Diwali Gift Ideas 2025: দীপাবলির মধ্যেই প্রিয়জনকে দিন এই সেরা উপহার, ভালোবাসা বেড়ে যাবে কয়েকগুণ

Diwali 2025 Gift Ideas: পরিবার, বন্ধু ও প্রিয়জনদের জন্য এই দীপাবলিতেই বেছে নিন সেরা উপহার। কী উপহার দেওয়া যেতে পারে, জেনে নিন প্রতিবেদনে। এমন উপহার দিন, যাতে চিরকাল তারিফ করবে সকলে।

Diwali 2025 Gift Ideas: পরিবার, বন্ধু ও প্রিয়জনদের জন্য এই দীপাবলিতেই বেছে নিন সেরা উপহার। কী উপহার দেওয়া যেতে পারে, জেনে নিন প্রতিবেদনে। এমন উপহার দিন, যাতে চিরকাল তারিফ করবে সকলে।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Diwali 2025: Diwali Gift Ideas 2025: Best Gift Ideas: প্রিয়জনকে দিন সেরা উপহার।

Best Diwali 2025 Gift Ideas To Your Loved Ones: প্রিয়জনকে দিন সেরা উপহার।

Diwali Gift Ideas in Bengali 2025: দীপাবলি মানেই আলোর উৎসব, আনন্দ, ভালোবাসা আর একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময়। এই দিনে মিষ্টি ও শুভেচ্ছার পাশাপাশি উপহার দেওয়া-নেওয়া এক অপরিহার্য অংশ। কিন্তু অনেকেই ভাবেন— দীপাবলিতে কী উপহার দিলে ভালো হবে? চলুন দেখে নেওয়া যাক ২০২৫-এর দিওয়ালি গিফট আইডিয়া (Diwali 2025 Gift Ideas) কী হতে পারে? এগুলো পরিবার, বন্ধু, অফিস সহকর্মী বা প্রিয়জনের জন্য পারফেক্ট চয়েস বলা যায়।

Advertisment

১) মিষ্টি ও চকোলেট বাক্স

দীপাবলির প্রথম ও সবচেয়ে জনপ্রিয় উপহার হল মিষ্টি বা চকোলেট। আজকাল অনেক ব্র্যান্ড সুন্দর ডেকরেটেড বাক্সে শুকনো ফল ও চকোলেট গিফট প্যাক দেয়। এটি সবার পছন্দের ও শুভ অর্থবাহী উপহার।

আরও পড়ুন- দীপাবলিতে জেনে নিন সম্পদের দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার ৭টি সহজ উপায়!

Advertisment

২) ডেকর আইটেম বা হোম ডেকর গিফট

দীপাবলির সময় ঘর সাজানোর রেওয়াজ রয়েছে। তাই ঘর সাজানোর সামগ্রী যেমন— প্রদীপের সেট, লণ্ঠন, ওয়াল হ্যাংগিং বা পিতলের লক্ষ্মী-গণেশ মূর্তি— উপহার হিসেবে খুব জনপ্রিয়। 

আরও পড়ুন- দীপাবলিতে প্রিয়জনকে পাঠান এই শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা, চিরকাল মনে রাখবে!

৩) পার্সোনালাইজড গিফট

প্রিয়জনের নাম বা ছবি যুক্ত কুশন, মগ, ক্যালেন্ডার বা ফটো ফ্রেম বর্তমানে খুবই ট্রেন্ডিং। এটি ব্যক্তিগত টাচ দেয় এবং প্রাপকের মধ্যে বিশেষ অনুভূতি জাগায়।

আরও পড়ুন- সাক্ষাত যমদূত! খেতে চাষ করার সময় ঝাঁপিয়ে পড়ল লেপার্ড, আশঙ্কাজনক কৃষক

৪) জুয়েলারি বা সিলভার কয়েন 

মা লক্ষ্মীর প্রতীক হিসেবে রূপার কয়েন, ছোট জুয়েলারি বা সোনার লকেট দিওয়ালির জন্য শুভ উপহার। এটি শুধু অর্থবৃদ্ধির প্রতীকই নয়, বরং একটি মূল্যবান স্মারকও।

আরও পড়ুন- কীভাবে শুরু হয়েছিল নৈহাটির বড়মার পুজো, ইতিহাসটা জানেন?

৫) সুগন্ধি মোমবাতি ও অ্যারোমা কিট

দীপাবলির রাতে ঘরে সুন্দর সুগন্ধি থাকলে পরিবেশ আলোকিত ও শান্ত হয়। তাই সুগন্ধি মোমবাতি, অ্যারোমা ডিফিউজার বা এসেনশিয়াল অয়েল সেট উপহার হিসেবে দিতে পারেন।

৬) গ্যাজেট ও ইলেকট্রনিক গিফট

আজকের যুগে টেক গিফট অনেক জনপ্রিয়। স্মার্টওয়াচ, হেডফোন, পাওয়ার ব্যাংক বা ব্লুটুথ স্পিকার — আধুনিক দিওয়ালি গিফটের চমৎকার উদাহরণ।

৭) গিফট কার্ড বা অনলাইন ভাউচার

যদি বুঝতে না পারেন কী দেবেন, গিফট কার্ড সব সমস্যার সেরা সমাধান। Amazon, Myntra, Flipkart বা Big Bazaar-এর ডিজিটাল গিফট কার্ড এখন অনেক জনপ্রিয়।

৮) হাতে বানানো ক্রাফট বা DIY গিফট

নিজের হাতে বানানো উপহার যেমন ক্যান্ডেল হোল্ডার, শুভেচ্ছা কার্ড বা ছোট আর্টপিস প্রিয়জনকে বিশেষ অনুভূতি দেয়। এটি হৃদয়ের ভালোবাসা প্রকাশের অন্যতম উপায়।

৯) অফিস বা সহকর্মীদের জন্য উপহার

অফিসের সহকর্মীদের জন্য দিতে পারেন পেন সেট, ডেস্ক অর্গানাইজার, প্ল্যান্ট পট বা অফিস টেবিল ডেকর। এটি পেশাগতভাবে শুভেচ্ছা জানানোর সুন্দর উপায়।

পরিবারের জন্য বিশেষ গিফট

দীপাবলির তিথিতে পরিবারের সবাইকে একসঙ্গে কোনও গিফট দিতে পারেন— যেমন ফ্যামিলি ফটো ফ্রেম, হোম থিয়েটার সেট বা ফেস্টিভাল হ্যাম্পার। দীপাবলির উপহার বেছে নেওয়ার সময় মনে রাখতে হবে, উপহার যেন ব্যবহারযোগ্য এবং স্মরণীয় হয়। তা যেন বাজেটের মধ্যে থাকে এবং ভেবে-চিন্তে কেনা কোনও কিছু হয়। সঙ্গে পরিবেশবান্ধব এবং হাতে বানানো উপহারকেই অগ্রাধিকার দেওয়া উচিত।

2025 Diwali