August Personality: আগস্টে জন্ম? জানুন এই মাসে জন্মানো জাতকদের গুণ ও দুর্বলতা!

August Personality: জেনে নিন আগস্ট মাসে জন্মানো জাতক-জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য, মানসিকতা কেমন হয়? জীবনে নানা ওঠাপড়ার মূল কারণগুলোই বা কী।

August Personality: জেনে নিন আগস্ট মাসে জন্মানো জাতক-জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য, মানসিকতা কেমন হয়? জীবনে নানা ওঠাপড়ার মূল কারণগুলোই বা কী।

author-image
IE Bangla Web Desk
New Update
Horoscope: রাশিফল

Horoscope: রাশিফল।

August Personality: বছরের প্রতিটি মাসের একটি বিশেষ গুরুত্ব থাকে। তেমনি, আগস্ট মাসে জন্মানো জাতক-জাতিকাদের মধ্যেও কিছু অনন্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 

Advertisment

সূর্য প্রধান এই মাসে জন্মানো মানুষরা হন অত্যন্ত আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং সৌভাগ্যবান। জ্যোতিষ মতে, এই মাসে সিংহ ও কন্যা রাশির প্রাধান্য থাকে, যার ফলে চরিত্রে ফুটে ওঠে দৃঢ়তা, নেতৃত্বদানে আগ্রহ এবং নৈতিকতা।

আরও পড়ুন- সুস্বাদু সাবুদানা মোমো, এক রেসিপিতেই মিলবে স্বাদ, হাড় হবে মজবুত!

Advertisment

১. আত্মবিশ্বাসে ভরপুর নেতৃত্বদাতা

আগস্টে জন্মানো ব্যক্তিরা জন্মগতভাবেই আত্মবিশ্বাসী। যে কোনও পরিস্থিতিতে নেতৃত্ব দিতে পারেন। বড় দায়িত্বে পিছপা হন না। সকলকে সঙ্গে নিয়ে কাজ করার দক্ষতা তাঁদের মধ্যে সহজাত।

আরও পড়ুন- ফেসওয়াশ কেনেন? দরকারই হবে না! জানুন দুর্দান্ত ঘরোয়া পদ্ধতি

২. সৃজনশীল এবং শিল্পপ্রিয়

এই জাতক-জাতিকারা সাহিত্য, নাটক, সংগীত বা চিত্রশিল্পের প্রতি আগ্রহী হন। তাঁদের মধ্যে থাকে স্বতন্ত্র চিন্তা ও প্রকাশভঙ্গী।

আরও পড়ুন- স্নানের আগে এই জিনিসটি লাগান, চুল হবে রেশমের মত মসৃণ ও নরম

৩. ধর্মবিশ্বাসী এবং নৈতিক

সূর্য তাঁদের রাশিতে প্রভাব ফেলে বলে তাঁরা অত্যন্ত ধর্মপরায়ণ হন। অন্যের উপকার করতে ভালোবাসেন, পরিবারের প্রতি দায়িত্বশীল হন। সম্পর্কের প্রতি নিষ্ঠাবান থাকেন।

আরও পড়ুন- বানিয়ে ফেলুন এই মাছের ঝুরো, শিশু থেকে বৃদ্ধ, খাবে একেবারে চেটেপুটে

৪. উচ্চাকাঙ্ক্ষী এবং লক্ষ্যনিষ্ঠ

ব্যক্তিগত বা পেশাগত জীবনে সফল না হওয়া পর্যন্ত তাঁরা শান্তি পান না। কঠোর পরিশ্রম করেন, লক্ষ্যপূরণে একাগ্র থাকেন, পরিপূর্ণ সাফল্যেই তাঁদের পরিতৃপ্তি হয়।

৫. সৌভাগ্যের অধিকারী

এই মাসে জন্মানো অনেকেই তুলনামূলক কম পরিশ্রমে বেশি ফল পেয়ে থাকেন। ভাগ্য সবসময় তাঁদের পক্ষে কাজ করে। সুযোগ দ্রুত আসে জীবনে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তেও সফল হন অনেক সময়।

৬. সন্দেহপ্রবণ স্বভাব

তাঁরা সাধারণত খুব সচেতন এবং কখনও কখনও অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে পড়েন। একবার মনে বিরূপ ধারণা তৈরি হলে তা সহজে পাল্টান না। সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে এই স্বভাবের জন্য।

৭. নিজের প্রশংসা শুনতে ভালোবাসেন

নিজের গুণ শুনতে তাঁরা ভালোবাসেন। অন্যের মুখে নিজের প্রশংসা তাঁদের আনন্দ দেয়। তবে মনের দিক থেকে সৎ এবং পরোপকারী হন। বন্ধুমহলে জনপ্রিয় হয়ে ওঠেন সহজেই

৮. মানসিকভাবে দৃঢ় ও স্বাধীনচেতা

আগস্টের জাতক-জাতিকারা: সহজে মানুষের মন জয় করতে পারেন, অতিরিক্ত স্বাধীনচেতা হওয়ায় অনেক সময় ভালো সুযোগ হাতছাড়া করেন, নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন।

৯. সৌভাগ্য বাড়াতে সূর্যকে অর্ঘ্য দিন

সূর্যই যেহেতু এই মাসের জাতকদের প্রধান গ্রহ তাই প্রতিদিন স্নানের পর সূর্যদেবকে জলের অর্ঘ্য দেওয়া উচিত।
এতে জীবনে উন্নতি ও ইতিবাচক শক্তির আগমন ঘটে।

আগস্ট মাসে জন্ম নেওয়া মানুষদের মধ্যে থাকে নেতৃত্ব, সৌভাগ্য, শিল্পপ্রেম এবং আত্মবিশ্বাসের মিশেল। তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য শুধু পেশাগত নয়, সামাজিক জীবনেও প্রভাব ফেলে। ভাগ্য এবং অধ্যবসায় একসঙ্গে থাকলে আগস্ট জাতকদের জীবনে সাফল্য অনিবার্য।

August Personality