/indian-express-bangla/media/media_files/QdmNVD5GUsOGcAm7dWqb.jpg)
প্রতীকী ছবি।
Easy Money Making Tips: কম লগ্নি করে অল্প দিনের মধ্যেই বিপুল আয়ের একটা দারুণ সুযোগ এসে গিয়েছে। এক্ষেত্রে আপনার বাড়িতেই এই কারবার করে মোটা টাকা আয়ের সুযোগ হতে পারে। তবে এই কাজে শুধু একটু জায়গার দরকার। তাহলেই কেল্লাফতে! নামমাত্র টাকা ঢেলে কম দিনেই বিপুল রোজগার করতে পারবেন আপনিও। বিশেষ এই প্রতিবেদনে সেই বিষয়টি নিয়েই বিশদে আলোচনা করা হল।
বাড়িতে অল্প একটু জায়গা থাকলে সেখানে আপনি বাগদা কলা চাষ করতে পারেন। এই কলা চাষ অত্যন্ত লাভজনক। সাধারণ দেশি কলার মতোই দেখতেই এই বাগদা কলা। এক একটা কাঁদি হয় ৮-৯ ফুটের। বর্তমান বাজার দর অনুযায়ী এই কলার এক-একটা কাঁদি আপনি বিক্রি করতে পারবেন দুই থেকে আড়াই হাজার টাকায়।
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বাগদা কলার চাষ হচ্ছে। এই চাষ করে আর্থিকভাবে সাবলম্বীও হচ্ছেন অনেকে। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেরও বেশ কিছু জেলায় বাগদা কলার চাষ চলছে। চাষিরা অল্প বিনিয়োগ করে কম দিনে এই চাষের মাধ্যমে লাভের মুখ দেখছেন।
আরও পড়ুন- Difference between khasi and patha: পাঁঠা ও খাসির মধ্যে আসল ফারাক কী? প্রকৃত তথ্য জানুন!
আরও পড়ুন-Vastu Tips: এক মাসেই মোটা টাকা হাতে এসে যেতে পারে! আজই ঘরে আনুন এই গাছ
আরও পড়ুন-Electricity Bill: ঝট করে কমে যাবে বিদ্যুতের বিল! এখনই করে ফেলুন এই কাজটি
পুষ্টিবিদরা বলছেন, এই কলার পুষ্টিগুণও নাকি অনেক। তাই দিন যত এগোচ্ছে বাজারে এই কলার চাহিদাও ততই বাড়ছে। অনেক জায়গাতেই এই বাগদা কলার চাষে আগ্রহ দেখাচ্ছেন অনেকে। তাই অল্প দিনে কম লগ্নি করে বেশি লাভের মুখ দেখতে হলে বাড়ির ফাঁকা জায়গায় এই বাগদা কলার চাষ করতে পারেন।