/indian-express-bangla/media/media_files/2025/10/23/bhaiphonta-cause-1-2025-10-23-11-09-43.jpg)
Bhai Phonta: ভাইফোঁটা এক পবিত্র বন্ধনের প্রতীক।
Bhai Phonta 2025 Rituals: হিন্দু ধর্মে ভাইবোনের পবিত্র বন্ধন উদযাপনের অন্যতম উৎসব হল ভাইফোঁটা। সংস্কৃত নাম 'ভ্রাতৃদ্বিতীয়া'— যার অর্থ ভাইয়ের মঙ্গলকামনায় দ্বিতীয়া তিথিতে করা অনুষ্ঠান। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, অর্থাৎ কালীপুজোর দুই দিন পর এই উৎসব পালিত হয়। এই দিন বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন, আর ভাই বোনকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সূর্যদেব ও সংজ্ঞার সন্তান ছিলেন যম ও যমুনা। দীর্ঘদিন পর ভাই যম যখন দিদির বাড়ি যাত্রা করেন, যমুনা তাঁকে স্নেহভরে আতিথ্য দেন ও কপালে ফোঁটা পরিয়ে মঙ্গলকামনা করেছিলেন। যম দিদির এই ভ্রাতৃস্নেহে অভিভূত হয়ে আশীর্বাদ দিয়েছিলেন, 'যে বোন এই দিনে ভাইকে ফোঁটা দেবে, তাঁর ভাই দীর্ঘজীবী হবে।' এই কাহিনি থেকেই ভাইফোঁটার সূচনা বলে মনে করা হয়।
আরও পড়ুন- ফোঁটায় পাতে রাখুন এই কাটলেট, মন ভরবে ভাইয়ের!
আরেকটি মতে, নরকাসুর বধের পর শ্রীকৃষ্ণ আহত অবস্থায় দ্বারকায় ফিরে এসেছিলেন। বোন সুভদ্রা সেই সময় তাঁকে ফোঁটা দিয়ে বিজয়তিলক পরান ও মিষ্টিমুখ করান। সেই থেকেই বোনেরা ভাইয়ের বিজয়, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য ফোঁটা দিয়ে থাকেন।
আরও পড়ুন- ভাইফোঁটায় ভাইয়ের পাতে কী দেবেন? দেখুন কলকাতার এই বিশেষ খাবার
এই রীতিতে বোন প্রথমে স্নান সেরে নতুন পোশাক পরে, পবিত্র মনে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেন। চন্দন কাঠ ঘষে দই মিশিয়ে কড়ে আঙুল দিয়ে ফোঁটা দেওয়া হয়। ফোঁটা দেওয়ার সময় বলা হয় নির্দিষ্ট মন্ত্র। সেই মন্ত্র হল— 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা…'। এরপর ভাইকে মিষ্টি খাওয়ানো হয় এবং ধান-দূর্বা মাথায় দেওয়া হয়।
আরও পড়ুন- ফোঁটা দেওয়ার শুভ সময়ই বা কখন?
কেন বাঁ হাতের কড়ে আঙুলে ফোঁটা দেওয়া হয়?
শাস্ত্রমতে, মানুষের পাঁচ আঙুল পঞ্চভূতের প্রতীক। কড়ে আঙুল প্রতীক 'ব্যোম' বা আকাশ তত্ত্ব—র। যার অর্থ অসীমতা। তাই ভাইফোঁটা দেওয়া হয় বাঁ হাতের কড়ে আঙুলে, যাতে ভাইবোনের সম্পর্কও আকাশের মতই অসীম ও অটুট থাকে। ভারতের বিভিন্ন অঞ্চলে ভাইফোঁটা বিভিন্ন নামে পরিচিত— পশ্চিম ভারতে পরিচিত, 'ভাইদুজ (Bhai Dooj)' নামে। মহারাষ্ট্রে পরিচিত, 'ভাইবিজ (Bhai Beej)' নামে। নেপালে পরিচিত, 'ভাইটিকা (Bhai Tika)' নামে। তবে, নাম যাই হোক- সব জায়গায় মূল ভাব একই। তা হল— বোন ভাইয়ের মঙ্গল কামনা করে, আর ভাই বোনের সুখ এবং সুরক্ষা কামনা করে।
আরও পড়ুন- আজকের দুর্ভাগ্য দূর করতে কাজে লাগান এই টিপস!
ভাইফোঁটা শুধু একটি রীতি নয়, এটি ভাইবোনের মধ্যে ভালোবাসা, আশীর্বাদ ও চিরন্তন বন্ধনের প্রতীক। এই দিনে পরিবারের বন্ধন আরও দৃঢ় হয়, সম্পর্ক হয় মধুর, আর সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us