়ুন- সন্ধ্যায় টিফিনের জন্য কীভাবে বানাবেন দোকানের মত নিরামিষ মোচার চপ? জানুন বিস্তারিত

Advertisment

ন্যাশনাল জিওগ্রাফিকের এক পতঙ্গবিদ জানিয়েছেন, এই পোকার কামড়ের ব্যথা ত্বকে গরম পেরেক ঢুকিয়ে দেওয়ার মত লাগে। একটি কামড়ে মানুষের সাধারণত মৃত্যু হয় না। তবে একাধিক কামড়ে কিডনি, স্নায়ুতন্ত্র এবং হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যানাফিল্যাক্সিস (তীব্র অ্যালার্জি) হতে পারে। যাতে মৃত্যুর সম্ভাবনা রয়েছে। জাপানে প্রতিবছর কয়েক ডজন মানুষ এই পোকার বারবার কামড়ের জেরে প্রাণ হারান।

আরও পড়ুন- ঘুমানোর আগে লাগান এই কোরিয়ান ফেসমাস্ক, রাতারাতি পান উজ্জ্বল ত্বক

তবে শুধু ভেসপা মান্দারিনিয়াই না। বিশ্বে এমনই বড় মাপের আরও বোলতা আছে। যেমন মেগালারা গরুড়। ২০১২ সালে ইন্দোনেশিয়ায় আবিষ্কৃত এই কালো রঙের বোলতাটি প্রায় ৩.৫ সেন্টিমিটার লম্বা। পুরুষ বোলতাগুলোর রয়েছে অস্বাভাবিক লম্বা চোয়াল। যা লড়াই বা সঙ্গমে কাজে লাগে। তবে মেগালারা গরুড়ের কামড় মানুষের জন্য কতটা ক্ষতিকর, তা নিয়ে এখনও পরিষ্কার তথ্য বিজ্ঞানীদের কাছে নেই। তাই আকারে বড় হলেও, মানুষের জন্য সবচেয়ে ভয়ংকর বোলতা হল ভেসপা মান্দারিনিয়াই।

যদি সামনে পড়ে যায়, কী করবেন?

আরও পড়ুন- বিনা রাসায়নিকে চুল দ্রুত কালো করতে চান? একটুকরো গুঁড়োতেই ম্যাজিক

বাসার কাছাকাছি এলেই সতর্ক থাকুন। হঠাৎ এই বোলতার শব্দ শুনলে বা বোলতাটি আক্রমণ করলে পিছিয়ে যান। কখনও বোলতাটিকে আক্রমণ করতে উসকানি দেবেন না। জঙ্গল এলাকার মধ্যে দিয়ে হাঁটার সময় বোলতার শব্দ শুনলেই সতর্ক থাকুন। এই বোলতা ভীতিকারক হলেও পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কীটপতঙ্গ শিকার করে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। তবে যখন মানুষের সংস্পর্শে আসে, তখনই বিপদ ঘনিয়ে আসে। ২০১৯–২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এই বোলতা দেখা গিয়েছিল। তার পর ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্থানীয় কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতির অবনতি হয়নি।

আরও পড়ুন- তিনি যেন গেঁয়ো যোগী, কলকাতা সেভাবে গ্রহণ না করলেও লুফে নিয়েছিল বিশ্ব

এশিয়ান জায়ান্ট হর্নেট পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বোলতাগুলির একটি। তবে পতঙ্গবিদরা জানিয়েছেন যে, এটি উসকানি না দিলে আক্রমণ করে না। তবুও, সতর্ক থাকা জরুরি। তাঁরা আরও জানিয়েছেন যে, প্রকৃতির এই দৈত্য বোলতা যেমন পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে, তেমনই এটি মানুষকে কামড়ালে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকে যায়।

Hornet Giant