/indian-express-bangla/media/media_files/2025/09/01/srila-prabhupada-2025-09-01-17-36-16.jpg)
Srila Prabhupada: শ্রীল প্রভুপাদ।
Srila Prabhupada: কলকাতায় জন্ম। দীর্ঘদিন ছিলেন বাংলায়। কিন্তু, ব্রিটিশ শাসনাধীন এবং পরবর্তী বাংলা তাঁকে সেভাবে গ্রহণ করতে পারেনি। ঊনসত্তর বছর বয়সে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সমিতি। ১৪ বার বিশ্ব ভ্রমণ করেছেন। শতাধিক কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় ১০ হাজারেরও বেশি শিষ্যকে কৃষ্ণ ভাবনায় দীক্ষা দিয়েছিলেন। তিনি আর কেউ নন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ অভয়চরণ ভক্তিবেদান্ত।
সোভিয়েত থেকে আমেরিকা, সর্বত্র ছিল অবাধ বিচরণ
কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত থেকে পুঁজিবাদী আমেরিকা, আফ্রিকা থেকে এশিয়া- বিশ্বের নানা প্রান্তে তিনি কৃষ্ণভাবনার প্রচার চালিয়েছেন। গড়ে তুলেছেন আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন। তাঁর তৈরি সেই সংগঠন ইসকন আজ বিশ্বের অন্যতম সেরা এবং বৃহত্তম ধর্মীয় সংগঠন। শ্রীল প্রভুপাদ জন্মগ্রহণ করেছিলেন ১৮৯৬ সালের ১ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর পরের দিন কলকাতার টালিগঞ্জের এক ছোট্ট বাড়িতে। জন্মস্থানটি ছিল এক কাঁঠাল গাছের নীচে। এবছর তাঁর ১২৯তম আবির্ভাব দিবস।
আরও পড়ুন- কবে মহালয়া? তর্পণের সঠিক সময় কখন, জানুন কোনগুলো করা আবশ্যিক
তিনি যখন আমেরিকার নিউ ইয়র্কে পা রেখেছিলেন, সেটা ছিল ১৯৬৫ সালের ১৭ সেপ্টেম্বর। সেই সময় শ্রীল প্রভুপাদের বয়স ছিল ৬৯ বছর। ১৯৭৭ সালের ১৪ নভেম্বর ৮১ বছর বয়সে তিনি প্রয়াত হন। ওইটুকু সময়ের মধ্যেই তিনি ১৪ বার বক্তৃতা দিতে বিশ্ব প্রদক্ষিণ করেন। ৬টি মহাদেশে তাঁর কৃষ্ণভাবনা পৌঁছে দেন। ১৯৬৬ সালের ১১ জুলাই তিনি নিউ ইয়র্কে তাঁর সংগঠনকে আনুষ্ঠানিক ভাবে নথিবদ্ধ করেছিলেন। সেটাই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সমিতির প্রতিষ্ঠা।
আরও পড়ুন- রাধাষ্টমী পালন তো করলেন, এই গল্পটি পড়েছেন? না-হলে কিন্তু আপনার ব্রত অসম্পূর্ণ!
আরও পড়ুন- রাধারানির পুজো তো করলেন, সঙ্গে এটি করুন, সারা বছর ঘরে অর্থ আসবে!
তিনি কৃষ্ণ পরম্পরার ওপর ৭০টিরও বেশি খণ্ড রচনা করেছেন। তাঁর লেখা বই ১১০টিরও বেশি ভাষায় অনুবাদ হয়েছে। ছেলেবেলায় এক জ্যোতিষী তাঁর রাশিফল তৈরির সময় জানিয়েছিলেন, এই শিশু যখন ৭০ বছর বয়সে পৌঁছবে, তখন সে সমুদ্র পার হবে। একজন মহান ধর্মীয় শিক্ষক হবেন। আর, ১০৮টি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করবেন। সেই গণনা শ্রীল প্রভুপাদের জীবনে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল।
আরও পড়ুন- প্রয়াণ দিবস সকলে মনে রাখে, কিন্তু জানেন কি লোকনাথ বাবার জন্মদিন কবে?
অথচ, তার আগে হ্যারিসন রোডের ভাড়াবাড়িতে থাকা, কিন্ডারগার্টেন স্কুলে লেখাপড়া, মতিলাল শীল মুক্ত বিদ্যালয়ে লেখাপড়া, স্কটিশচার্চ কলেজে পড়াশোনা- কত কিছুই না তিনি করেছেন। সাইকেল চালিয়ে কলকাতার নানা প্রান্তে চক্কর দেওয়া ছিল তাঁর শখ। বিয়ে করেছেন শহর কলকাতায়, সন্তান হয়েছে। ব্যবসা করেছেন কলকাতা এবং উত্তরপ্রদেশে। কিন্তু, দীর্ঘসময় এদেশে কাটানোর পরও তিনি যেন উপেক্ষিতই থেকে গিয়েছিলেন। যা ধর্মীয় আগ্নেয়গিরির লাভার মত বাধা অপসারণকারী রূপে আত্মপ্রকাশ করেছিল বিদেশের মাটিতে। সেই আত্মপ্রকাশ যেন পূর্ণতার লক্ষ্যে আজও এগিয়ে চলেছে।