/indian-express-bangla/media/media_files/2025/09/01/natural-hair-dye-2025-09-01-13-20-14.jpg)
Natural Hair Dye: বাটিতে ন্যাচারাল হেয়ার ডাই।
Hair Care: চুলের অকালপক্কতা আজকাল খুব সাধারণ সমস্যা। অনেকেই চুল রং করতে বাজারের কেমিক্যাল ব্যবহার করেন, কিন্তু এগুলো দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি করতে পারে। তাই ঘরে বসেই ন্যাচারাল হেয়ার ডাই (Natural Hair Dye) তৈরির চল এখন বাড়ছে। আর, সেই ন্যাচারাল হেয়ার ডাই সাধারণ জিনিস দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন। এজন্য বিশেষ কেনাকাটাও করতে হবে না।
খুদ ভালোভাবে শুকিয়ে নিয়ে গুঁড়ো করুন
এজন্য লাগবে শুধু চালের খুদ, হলুদ গুঁড়ো, চায়ের জল, সামান্য কর্পুর। এরমধ্যে খুদ ভালোভাবে শুকিয়ে নিয়ে গুঁড়ো করুন। উনুনে একটি লোহার কড়াই বসিয়ে তাতে ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিন এবং খুদ আলাদাভাবে গরম করুন। খুদ নাড়তে থাকুন যতক্ষণ না রং বদলায়। ঠান্ডা হলে খুদ মিক্সারে গুঁড়ো করে নিন। খুদ এবং হলুদ গুঁড়ো আলাদা বোতলে ভরে রেখে দিন।
আরও পড়ুন- কবে মহালয়া? তর্পণের সঠিক সময় কখন, জানুন কী করা উচিত এই সময়
এবার একটি ছোট পাত্রে সমান পরিমাণ হলুদ গুঁড়ো এবং খুদ মিশিয়ে নিন। ওই মিশ্রণে সামান্য চায়ের জল দিন। চুলকে কয়েক ভাগে ভাগ করে, বিশেষ করে যেখানে বেশি পাকা চুল রয়েছে, সেখানে মিশ্রণটি লাগান। প্রায় ৩০ মিনিট বা আধঘণ্টা ওই মিশ্রণ মাখা অবস্থায় চুল রেখে দিন। শ্যাম্পুর দরকার নেই। ঠান্ডা জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। কোনও শ্যাম্পুর দরকার নেই।
আরও পড়ুন- মায়ের দস্যি পল্টুই পরে অবলীলায় সামলালেন দেশের ভার, প্রয়াণ দিবসে প্রণব মুখোপাধ্যায়
চুল কালো করতে এই মিশ্রণ ব্যবহার করুন। কারণ, এতে চুল ক্ষতিগ্রস্ত হবে না। প্রাকৃতিক জিনিসপত্র, সেগুলো চুলকে নরম এবং মসৃণ রাখবে। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে চুলের রং স্বাভাবিক থাকবে। এই মিশ্রণ দীর্ঘদিন অবিকৃত অবস্থায় রেখে দিতে পারবেন। তবে, এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হল- চুলের যে কোনও ঘরোয়া রং ব্যবহার করার আগে অবশ্যই একটি প্যাচ টেস্ট করে নিন। এতে অ্যালার্জি আছে কি না, বোঝা যাবে। আর যাঁদের চুলের সমস্যা বেশি, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন।
আরও পড়ুন- রণে-বনে-জলে-জঙ্গলে, বিপদে-আপদে তিনিই বাঙালির ভগবান!
মোদ্দা কথা হল, প্রাকৃতিকভাবে চুল কালো করতে চালের খুদ, হলুদ এবং চায়ের জলের মিশ্রণ ব্যবহার করুন। এই ন্যাচারাল হেয়ার ডাই নিরাপদ, সাশ্রয়ী এবং সহজে তৈরি করা যায়। নিয়মিত ব্যবহার করলে পাকা চুল কালো আর উজ্জ্বল হবে।
আরও পড়ুন- যেন পথের দাবীর সব্যসাচী! জনতার 'ডাক্তার' যাদুগোপালই বিপ্লবীদের মাথা
দাবিত্যাগ (Disclaimer)
মনে রাখা দরকার যে, এই নিবন্ধটি শুধুমাত্র সাধারণ তথ্য দেওয়ার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে কোনও পেশাদার চিকিৎসকের পরামর্শ তুলে ধরা হয়নি। তাই চুল, স্বাস্থ্য বা যে কোনও চিকিৎসাগত সমস্যার ক্ষেত্রে অবশ্যই ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।